ETV Bharat / bharat

2 দিন বাড়ানো হল উত্তরপ্রদেশের আংশিক লকডাউনের সময়সীমা

বাড়ানো হল উত্তরপ্রদেশের আংশিক লকডাউনের সময়সীমা ৷ 6 মে বৃহস্পতিবার পর্যন্ত আরও দু’দিন এই লকডাউন চলবে সে রাজ্যে ৷ আগের মতোই নিষেধাজ্ঞা জারি থাকবে দোকানপাট ও যানবাহনের ক্ষেত্রে ৷

lockdown extend upto 6 may in uttar pradesh
2 দিন বাড়ানো হল উত্তর প্রদেশের আংশিক লকডাউনের সময়সীমা
author img

By

Published : May 3, 2021, 3:35 PM IST

লখনউ, 3 মে : বাড়ল উত্তরপ্রদেশের আংশিক লকডাউনের সময়সীমা ৷ আগামী 6 মে পর্যন্ত আরও দু’দিন আংশিক লকডাউন জারি থাকবে যোগীর রাজ্যে ৷ করোনা সংক্রমণের চেন ভাঙতে এর আগে 4 মে পর্যন্ত আংশিক লকডাউন ঘোষণা করেছিল যোগী প্রশাসন ৷ ওই দিন সকালে লকডাউন উঠে যাওয়ার কথা ছিল ৷

উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, লকডাউনের সময় সব দোকান এবং বাজার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ৷ যে তালিকায় শপিং মল, রেস্তোরাঁগুলিও রয়েছে ৷ তবে, একমাত্র জরুরি পরিষেবার সঙ্গে জড়িত দোকানগুলি খোলা রাখা যাবে ৷ যে তালিকায় সবজি, দুধ এবং ডেয়ারি দ্রব্য বিক্রি হয় এমন দোকানগুলি রয়েছে ৷

আরও পড়ুন : করোনা বিপর্যয়ে সাহায্যের হাত বাড়াল এসবিআই, বরাদ্দ 71 কোটি টাকা

গণ ও ব্যক্তিগত যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি থাকবে ৷ ওষুধের দোকান, গ্যাস এজেন্সি এবং পেট্রোল পাম্প খোলা থাকবে ৷ গত 24 ঘণ্টায় উত্তরপ্রদেশে নতুন করে 30 হাজার 983 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 290 জনের ৷ এই মুহূর্তে উত্তরপ্রদেশে 2 লক্ষ 96 হাজারের বেশি সক্রিয় করোনা রোগী রয়েছেন ৷ করোনা মোকাবিলায় রাজ্যের বড় বড় শিল্পপতিদের এগিয়ে আসা উচিত বলে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

লখনউ, 3 মে : বাড়ল উত্তরপ্রদেশের আংশিক লকডাউনের সময়সীমা ৷ আগামী 6 মে পর্যন্ত আরও দু’দিন আংশিক লকডাউন জারি থাকবে যোগীর রাজ্যে ৷ করোনা সংক্রমণের চেন ভাঙতে এর আগে 4 মে পর্যন্ত আংশিক লকডাউন ঘোষণা করেছিল যোগী প্রশাসন ৷ ওই দিন সকালে লকডাউন উঠে যাওয়ার কথা ছিল ৷

উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, লকডাউনের সময় সব দোকান এবং বাজার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ৷ যে তালিকায় শপিং মল, রেস্তোরাঁগুলিও রয়েছে ৷ তবে, একমাত্র জরুরি পরিষেবার সঙ্গে জড়িত দোকানগুলি খোলা রাখা যাবে ৷ যে তালিকায় সবজি, দুধ এবং ডেয়ারি দ্রব্য বিক্রি হয় এমন দোকানগুলি রয়েছে ৷

আরও পড়ুন : করোনা বিপর্যয়ে সাহায্যের হাত বাড়াল এসবিআই, বরাদ্দ 71 কোটি টাকা

গণ ও ব্যক্তিগত যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি থাকবে ৷ ওষুধের দোকান, গ্যাস এজেন্সি এবং পেট্রোল পাম্প খোলা থাকবে ৷ গত 24 ঘণ্টায় উত্তরপ্রদেশে নতুন করে 30 হাজার 983 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 290 জনের ৷ এই মুহূর্তে উত্তরপ্রদেশে 2 লক্ষ 96 হাজারের বেশি সক্রিয় করোনা রোগী রয়েছেন ৷ করোনা মোকাবিলায় রাজ্যের বড় বড় শিল্পপতিদের এগিয়ে আসা উচিত বলে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.