ETV Bharat / bharat

Sikar Stampede: রাজস্থানের সিকারে পদপিষ্ট হয়ে মৃত্যু 3 মহিলার - khatushyamji of sikar three women died in stampede

ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল তিন মহিলার ৷ আহত হয়েছেন আরও তিন জন ৷ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকার জেলার খাতুশ্যামজিতে (3 Women Die in Rajasthan) ৷

Sikar Stampede
রাজস্থানের সিকারে পদপিষ্ট হয়ে মৃত্যু 3 মহিলার
author img

By

Published : Aug 8, 2022, 8:54 AM IST

সিকার, 8 অগস্ট: পদপিষ্ট হয়ে মৃত্যু হল তিন মহিলার ৷ আহত হয়েছেন আরও তিন জন ৷ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকার জেলার খাতুশ্যামজিতে (3 Women Die in Rajasthan) ৷

জানা গিয়েছে, একটি মন্দির চত্বরে মেলা বসেছিল। ভোর 4টা নাগাদ মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় । এমতাবস্থায় ছাটাছুটি করতে শুরু করেন সকলে । তার মধ্যে পড়ে 3 জন মহিলার মৃত্যু হয় । আহত হন আরও কয়েকজন । মৃত মহিলাদের মধ্যে একজন হিসারের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ অন্য দু'জনের পরিচয় জানা যায়নি ৷

আরও পড়ুন: মন্দির দর্শনে কঠোর পদক্ষেপ বৈষ্ণো দেবী মন্দির কর্তৃপক্ষের

একাদশীর মাসিক মেলা চলছিল খাটুশ্যামজিতে ৷ সেখানে ভক্তদের ভড় ছিল ৷ এ সময় সকালের আরতির জন্য দরজা মন্দিরের বন্ধ করা হয় । তখনই ঘটে এই মর্মান্তিক ঘটনাটি ।

সিকার, 8 অগস্ট: পদপিষ্ট হয়ে মৃত্যু হল তিন মহিলার ৷ আহত হয়েছেন আরও তিন জন ৷ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকার জেলার খাতুশ্যামজিতে (3 Women Die in Rajasthan) ৷

জানা গিয়েছে, একটি মন্দির চত্বরে মেলা বসেছিল। ভোর 4টা নাগাদ মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় । এমতাবস্থায় ছাটাছুটি করতে শুরু করেন সকলে । তার মধ্যে পড়ে 3 জন মহিলার মৃত্যু হয় । আহত হন আরও কয়েকজন । মৃত মহিলাদের মধ্যে একজন হিসারের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ অন্য দু'জনের পরিচয় জানা যায়নি ৷

আরও পড়ুন: মন্দির দর্শনে কঠোর পদক্ষেপ বৈষ্ণো দেবী মন্দির কর্তৃপক্ষের

একাদশীর মাসিক মেলা চলছিল খাটুশ্যামজিতে ৷ সেখানে ভক্তদের ভড় ছিল ৷ এ সময় সকালের আরতির জন্য দরজা মন্দিরের বন্ধ করা হয় । তখনই ঘটে এই মর্মান্তিক ঘটনাটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.