ETV Bharat / bharat

বাংলাদেশ সরকারের হঠাৎ সীমান্ত বন্ধের সিদ্ধান্তে বিপাকে বহু মানুষ

author img

By

Published : Apr 26, 2021, 4:13 PM IST

Updated : Apr 26, 2021, 5:12 PM IST

ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় রবিবার হঠাৎই সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার ৷ এতে বিপাকে পড়েছেন বহু মানুষ ৷ সীমান্তের দু'পাশে আটকে পড়েছেন বহু ভারতীয় এবং বাংলাদেশি ৷ তাঁদের ক্ষোভ, সরকারের সময় দিয়ে এই সিদ্ধান্ত লাগু করা উচিত ছিল ৷ তাতে তাঁরা সময় পেতেন ৷ এভাবে আটকে পড়তে হত না তাঁদের ৷

সীমান্ত বন্ধ হওয়ায় পেট্রাপোলে আটকে পড়েছেন বহু বাংলাদেশি ৷
সীমান্ত বন্ধ হওয়ায় পেট্রাপোলে আটকে পড়েছেন বহু বাংলাদেশি ৷

কলকাতা, 26 এপ্রিল: ভারতে করোনার প্রকোপ বাড়ার কারণে রবিবার হঠাৎই আগাম নোটিশ ছাড়াই ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ রাখার কথা ঘোষণা করেছে বাংলাদেশ সরকারের । ফলে সমস্যায় পড়েছেন দু'দেশের বহু সাধারণ মানুষ । সোমবার সকালে বাংলাদেশ থেকে চিকিৎসা করতে আসা যাত্রীরা আটকে পড়েছন উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তে । আগাম নোটিশ ছাড়া যাত্রী পারাপার বন্ধ করায় ক্ষোভে ফুঁসছেন তাঁরা ।

করোনা প্যানডেমিকের দ্বিতীয় পর্যায়ে ভারতের সংক্রামণের গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে । আক্রান্ত হচ্ছেন বহু মানুষ । সেই কারণেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় । রবিবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 26 এপ্রিল সোমবার থেকে আগামী 9 মে পর্যন্ত সীমান্ত পেরোনোর ওপর নির্দেশিকা জারি করা হয় । ফলে ভিসা নিয়ে নতুন করে কেউ দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন না । পাশাপাশি যেসব বাংলাদেশি নাগরিক ভারতে এসেছেন বিভিন্ন কারণে, তাঁদের বাংলাদেশ হাইকমিশন থেকে এনওসি নিয়ে তবেই বাংলাদেশে প্রবেশ করতে হচ্ছে ।

এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ । এদিন সকালে পেট্রাপোল সীমান্তে দেখা যায় বহু বাংলাদেশি নিজের দেশে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন । তাঁদের বক্তব্য, বাংলাদেশ সরকার তো জানে এখন মেডিকেল ভিসা নিয়ে ভারতে এসেছেন অনেকেই ৷ তাঁদের অন্তত এক সপ্তাহ আগে জানানো দরকার ছিল । তাহলে ফিরে যেতে পারতাম । হঠাৎ করে বাংলাদেশ সরকারের এই নির্দেশে সমস্যায় পড়েছেন । এখন তাঁরা কোথায় থাকবেন বা কীভাবে বাংলাদেশ ফিরবেন বুঝে উঠতে পারছেন না । তাঁরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছেন, অন্তত দু'দিনের জন্য হলেও তাঁদের সময় দেওয়া হোক এবং যাঁরা পেট্রাপোল সীমান্ত আটকে রয়েছেন তাঁদের ফেরানোর ব্যবস্থা করুক সরকার ।

সীমান্ত বন্ধ হওয়ায় পেট্রাপোলে আটকে পড়েছেন বহু বাংলাদেশি ৷

ভারত থেকে বাংলাদেশে যাওয়া বহু মানুষও আটকে পড়েছেন বাংলাদেশের বেনাপোলে । বাংলাদেশ পোর্ট অথরিটি তাঁদের বেনাপোল গেটের কাছে আসতে দিচ্ছে না । সেখানেই তাঁরা দেশে ফেরার অপেক্ষা করছেন ।

এ ব্যাপারে হরিদাসপুর জোনের চিফ ইমিগ্রেশন অফিসার তরুণ বিশ্বাস জানান, ভারত থেকে অনেক লোক বাংলাদেশে গিয়েছেন বিজনেস এবং ওয়ার্কিং ভিসায় । তাঁরা ওখানে আটকে আছেন । তাঁদের জন্য এখনও পর্যন্ত কোনও অর্ডার নেই । তবে বাংলাদেশ ইমিগ্রেশন অথরিটি এই ব্যাপারে একটা ক্ল্য়ারিফিকেশন চেয়েছে । আশা করা যায়, দু-তিনদিনের মধ্যে তাঁরা চলে আসবেন । কিন্তু আপাতত কোনও ভারতীয়কে বাংলাদেশ পোর্ট এদেশে আসতে দিচ্ছে না । এবং ভারত থেকেও কেউ বাংলাদেশে যেতে পারছেন না । শুধুমাত্র যাঁদের ভিসা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাঁরা বাংলাদেশ হাইকমিশন থেকে নো অবজেকশন লেটার নিয়ে দিতে পারবেন ।

