রায়বরেলি, 18 মে : উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় বালিতে পোঁতা মৃতদেহ বেরিয়ে আসার ঘটনা এখনও অব্যাহত ৷ কিছুদিন আগেই স্থানীয় একটি শ্মশানের কাছে অসংখ্য মৃতদেহ উদ্ধার হয় ৷ লাশগুলি গোপনে পুঁতে রাখা হয়েছিল ৷ মঙ্গলবার ফের একবার রায়বরেলির উঁচাহার এলাকায় গোকনা শ্মশানঘাটে একই ঘটনা ঘটে ৷ গঙ্গার তীরে গড়ে ওঠা শ্মশানের আশপাশে হদিশ মেলে অসংখ্য মৃতদেহের ৷ সেগুলি বালি খুঁড়ে পুঁতে রাখা হয়েছিল ৷
স্থানীয় সূত্রে খবর, সামান্য খানিকটা খুঁড়েই মৃতদেহগুলি সেই অগভীর গর্তে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ৷ তারপর সেগুলির উপর বালি চাপা দিয়ে দেওয়া হয় ৷ ফলে একটু বৃষ্টি হতেই উপরের বালি ধুয়ে গিয়ে মৃতদেহ বেরিয়ে পড়ে ৷ এমন ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এখানকার শ্মশানে বহু মানুষই তাঁদের প্রিয়জনের দেহ দাহ করতে আসেন ৷ সোমবার রাত থেকে এখানে ব্য়াপক বৃষ্টি শুরু হয় ৷ ফলে নদীর তীরবর্তী এলাকার বালি ধুয়ে যায় ৷ আর তাতেই বালির নীচে পোঁতা দেহ উপরে উঠে আসে ৷
আরও পড়ুন : কোভিডে মৃত্যুর সঠিক সংখ্যা নিয়ে বিহার সরকারকে ভর্ৎসনা আদালতের
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এপ্রিল মাসের শেষ সপ্তাহে এই দেহগুলি নদীর তীরে পুঁতে দেওয়া হয়েছিল ৷ মনে করা হচ্ছ, মৃতরা সকলেই অত্যন্ত দরিদ্র পরিবারের ৷ তাঁদের মৃত্য়ুর পর দাহকার্যের জন্য কাঠ কেনারও টাকা ছিল না পরিজনদের ৷ সেই কারণেই দেহ নদীর পাড়ে পুঁতে দিয়ে চলে যান তাঁরা ৷ পাশাপাশি, মৃতদের একাংশ করোনা আক্রান্ত বলেও মনে করছেন স্থানীয়রা ৷ তাঁদের অভিযোগ, করোনায় মৃতের সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার ৷