ETV Bharat / bharat

Firecrackers Ban : হাওড়ায় বিপুল পরিমাণ বাজি উদ্ধার - আটক বিপুল পরিমান বাজি

হাওড়া জেলার একাধিক এলাকাজুড়ে বছরভর বাজি তৈরির কারবার চলে । বিভিন্ন মহলের অভিযোগ, যার মধ্যে অধিকাংশই বেআইনি শব্দবাজি । মাঝেমধ্যে পুলিশি তল্লাশিতে সাময়িকভাবে কারবার বন্ধ থাকলেও পুজোর মরসুমে ফের সক্রিয় হয়ে ওঠে বেআইনি বাজির কারবারিরা । এবারও উৎসবের ভরা মরসুমে জোরকদমে চলছে বেআইনি বাজি তৈরি ।

Firecrackers Ban
আদালতের নির্দেশ আসতেই হাওড়া জুড়ে সক্রিয় পুলিশ, আটক বিপুল পরিমান বাজি
author img

By

Published : Nov 1, 2021, 6:02 PM IST

হাওড়া, 1 নভেম্বর : পরিবেশ দূষণ রুখতে পশ্চিমবঙ্গে বাজির ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট ৷ হাইকোর্টের সেই রায়কে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ তার আগেই হাওড়া শহরজুড়ে বেআইনি শব্দবাজি উদ্ধারের জন্য বিশেষ অভিযান করল পুলিশ । তাতে আটক করা হল প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি, গ্রেফতার করা হল দু'জনকে ।

আরও পড়ুন : Kali puja 2021 : কালী ও জগদ্ধাত্রী পুজােতেও দর্শনার্থী প্রবেশ নিয়ে হাইকোর্টে মামলা

কোভিড সংক্রমণের মধ্যে আতসবাজির গ্যাসে কোভিড-সহ অন্যান্য শ্বাসজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের অসুবিধা হতে পারে ৷ সেই কারণেই প্রাথমিকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে ৷ ফলে আদালতের নির্দেশ পাওয়ার পরেই তৎপরতা শুরু হয় রাজ্যের পুলিশ ও প্রশাসনিক মহলে । হাওড়া শহরজুড়ে বিভিন্ন থানা এলাকায় তল্লাশি চালায় পুলিশের বিশেষ দল । সেই তল্লাশি অভিযানেই বালি থানা এলাকার 5টি জায়গা ও গোলাবাড়ি থানা এলাকার ওয়াটকিংস লেনের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি । বালি থানার আরেক এলাকা থেকে 9555টি পরিবেশবান্ধব বাজি ও 2350টি শব্দবাজি আটক করা হয় । এই ঘটনায় অশোককুমার দাস (50) ও নির্মল মণ্ডল (36) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বালি থানার পুলিশ । পাশাপাশি গোলাবাড়ি থানা এলাকা থেকেও আটক করা হয়েছে প্রায় 100 কেজি বাজি ।

আরও পড়ুন : Firecrackers Ban: কালীপুজোয় শব্দবাজি নিষিদ্ধ করার দাবিতে মামলা দায়ের হাইকোর্টে

হাওড়া জেলার একাধিক এলাকাজুড়েই বছরভর বাজি তৈরির কারবার চলে । বিভিন্ন মহলের অভিযোগ, যার মধ্যে অধিকাংশই বেআইনি শব্দবাজি । মাঝে মধ্যে পুলিশি তল্লাশিতে সাময়িকভাবে তা বন্ধ থাকলেও পুজোর মরসুমে ফের সক্রিয় হয়ে ওঠে বেআইনি বাজির কারবারিরা । এবারও উৎসবের ভরা মরসুমে জোরকদমে চলছে বেআইনি বাজি তৈরি । গত মার্চ মাস থেকেই লকডাউনের কারণে পুজোপার্বণ, বিয়েবাড়ি ও অন্যান্য উৎসবে বাজির চাহিদা তলানিতে ঠেকেছিল । কিন্তু আনলক পর্বে পুজোয় বাজির চাহিদা খানিক বেড়েছে । সেই সুযোগেই ফের তৎপর বেআইনি বাজির কারবারিরা । স্থানীয় মানুষের অভিযোগ, এই ধরনের ঘটনা ঘটলে কয়েকদিন ধরে পুলিশি অভিযান চলে । কিন্তু কিছুদিন পরেই আবার ছবিটা কার্যত একই হয়ে যায় ।

আরও পড়ুন : Kolkata Police : নজরদারি শহরজুড়ে, বাজি পোড়ানো বা বিক্রিতে কড়া ব্যবস্থা পুলিশের

