ETV Bharat / bharat

ওয়ার্ডে আনা হল লালুপ্রসাদকে

প্রাথমিকভাবে তাঁকে হতোয়ার সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল । শারীরিক অসুস্থতার কারণে এরপর সেখান থেকে RIMS হাসপাতালে নিয়ে আসা হয় লালুপ্রসাদ যাদবকে ।

Lalu Prasad
Lalu Prasad
author img

By

Published : Nov 26, 2020, 9:23 PM IST

রাঁচি, 26 নভেম্বর : RIMS ডিরেক্টরের বাংলো থেকে ওয়ার্ডে আনা হল লালুপ্রসাদ যাদবকে । পশুখাদ্য কেলেঙ্কারি কাণ্ডে জেল হেপাজতে রয়েছেন RJD প্রধান ।

বর্তমানে রাঁচিতে রয়েছেন RJD সুপ্রিমো । পশুখাদ্য কেলেঙ্কারির একাধিক মামলায় তাঁকে জেল হেপাজতের নির্দেশ দেয় বিশেষ CBI আদালত ।

প্রাথমিকভাবে তাঁকে হতোয়ার সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল । শারীরিক অসুস্থতার কারণে এরপর সেখান থেকে RIMS হাসপাতালে নিয়ে আসা হয় লালুপ্রসাদ যাদবকে ।

বিগত কয়েকমাস ধরে RIMS ডিরেক্টরের বাংলোয় ছিলেন RJD প্রধান । আজ তাঁকে ওয়ার্ডে আনা হয় । এদিকে, বিহারে নির্বাচন চলাকালীন এক NDA বিধায়ককে ফোন করে ভোটদান থেকে বিরত থাকতে বলেছিলেন এমন অভিযোগ উঠেছে RJD সুপ্রিমো-র বিরুদ্ধে । গতকালই এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ঝাড়খণ্ড সরকার ।

রাঁচি, 26 নভেম্বর : RIMS ডিরেক্টরের বাংলো থেকে ওয়ার্ডে আনা হল লালুপ্রসাদ যাদবকে । পশুখাদ্য কেলেঙ্কারি কাণ্ডে জেল হেপাজতে রয়েছেন RJD প্রধান ।

বর্তমানে রাঁচিতে রয়েছেন RJD সুপ্রিমো । পশুখাদ্য কেলেঙ্কারির একাধিক মামলায় তাঁকে জেল হেপাজতের নির্দেশ দেয় বিশেষ CBI আদালত ।

প্রাথমিকভাবে তাঁকে হতোয়ার সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল । শারীরিক অসুস্থতার কারণে এরপর সেখান থেকে RIMS হাসপাতালে নিয়ে আসা হয় লালুপ্রসাদ যাদবকে ।

বিগত কয়েকমাস ধরে RIMS ডিরেক্টরের বাংলোয় ছিলেন RJD প্রধান । আজ তাঁকে ওয়ার্ডে আনা হয় । এদিকে, বিহারে নির্বাচন চলাকালীন এক NDA বিধায়ককে ফোন করে ভোটদান থেকে বিরত থাকতে বলেছিলেন এমন অভিযোগ উঠেছে RJD সুপ্রিমো-র বিরুদ্ধে । গতকালই এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ঝাড়খণ্ড সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.