প্য়ান কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ বাধ্য়তামূলক করে দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় বাজেটে এপ্রসঙ্গে জানিয়ে দেওয়া হয় চলতি বছরের 31 মার্চের মধ্য়ে প্য়ানকার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্ত করতেই হবে ৷ যদি কেউ এই নির্দেশ না মানে তাহলে তাঁকে 1000 টাকা জরিমানা দিতে হবে ৷
হাতে আর মাত্র কয়েকটি দিন ৷ এর মধ্য়ে কীভাবে করবেন আধারের সঙ্গে প্য়ান লিঙ্ক ? সেবিষয়ে সাহায্য় করতে উদ্য়োগী হয়েছে ইটিভি ভারত ৷ কীভাবে করবেন লিঙ্ক, জেনে নিন -
আই টি আর- ই ফাইলিং ওয়েবসাইটে করা যাবে ৷
পদ্ধতি- 1) প্রথমে ইনকাম ট্য়াক্স ওয়েবসাইটের ই ফাইলিং ওয়েবসাইটে যান ৷ লিঙ্ক- https://www.incometaxindiaefiling.gov.in/home
- সেখানে বাঁদিকে রয়েছে কুইক লিঙ্কস বাটন
- সেখানে পাবেন একটি ইনস্ট্য়ান্ট ই প্য়ান হাইপার লিঙ্ক
- সেখানে একটি অপশন পাবেন "লিঙ্ক আধার"
2) এরপর "লিঙ্ক আধার" বাটন আসবে ৷ সেখানে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে ৷ সেখানে বেশ কিছু তথ্য় চাওয়া হবে ৷ সেগুলি সঠিক ভাবে ফিল আপ করুন ৷
- ওই পেজে আপনার কাছ থেকে 10 সংখ্য়ার প্য়ান নম্বর চাওয়া হবে ৷
- তারপর 12 সংখ্য়ার আধার নম্বর চাওয়া হবে ৷ সেই নম্বর দিতে হবে আপনাকে ৷
আধার কার্ডে থাকা নাম অনুযায়ীই ওই পেজে আপনার নাম দিতে হবে আপনাকে ৷ এবিষয়ে মনে রাখতে হবে নামের যেন কোনও বানান ভুল না হয় ৷
3) এরপর সেখানে থাকা সিকিউরিটি কোড দিতে বলা হবে ৷ আপনি সেটা অ্য়াভোয়েড করতে পারেন ৷ তার জন্য় আপনি ফোন ভেরিফিকেশনের মাধ্য়মে ওটিপি দিয়েও ভেরিফাই করতে পারেন ৷ তবে মনে রাখতে হবে যেন ওই মোবাইল নম্বরটি আধারের সঙ্গে সংযুক্ত থাকে ৷
4) এরপর একটি বাটন আসবে নিচে ৷ যেখানে লেখা থাকবে, " লিঙ্ক আধার"৷ সেখানে ক্লিক করলেই আপনার প্য়ানের সঙ্গে আধার লিঙ্ক হয়ে যাবে ৷
এছাড়াও ফোনের মাধ্য়মে মেসেজ পাঠিয়েও আপনি এই কাজটি করতে পারেন ৷ তারজন্য় যে কাজটি করতে হবে তা হল -
প্রথমে আপনি রাইট মেসেজ অপশনে গিয়ে লিখুন-UIDPAN ৷ তারপর একটি স্পেস দিয়ে 12 সংখ্য়ার আধার নম্বর লিখুন৷ তারপর ফের স্পেস দিয়ে 10 সংখ্য়ার প্য়ান নম্বর দিন ৷ তারপর সেটি পাঠিয়ে দিন 567678 অথবা 56161 নম্বরে ৷
এই দুটি পদ্ধতিতে আপনি প্য়ান কার্ডের সঙ্গে আধারের নম্বর লিঙ্ক করতে পারবেন ৷