হায়দরাবাদ, 6 জানুয়ারি : প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় প্রবীণ কুমার ও তাঁর দুই ভাইকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার করা হল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মন্ত্রী ভুমা আখিলা প্রিয়াকে। বুধবার বোয়েনপল্লী থানার পুলিশ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে হেপাজতে নেয়। তার স্বামী ভারগাভা রামকে আটক করা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে প্রায় 15 জন আয়কর বিভাগ এবং পুলিশের পরিচয় দিয়ে প্রবীণ কুমারের বাড়িতে ঢোকে। সার্চ ওয়ারেন্ট দেখিয়ে তারা বাড়ির সবার মোবাইল ফোন কেড়ে নেয় বলে অভিযোগ। এরপর সবাইকে একটি ঘরে বন্দি করে প্রবীণ কুমার এবং তাঁর দুই ভাই নবীন রাও ও সুনীল রাওকে একটি খামার বাড়িতে তুলে নিয়ে যায়। অভিযোগে জানানো হয়েছে, অপহরণকারীরা তাঁদের দিয়ে একাধিক কাগজে সই করিয়ে নেয়। এরপর নরসিঙ্গি এলাকায় তাঁদের নামিয়ে দেয় অভিযুক্তরা।
এই ঘটনায় পারথাপ রাও নামে এক পরিবারের সদস্য কিছু অসঙ্গতি বুঝে পুলিশে খবর দিয়ে দেন। এর পরেই পুলিশ কমিশনারের নেতৃত্বে পুরোগী ঘটনার তদন্ত শুরু করে হায়দরাবাদ পুলিশ। সেখানেই প্রাক্তন মন্ত্রীর সঙ্গে জমি নিয়ে বিবাদের বিষয়টি সামনে আসে। এরপর ভুমা আখিলা প্রিয়াকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি সামনে আসে।