মুম্বই, 18 অক্টোবর: ভিনধর্মে বিয়ে করেছে মেয়ে ৷ আর সেই কারণে বাবা আর ভাই মিলে হত্যা করল মেয়ে এবং জামাইকে। মুম্বইয়ের এই ঘটনা সামনে আসতে ফের একবার অনারকিলিং নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ৷
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের এক ছেলে গোভান্দির এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে ৷ এরপর এক বছর আগে তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে বিয়েও করে ৷ কিন্তু গত 14 অক্টোবর গোভান্দিতে ওই ছেলেটির মৃতদেহ পাওয়া যায়। মূলত মেয়ে প্রেম করে বিয়ে করেছে তা কোনওভাবেই মেনে নিতে পারেনি ওই তরুণীর বাবা ৷ আর সেই ক্ষোভে ছেলেকে সঙ্গে নিয়ে ওই যুবকের পাশাপাশি নিজের মেয়েকেও খুন করে ৷
মুম্বইয়ের গোভান্দি এলাকায় অনার কিলিং-এর এই ঘটনা বুধবারই প্রকাশ্যে আসে। পুলিশের ডেপুটি কমিশনার হেমরাজ রাজপুতও স্পষ্ট করেছেন, এই ঘটনায় প্রেমিক উত্তরপ্রদেশের বাসিন্দা। এ ঘটনায় নিহত যুবকের নাম করণ রমেশচন্দ্র। পুলিশের ডেপুটি কমিশনার রাজপুত বলেন, "ঘটনায় তিন জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ একই সঙ্গে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিন জন নাবালককে আটক করা হয়েছে।"
ওই পুলিশ আধিকারিক জানান, গত 14 অক্টোবর গোভান্দি থানা এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্দার হয় ৷ এরপরই ঘটনাটি প্রকাশ্য়ে আসে ৷ এই ঘটনায় গোভান্দি থানায় ভারতীয় দণ্ডবিধির 302, 201 ধারায় মামলাও দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ ৷ গোভান্দি থানার পুলিশ আধিকারিক সুদর্শন হোনভাদকর এই ঘটনার তদন্ত করে ৷ আর সেই তদন্তেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর ঘটনা। পুলিশি তদন্তে জানা গিয়েছে, মৃত যুবক করণ রমেশচন্দ্র উত্তরপ্রদেশের বাসিন্দা।
এরপরই খুনের কারণ সম্পর্কে খোঁজ খবর শুরু করে পুলিশ ৷ আর সেখানেই বেরিয়ে আসে বড়সড় তথ্য। পুলিশের ডেপুটি কমিশনার হেমরাজ রাজপুত জানান, পুলিশ তদন্তে জানতে পারে, প্রেমঘটিত বিয়ের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত করণ রমেশচন্দ্র হত্যার তদন্তে নেমে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহের বশে নিহতের শ্বশুরকে আটক করে। আর তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হলে সে তার ছেলে ও তার বন্ধুদের সহযোগিতায় করণ রমেশচন্দ্রকে হত্যার কথা স্বীকার করে বলে দাবি পুলিশের।
একই সঙ্গে, মেয়ে ভিনধর্মে বিয়ে হওয়ায় করণেই তাঁকে হত্যা করা হয়েছে বলেও স্বীকার করেছে নিহতের শ্বশুর এমনটাই দাবি করেছে পুলিশ। পাশাপাশি মেয়েকেও খুন করেছেন বলে স্বীকার করেছেন বাড়ির লোকজন। বাড়িতে প্রেম করে বিয়ের বিরোধিতা সত্ত্বেও শেষ পর্যন্ত অবশ্য ভিনধর্মের করণ রমেশচন্দ্রের সঙ্গে মেয়েটি বিয়ে করে। এরপর থেকেই মেয়েটির বাবা, ভাই এবং পরিবারের লোকেরা আরও বিরোধিতা শুরু করে। পুলিশের ডেপুটি কমিশনার হেমরাজ রাজপুত জানিয়েছেন, করণ রমেশচন্দ্র এবং তাঁর স্ত্রীকে এই কারণেই বাবা, ভাই এবং তার বন্ধুরা মিলে খুন করে।
আরও পড়ুন: গাড়ির কাচ ভেঙে চুরি 7 লক্ষ টাকার গয়না, দু’ঘণ্টায় উদ্ধার কলকাতা পুলিশের
পুলিশ জানিয়েছে, মেয়েটির বাবাই দেহ কোথায় রাখা হয়েছিল সেই জায়গা পুলিশকে দেখিয়েছে। হেমরাজ রাজপুত জানান, পরিবারের দেখানো জায়গা থেকে পুলিশ মেয়েটির দেহ উদ্ধার করে। মুম্বইয়ে অনার কিলিং-এর এই ঘটনা সামনে আসায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে ৷ ঘটনায় মেয়ের বাবা, ভাই এবং তার বন্ধুদের আটক করেছে পুলিশ। পুলিশের ডেপুটি কমিশনার হেমরাজ রাজপুত আরও জানান, এই ঘটনায় জড়িত তিন নাবালককেও আটক করা হয়েছে। এদের সকলকেই আদালতে পেশ করা হলে আদালত তাদের 27 অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে।