ETV Bharat / bharat

Man Tortures Wife: স্ত্রীর গোপনাঙ্গে স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত, নাক কামড়ে ছিঁড়ে নিল স্বামী ! - নাক কামড়ে নিল স্বামী

স্ত্রীর (Man Tortures Wife) গোপনাঙ্গে স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত (Man beats wife with screwdriver) করার পাশাপাশি তাঁর নাক কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ দিল্লির ঘটনা (Delhi Crime News)৷

Man Tortures Wife ETV bharat
আক্রান্ত স্ত্রী
author img

By

Published : Jan 8, 2023, 2:25 PM IST

নয়াদিল্লি, 8 জানুয়ারি: স্ত্রীর (Man Tortures Wife) উপর অকথ্য অত্যাচারের অভিযোগ উঠল এক ব্য়ক্তির বিরুদ্ধে । স্ক্রু ড্রাইভার (Man beats wife with screwdriver) দিয়ে তাঁর গোপনাঙ্গ-সহ সারা শরীরে উপর্যুপরি আঘাত করার পর তিনি তাঁর স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে নেন বলে অভিযোগ ৷ উত্তর দিল্লির (Delhi Crime News) জাহাঙ্গীরপুরী এলাকায় ঘটেছে এই বর্বরোচিত ঘটনা ৷

জানা গিয়েছে, প্রথমে স্ক্রু ড্রাইভার দিয়ে স্ত্রীর উপর প্রায় 12 বার হামলা চালান ওই ব্যক্তি ৷ এর মধ্যে বেশ কয়েকবার ওই মহিলার গোপনাঙ্গেও স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করেন তিনি ৷ এখানেই শেষ নয় ৷ এরপর স্ত্রীর বুকের উপর উঠে তাঁর নাকে কামড়ে দেন ৷ ওই মহিলাকে অবিলম্বে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে পরিস্থিতি সংকটজনক হওয়ায় সেখান থেকে তাঁকে এলএনজেপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ সেখানেই চিকিৎসা চলছে তাঁর ৷ ডাক্তাররা জানিয়েছেন, বর্তমানে তিনি বিপন্মুক্ত ৷

এই ঘটনায় পুলিশ এফআইআর দায়ের করে অভিযুক্তকে গ্রেফতার করেছে । অভিযুক্তের নাম চেতরাম । পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে । নির্যাতিতার অভিযোগ, 3 জানুয়ারি সকালে সামান্য একটি বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল স্বামী ও স্ত্রীর মধ্যে ৷ তখনই তাঁর স্বামী তাঁকে গালিগালাজ করতে শুরু করেন । বচসা আরও তীব্র হলে শুরু হয় মারধর ৷ তখনই অভিযুক্ত হাতের কাছে একটি স্ক্রু ড্রাইভার পেয়ে তা দিয়ে উপর্যুপরি হামলা চালান তাঁর স্ত্রীর উপর ৷ সেই হামলায় তাঁর হাতে, পা এবং গোপনাঙ্গে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে ৷ কিন্তু তাতেও ক্ষান্ত হননি চেতরাম । রাগের মাথায় তিনি স্ত্রীর নাক কামড়ে ধরেন বলে অভিযোগ । নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামীকে গ্রেফতার করেছে ৷ পুলিশের আর্জি মেনে তাঁকে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত ৷

আরও পড়ুন: মায়ের কাছে যাওয়ার বায়না, একরত্তিকে খুন করলেন বাবা !

এফআইআর অনুসারে, অভিযুক্ত এর আগেও তাঁর স্ত্রীকে বেশ কয়েকবার মারধর করেছে । এই কারণে তাঁকে আগেও জেলে যেতে হয়েছে । সবে চলতি বছরের 1 জানুয়ারি জেল থেকে বেরিয়ে আসেন তিনি । বাড়ি ফিরে একদিন কাটতে না কাটতেই ফের তিনি নিজের রূপ ধরেন বলে অভিযোগ ৷ 3 জানুয়ারি তিনি নৃশংস হামলা চালান স্ত্রীর উপর ৷ গার্হস্থ্য হিংসার (Domestic violence case) অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ।

নয়াদিল্লি, 8 জানুয়ারি: স্ত্রীর (Man Tortures Wife) উপর অকথ্য অত্যাচারের অভিযোগ উঠল এক ব্য়ক্তির বিরুদ্ধে । স্ক্রু ড্রাইভার (Man beats wife with screwdriver) দিয়ে তাঁর গোপনাঙ্গ-সহ সারা শরীরে উপর্যুপরি আঘাত করার পর তিনি তাঁর স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে নেন বলে অভিযোগ ৷ উত্তর দিল্লির (Delhi Crime News) জাহাঙ্গীরপুরী এলাকায় ঘটেছে এই বর্বরোচিত ঘটনা ৷

জানা গিয়েছে, প্রথমে স্ক্রু ড্রাইভার দিয়ে স্ত্রীর উপর প্রায় 12 বার হামলা চালান ওই ব্যক্তি ৷ এর মধ্যে বেশ কয়েকবার ওই মহিলার গোপনাঙ্গেও স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করেন তিনি ৷ এখানেই শেষ নয় ৷ এরপর স্ত্রীর বুকের উপর উঠে তাঁর নাকে কামড়ে দেন ৷ ওই মহিলাকে অবিলম্বে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে পরিস্থিতি সংকটজনক হওয়ায় সেখান থেকে তাঁকে এলএনজেপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ সেখানেই চিকিৎসা চলছে তাঁর ৷ ডাক্তাররা জানিয়েছেন, বর্তমানে তিনি বিপন্মুক্ত ৷

এই ঘটনায় পুলিশ এফআইআর দায়ের করে অভিযুক্তকে গ্রেফতার করেছে । অভিযুক্তের নাম চেতরাম । পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে । নির্যাতিতার অভিযোগ, 3 জানুয়ারি সকালে সামান্য একটি বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল স্বামী ও স্ত্রীর মধ্যে ৷ তখনই তাঁর স্বামী তাঁকে গালিগালাজ করতে শুরু করেন । বচসা আরও তীব্র হলে শুরু হয় মারধর ৷ তখনই অভিযুক্ত হাতের কাছে একটি স্ক্রু ড্রাইভার পেয়ে তা দিয়ে উপর্যুপরি হামলা চালান তাঁর স্ত্রীর উপর ৷ সেই হামলায় তাঁর হাতে, পা এবং গোপনাঙ্গে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে ৷ কিন্তু তাতেও ক্ষান্ত হননি চেতরাম । রাগের মাথায় তিনি স্ত্রীর নাক কামড়ে ধরেন বলে অভিযোগ । নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামীকে গ্রেফতার করেছে ৷ পুলিশের আর্জি মেনে তাঁকে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত ৷

আরও পড়ুন: মায়ের কাছে যাওয়ার বায়না, একরত্তিকে খুন করলেন বাবা !

এফআইআর অনুসারে, অভিযুক্ত এর আগেও তাঁর স্ত্রীকে বেশ কয়েকবার মারধর করেছে । এই কারণে তাঁকে আগেও জেলে যেতে হয়েছে । সবে চলতি বছরের 1 জানুয়ারি জেল থেকে বেরিয়ে আসেন তিনি । বাড়ি ফিরে একদিন কাটতে না কাটতেই ফের তিনি নিজের রূপ ধরেন বলে অভিযোগ ৷ 3 জানুয়ারি তিনি নৃশংস হামলা চালান স্ত্রীর উপর ৷ গার্হস্থ্য হিংসার (Domestic violence case) অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.