প্রসঙ্গত, গতবছর লকডাউনের সময় পেট্রাপোল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার । এর ফলে দুই দেশের মধ্যে আমদানি ও রফতানি বন্ধ ছিল । ফলে বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছিল দুই দেশকে । লকডাউন ওঠার পর কোভিড প্রোটোকল মেনে ফের বাণিজ্য শুরু হলেও বিভিন্ন সময় ট্রাকচালক ও ক্লিয়ারিং এজেন্ট সংগঠনের চাপের মুখে একাধিকবার বাণিজ্য বন্ধ হয়েছিল । পরের দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনার মাধ্যমে কোভিড স্বাস্থ্যবিধি মেনে বাণিজ্য শুরু হয় ।

আরও পড়ুন: করোনার শিখরে ভারত, স্থলসীমান্ত দু'সপ্তাহ বন্ধ করলেন হাসিনা

কলকাতা, 26 এপ্রিল: ভারতে করোনার প্রকোপ বাড়ার কারণে রবিবার হঠাৎই আগাম নোটিশ ছাড়াই ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ রাখার কথা ঘোষণা করেছে বাংলাদেশ সরকারের । ফলে সমস্যায় পড়েছেন দু'দেশের বহু সাধারণ মানুষ । সোমবার সকালে বাংলাদেশ থেকে চিকিৎসা করতে আসা যাত্রীরা আটকে পড়েছন উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তে । আগাম নোটিশ ছাড়া যাত্রী পারাপার বন্ধ করায় ক্ষোভে ফুঁসছেন তাঁরা ।

করোনা প্যানডেমিকের দ্বিতীয় পর্যায়ে ভারতের সংক্রামণের গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে । আক্রান্ত হচ্ছেন বহু মানুষ । সেই কারণেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় । রবিবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 26 এপ্রিল সোমবার থেকে আগামী 9 মে পর্যন্ত সীমান্ত পেরোনোর ওপর নির্দেশিকা জারি করা হয় । ফলে ভিসা নিয়ে নতুন করে কেউ দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন না । পাশাপাশি যেসব বাংলাদেশি নাগরিক ভারতে এসেছেন বিভিন্ন কারণে, তাঁদের বাংলাদেশ হাইকমিশন থেকে এনওসি নিয়ে তবেই বাংলাদেশে প্রবেশ করতে হচ্ছে ।

এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ । এদিন সকালে পেট্রাপোল সীমান্তে দেখা যায় বহু বাংলাদেশি নিজের দেশে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন । তাঁদের বক্তব্য, বাংলাদেশ সরকার তো জানে এখন মেডিকেল ভিসা নিয়ে ভারতে এসেছেন অনেকেই ৷ তাঁদের অন্তত এক সপ্তাহ আগে জানানো দরকার ছিল । তাহলে ফিরে যেতে পারতাম । হঠাৎ করে বাংলাদেশ সরকারের এই নির্দেশে সমস্যায় পড়েছেন । এখন তাঁরা কোথায় থাকবেন বা কীভাবে বাংলাদেশ ফিরবেন বুঝে উঠতে পারছেন না । তাঁরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছেন, অন্তত দু'দিনের জন্য হলেও তাঁদের সময় দেওয়া হোক এবং যাঁরা পেট্রাপোল সীমান্ত আটকে রয়েছেন তাঁদের ফেরানোর ব্যবস্থা করুক সরকার ।

সীমান্ত বন্ধ হওয়ায় পেট্রাপোলে আটকে পড়েছেন বহু বাংলাদেশি ৷

ভারত থেকে বাংলাদেশে যাওয়া বহু মানুষও আটকে পড়েছেন বাংলাদেশের বেনাপোলে । বাংলাদেশ পোর্ট অথরিটি তাঁদের বেনাপোল গেটের কাছে আসতে দিচ্ছে না । সেখানেই তাঁরা দেশে ফেরার অপেক্ষা করছেন ।

এ ব্যাপারে হরিদাসপুর জোনের চিফ ইমিগ্রেশন অফিসার তরুণ বিশ্বাস জানান, ভারত থেকে অনেক লোক বাংলাদেশে গিয়েছেন বিজনেস এবং ওয়ার্কিং ভিসায় । তাঁরা ওখানে আটকে আছেন । তাঁদের জন্য এখনও পর্যন্ত কোনও অর্ডার নেই । তবে বাংলাদেশ ইমিগ্রেশন অথরিটি এই ব্যাপারে একটা ক্ল্য়ারিফিকেশন চেয়েছে । আশা করা যায়, দু-তিনদিনের মধ্যে তাঁরা চলে আসবেন । কিন্তু আপাতত কোনও ভারতীয়কে বাংলাদেশ পোর্ট এদেশে আসতে দিচ্ছে না । এবং ভারত থেকেও কেউ বাংলাদেশে যেতে পারছেন না । শুধুমাত্র যাঁদের ভিসা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাঁরা বাংলাদেশ হাইকমিশন থেকে নো অবজেকশন লেটার নিয়ে দিতে পারবেন ।

প্রসঙ্গত, গতবছর লকডাউনের সময় পেট্রাপোল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার । এর ফলে দুই দেশের মধ্যে আমদানি ও রফতানি বন্ধ ছিল । ফলে বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছিল দুই দেশকে । লকডাউন ওঠার পর কোভিড প্রোটোকল মেনে ফের বাণিজ্য শুরু হলেও বিভিন্ন সময় ট্রাকচালক ও ক্লিয়ারিং এজেন্ট সংগঠনের চাপের মুখে একাধিকবার বাণিজ্য বন্ধ হয়েছিল । পরের দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনার মাধ্যমে কোভিড স্বাস্থ্যবিধি মেনে বাণিজ্য শুরু হয় ।

আরও পড়ুন: করোনার শিখরে ভারত, স্থলসীমান্ত দু'সপ্তাহ বন্ধ করলেন হাসিনা

Last Updated : Apr 26, 2021, 5:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.