প্রসঙ্গত, গত বছর বেলুড়ের এক হাসপাতালের সামনে একটি অভিজাত আবাসনের ছাদে বাজি ফাটানোর অভিযোগ পেয়ে সেখানে গিয়ে আহত হয়েছিলেন 5 পুলিশ কর্মী । তাই এবছর আদালতের নির্দেশ আসার পরেই কোমর বেঁধে নেমে পড়েছে হাওড়া সিটি পুলিশ । চলতি বছরে হাওড়া শহরের বাজি বাজারও বন্ধ রাখা হয়েছে ।

হাওড়া, 1 নভেম্বর : পরিবেশ দূষণ রুখতে পশ্চিমবঙ্গে বাজির ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট ৷ হাইকোর্টের সেই রায়কে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ তার আগেই হাওড়া শহরজুড়ে বেআইনি শব্দবাজি উদ্ধারের জন্য বিশেষ অভিযান করল পুলিশ । তাতে আটক করা হল প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি, গ্রেফতার করা হল দু'জনকে ।

আরও পড়ুন : Kali puja 2021 : কালী ও জগদ্ধাত্রী পুজােতেও দর্শনার্থী প্রবেশ নিয়ে হাইকোর্টে মামলা

কোভিড সংক্রমণের মধ্যে আতসবাজির গ্যাসে কোভিড-সহ অন্যান্য শ্বাসজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের অসুবিধা হতে পারে ৷ সেই কারণেই প্রাথমিকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে ৷ ফলে আদালতের নির্দেশ পাওয়ার পরেই তৎপরতা শুরু হয় রাজ্যের পুলিশ ও প্রশাসনিক মহলে । হাওড়া শহরজুড়ে বিভিন্ন থানা এলাকায় তল্লাশি চালায় পুলিশের বিশেষ দল । সেই তল্লাশি অভিযানেই বালি থানা এলাকার 5টি জায়গা ও গোলাবাড়ি থানা এলাকার ওয়াটকিংস লেনের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি । বালি থানার আরেক এলাকা থেকে 9555টি পরিবেশবান্ধব বাজি ও 2350টি শব্দবাজি আটক করা হয় । এই ঘটনায় অশোককুমার দাস (50) ও নির্মল মণ্ডল (36) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বালি থানার পুলিশ । পাশাপাশি গোলাবাড়ি থানা এলাকা থেকেও আটক করা হয়েছে প্রায় 100 কেজি বাজি ।

আরও পড়ুন : Firecrackers Ban: কালীপুজোয় শব্দবাজি নিষিদ্ধ করার দাবিতে মামলা দায়ের হাইকোর্টে

হাওড়া জেলার একাধিক এলাকাজুড়েই বছরভর বাজি তৈরির কারবার চলে । বিভিন্ন মহলের অভিযোগ, যার মধ্যে অধিকাংশই বেআইনি শব্দবাজি । মাঝে মধ্যে পুলিশি তল্লাশিতে সাময়িকভাবে তা বন্ধ থাকলেও পুজোর মরসুমে ফের সক্রিয় হয়ে ওঠে বেআইনি বাজির কারবারিরা । এবারও উৎসবের ভরা মরসুমে জোরকদমে চলছে বেআইনি বাজি তৈরি । গত মার্চ মাস থেকেই লকডাউনের কারণে পুজোপার্বণ, বিয়েবাড়ি ও অন্যান্য উৎসবে বাজির চাহিদা তলানিতে ঠেকেছিল । কিন্তু আনলক পর্বে পুজোয় বাজির চাহিদা খানিক বেড়েছে । সেই সুযোগেই ফের তৎপর বেআইনি বাজির কারবারিরা । স্থানীয় মানুষের অভিযোগ, এই ধরনের ঘটনা ঘটলে কয়েকদিন ধরে পুলিশি অভিযান চলে । কিন্তু কিছুদিন পরেই আবার ছবিটা কার্যত একই হয়ে যায় ।

আরও পড়ুন : Kolkata Police : নজরদারি শহরজুড়ে, বাজি পোড়ানো বা বিক্রিতে কড়া ব্যবস্থা পুলিশের

প্রসঙ্গত, গত বছর বেলুড়ের এক হাসপাতালের সামনে একটি অভিজাত আবাসনের ছাদে বাজি ফাটানোর অভিযোগ পেয়ে সেখানে গিয়ে আহত হয়েছিলেন 5 পুলিশ কর্মী । তাই এবছর আদালতের নির্দেশ আসার পরেই কোমর বেঁধে নেমে পড়েছে হাওড়া সিটি পুলিশ । চলতি বছরে হাওড়া শহরের বাজি বাজারও বন্ধ রাখা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.