নয়া দিল্লি, 12 জুন : আজ সকালে আগুন লাগে দক্ষিণ দিল্লির একটি কাপড়ের শোরুমে ৷ শনিবার সকালে লাজপত নগর সেন্ট্রাল অঞ্চলের এই জামাকাপড়ের দোকানে আগুন লাগে বলে জানিয়েছেন দিল্লি ফায়ার সার্ভিসের আধিকারিকরা ৷
আরও পড়ুন : বারামুল্লাতে পুড়ে ছাই 16টি বাড়ি, প্রশ্নের মুখে প্রশাসন
ওই দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল 10.20-তে একটা কল আসে তাদের দফতরে ৷ তখনই 16টি আগুন নেভানোর ইঞ্জিন চলে যায় ঘটনাস্থলে ৷
কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে ৷ এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ কী ভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি ৷