বেহরামপুর (ওড়িশা), 15 সেপ্টেম্বর: ওড়িশার বেহরামপুর শহরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর দেহ টুকরো করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ এর পর সেই দেহাংশ রুশিকুল্যা নদীতে ভাসিয়ে দেন বলে অভিযোগ ৷ গত বুধবার রাতের ঘটনায় নারায়ণ মুলি নামে বছর 30-এর ওই যুবককে গ্রেফতার করেছে সোরাদা থানার পুলিশ ৷ 25 বছরের বুলি মুলির বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷
পুলিশ সূত্রে খবর, গঞ্জাম জেলার বেহরামপুর শহরের বাসিন্দা নারায়ণ এবং তাঁর স্ত্রী বুলি ৷ তিনমাস আগে তাঁদের বিয়ে হয়েছে ৷ বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কোনও বিষয় নিয়ে অশান্তি হয় ৷ অভিযোগ তখনই নারায়ণ স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন ৷ স্ত্রী দেহ কাঁধে করে রুশিকুল্যা নদীর পাড়ে নিয়ে যান ৷ সেখানে প্রমাণ লোপাটের জন্য স্ত্রী বুলির দেহকে ধারাল অস্ত্র দিয়ে টুকরো করেন নারায়ণ ৷ তাঁর দুই পা, হাত, উরু এবং ধর থেকে গলা আলাদা করে রুশিকুল্যা নদীতে ভাসিয়ে দেন বলে অভিযোগ ৷ সেই সঙ্গে খুনের প্রমাণ লোপাটের চেষ্টাও করেন তিনি ৷
জানা গিয়েছে, মেয়ের কোনওরকম খোঁজ না পেয়ে সন্দেহ হয় বুলির বাবা-মায়ের ৷ এর পরেই তাঁরা সোরাদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ পুলিশ ঘটনার তদন্তে নারায়ণ মুলির বাড়িতে যায় ৷ সেখানে তদন্তে সন্দেহ হওয়ায় নারায়ণকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদের সময় নারায়ণ পুলশিরে কাছে নিজের অপরাধের কথা স্বীকার করেন ৷ এর পরেই তাঁকে গ্রেফতার করা হয় ৷
আরও পড়ুন: জমি বিবাদের জেরে বোনকে গলা কেটে খুন! পলাতক স্ত্রী-সহ অভিযুক্ত
কিন্তু, কেন স্ত্রীকে হত্যা করেছেন নারায়াণ মুলি ? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ কী কারণে স্ত্রী সঙ্গে অশান্তি ? এমনকি হয়েছিল, যাতে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করলেন তিনি ? এমনকি খুনের পর দেহ লোপাট করার জন্য অঙ্গ-প্রত্যঙ্গ টুকরো করলেন নারায়ণ মুলি ! যা আরও অবাক করে দিয়েছে পুলিশকে ৷ 2 বছর প্রেম করার পর, তিনমাস আগে দু’জনে বিয়ে করেন ৷ এই তিনমাসে স্বামী-স্ত্রীর সম্পর্কে এমন তিক্ততা অবাক করেছে তদন্তকারীদের ৷
বুলি মুলির দেহাংশগুলি খোঁজ শুরু করেছে পুলিশ ৷ নদীর স্রোতে কারণে তা খুঁজে পেতে সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে ৷ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷ সেই সঙ্গে অভিযুক্ত নারায়ণ মুলিকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