ETV Bharat / bharat

Man Ran Away With Brother Dead Body: ময়নাতদন্তে ভয়, দাদার দেহ কাঁধে নিয়ে দৌড় দিলেন ভাই ! - তেলাঙ্গানা

ময়নাতদন্ত ঠেকাতে বৃদ্ধের দেহ নিয়ে পালিয়ে গেলেন তাঁরই ভাই (Man Ran Away With Brother Dead Body) ! শুক্রবার এই আজব কাণ্ড ঘটেছে তেলাঙ্গানার (Telangana) টাঙ্গাল্লাপল্লি (Tangallapally) এলাকায় ৷ তারপর কী হল ?

Man Ran Away With Brother Dead Body to Avoid Postmortem in Telangana
ময়নাতদন্ত ঠেকাতে মরিয়া মৃতের পরিবার !
author img

By

Published : Jan 14, 2023, 2:28 PM IST

টাঙ্গাল্লাপল্লি (তেলাঙ্গানা), 14 জানুয়ারি: বৃদ্ধের দেহ নিয়ে পালিয়ে গেলেন তাঁরই ভাই (Man Ran Away With Brother Dead Body) ! পরে অবশ্য তাঁকে তাঁর দাদার মৃতদেহ-সহ ধরে আনে পুলিশ ৷ দেহ বাজেয়াপ্ত করে পাঠানো হয় ময়নাতদন্তে ৷ ঘটনা ঘিরে রীতিমতো হুলুস্থূল পড়ে যায় গোটা গ্রামে ! এই ঘটনা তেলাঙ্গানার (Telangana) টাঙ্গাল্লাপল্লি (Tangallapally) এলাকার ৷

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, টাঙ্গাল্লাপল্লি মণ্ডলটি তেলাঙ্গানা রাজ্যের রাজন্না সিরিসিল্লা (Rajanna Sirisilla) জেলার অন্তর্গত ৷ আর যাঁর দেহ নিয়ে এত টানাপোড়েন, তাঁর নাম জাদালা মাল্লাইয়া ৷ 65 বছরের এই বৃদ্ধের মৃত্যু নিয়ে কিছু ধোঁয়াশা রয়েছে ৷ বিষয়টি জানার পরই পুলিশের পক্ষ থেকে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ তাঁদের বলা হয়, বৃদ্ধের দেহের ময়নাতদন্ত করাতে হবে ৷ আর তাতেই নাকি ভয় পেয়ে যান প্রয়াত বৃদ্ধের পরিবারের সদস্য এবং অন্য আত্মীয়রা ৷ বৃদ্ধের দেহ নিয়ে পালিয়ে যান তাঁর ভাই ! ঘটনাটি ঘটে শুক্রবার ৷

আরও পড়ুন: চলন্ত ট্রেনে ছাত্রীর শ্লীলতাহানি, বরেলিতে গ্রেফতার জিআরপি-র কনস্টেবল

শুক্রবার সকালে বাড়িতেই মৃত্যু হয় জাদালার ৷ তাঁর বাড়ি টাঙ্গাল্লাপল্লি মণ্ডলের লক্ষ্মীপুর গ্রামে ৷ মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই জাদালার শেষকৃত্যের ব্যবস্থা করে ফেলেন তাঁর আত্মীয়রা ৷ অন্যদিকে, সেই সময়ের মধ্যেই পুলিশের কাছে একটি ফোন যায় ৷ তবে, সেই ফোন কে করেছিলেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷ ফোনে ওই ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেন, এই মৃত্যু স্বাভাবিক নয় ৷ এরপরই জাদালার বাড়ি পৌঁছয় পুলিশ ৷ তারা দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাতে বলে ৷ কিন্তু, বেঁকে বসেন পরিবারের সদস্যরা ৷ পুলিশ তাঁদের বোঝানোর চেষ্টা করে ৷ তখনই জাদালার এক ভাই দেহটি কাঁধে তুলে চোঁ চাঁ দৌড় লাগান !

