জামনগর, 12 অগস্ট: হোটেলে বিধ্বংসী আগুন ৷ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে গুজরাতের জামনগরে আলেন্টো হোটেলে ৷ যদিও এখন আগুন নিয়ন্ত্রণে ৷ জামনগরের কালেক্টর সৌরভ পারঘি জানিয়েছেন, সবাইকে সুরক্ষিত ভাবে হোটেল থেকে বের করে আনা হয়েছে এবং দু-তিন জন শ্বাসকষ্টের সমস্যার কথা জানিয়েছেন ৷ তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ প্রায় 27 জন লোক হোটেলের বাড়িটিতে আটকে ছিলেন (Massive fire at Alento hotel in Gujarat's Jamnagar now under control) ৷
আগুন লাগা প্রসঙ্গে পারঘি বলেন, "মোতি খাভড়ির কাছে লাগা আগুনটি এখন নিয়ন্ত্রণে ৷ হোটেলকর্মী-সহ প্রায় 27 জন ভিতরে ছিলেন ৷ এখন সবাই নিরাপদে ৷ 2-3 জনের শ্বাসকষ্ট হচ্ছিল ৷ তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷"
-
#WATCH | A fire broke out in a hotel in Gujarat's Jamnagar. Fire tenders present at the spot. More details awaited. pic.twitter.com/bxCPPe3Cec
— ANI (@ANI) August 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | A fire broke out in a hotel in Gujarat's Jamnagar. Fire tenders present at the spot. More details awaited. pic.twitter.com/bxCPPe3Cec
— ANI (@ANI) August 11, 2022#WATCH | A fire broke out in a hotel in Gujarat's Jamnagar. Fire tenders present at the spot. More details awaited. pic.twitter.com/bxCPPe3Cec
— ANI (@ANI) August 11, 2022
আরও পড়ুন: মুম্বইয়ের বহুতল আবাসনের আগুন কাড়ল 7 জনের প্রাণ
জামনগরের এসপি প্রেমসুখ দেলু বলেন, "খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় ৷ 27 জনকে উদ্ধার করা হয়েছে ৷ কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি ৷ আগুন নিয়ন্ত্রণে এবং পরিস্থিতিও স্বাভাবিক হয়েছে ৷" বৃহস্পতিবার সন্ধে নাগাদ জামনগরের আলেন্টো হোটেলে আগুন লাগে ৷ 5টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায় ৷ দ্বারকা থেকে এই হোটেলটি মাত্র 25 কিমি দূরে অবস্থিত ৷