এরপর সেই ব্যক্তির পিছু নিয়ে তাঁকে পাকড়াও করেন পুলিশকর্মীরা ৷ মৃতের ভাই দাবি করেন, তাঁর দাদা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ তাই ময়নাতদন্তের কোনও প্রয়োজন নেই ৷ কিন্তু, পুলিশ সেসবে কর্ণপাত করেনি ৷ এরপর কড়া হাতে পরিস্থিতি সামাল দেয় তারা ৷ পরিবারের সদস্যদের কাছ থেকে দেহ নিজেদের হেফাজতে নেয় ৷ তারপর সেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে ৷

হেড কনস্টেবল শাম্বশিবারাও জানিয়েছেন, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷ জাদালার স্ত্রী চন্দ্রভা পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে পরিবারের সব সদস্যই একসঙ্গে খাবার খেয়েছিলেন ৷ তারপর সকলে যে যাঁর মতো নিজের ঘরে শুতে চলে যান ৷ তখনও পর্যন্ত কোনও সমস্যা ছিল না ৷ কিন্তু, সকালে জাদালার মৃত্যু হয় ৷

টাঙ্গাল্লাপল্লি (তেলাঙ্গানা), 14 জানুয়ারি: বৃদ্ধের দেহ নিয়ে পালিয়ে গেলেন তাঁরই ভাই (Man Ran Away With Brother Dead Body) ! পরে অবশ্য তাঁকে তাঁর দাদার মৃতদেহ-সহ ধরে আনে পুলিশ ৷ দেহ বাজেয়াপ্ত করে পাঠানো হয় ময়নাতদন্তে ৷ ঘটনা ঘিরে রীতিমতো হুলুস্থূল পড়ে যায় গোটা গ্রামে ! এই ঘটনা তেলাঙ্গানার (Telangana) টাঙ্গাল্লাপল্লি (Tangallapally) এলাকার ৷

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, টাঙ্গাল্লাপল্লি মণ্ডলটি তেলাঙ্গানা রাজ্যের রাজন্না সিরিসিল্লা (Rajanna Sirisilla) জেলার অন্তর্গত ৷ আর যাঁর দেহ নিয়ে এত টানাপোড়েন, তাঁর নাম জাদালা মাল্লাইয়া ৷ 65 বছরের এই বৃদ্ধের মৃত্যু নিয়ে কিছু ধোঁয়াশা রয়েছে ৷ বিষয়টি জানার পরই পুলিশের পক্ষ থেকে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ তাঁদের বলা হয়, বৃদ্ধের দেহের ময়নাতদন্ত করাতে হবে ৷ আর তাতেই নাকি ভয় পেয়ে যান প্রয়াত বৃদ্ধের পরিবারের সদস্য এবং অন্য আত্মীয়রা ৷ বৃদ্ধের দেহ নিয়ে পালিয়ে যান তাঁর ভাই ! ঘটনাটি ঘটে শুক্রবার ৷

আরও পড়ুন: চলন্ত ট্রেনে ছাত্রীর শ্লীলতাহানি, বরেলিতে গ্রেফতার জিআরপি-র কনস্টেবল

শুক্রবার সকালে বাড়িতেই মৃত্যু হয় জাদালার ৷ তাঁর বাড়ি টাঙ্গাল্লাপল্লি মণ্ডলের লক্ষ্মীপুর গ্রামে ৷ মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই জাদালার শেষকৃত্যের ব্যবস্থা করে ফেলেন তাঁর আত্মীয়রা ৷ অন্যদিকে, সেই সময়ের মধ্যেই পুলিশের কাছে একটি ফোন যায় ৷ তবে, সেই ফোন কে করেছিলেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷ ফোনে ওই ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেন, এই মৃত্যু স্বাভাবিক নয় ৷ এরপরই জাদালার বাড়ি পৌঁছয় পুলিশ ৷ তারা দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাতে বলে ৷ কিন্তু, বেঁকে বসেন পরিবারের সদস্যরা ৷ পুলিশ তাঁদের বোঝানোর চেষ্টা করে ৷ তখনই জাদালার এক ভাই দেহটি কাঁধে তুলে চোঁ চাঁ দৌড় লাগান !

এরপর সেই ব্যক্তির পিছু নিয়ে তাঁকে পাকড়াও করেন পুলিশকর্মীরা ৷ মৃতের ভাই দাবি করেন, তাঁর দাদা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ তাই ময়নাতদন্তের কোনও প্রয়োজন নেই ৷ কিন্তু, পুলিশ সেসবে কর্ণপাত করেনি ৷ এরপর কড়া হাতে পরিস্থিতি সামাল দেয় তারা ৷ পরিবারের সদস্যদের কাছ থেকে দেহ নিজেদের হেফাজতে নেয় ৷ তারপর সেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে ৷

হেড কনস্টেবল শাম্বশিবারাও জানিয়েছেন, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷ জাদালার স্ত্রী চন্দ্রভা পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে পরিবারের সব সদস্যই একসঙ্গে খাবার খেয়েছিলেন ৷ তারপর সকলে যে যাঁর মতো নিজের ঘরে শুতে চলে যান ৷ তখনও পর্যন্ত কোনও সমস্যা ছিল না ৷ কিন্তু, সকালে জাদালার মৃত্যু হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.