নয়াদিল্লি, 28 অগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন এক, আর করেন আর এক ৷ তাঁর কথার সঙ্গে তাঁর কাজের কোনও মিল নেই ৷ এই ভাষাতেই ফের মোদিকে একহাত নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Slams PM Modi)৷ শনিবার খাদি (Khadi For Nation) নিয়ে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন, তাকে কটাক্ষ করেই নতুন করে তাঁর বিরুদ্ধে আক্রমণ শানালেন রাগা ৷
কী বলেছিলেন নমো ?
শনিবার প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, উন্নত ও আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ করতে যে অনুপ্রেরণা প্রয়োজন, তার একটি উৎস হতে পারে খাদি ৷ নরেন্দ্র মোদির এই মন্তব্যকে কটাক্ষ করে রাহুল গান্ধি টুইটে লিখেছেন, "দেশের জন্য খাদি কিন্তু জাতীয় পতাকার জন্য চিনা পলিয়েস্টার ! প্রতিবারের মতোই হল, প্রধানমন্ত্রীর কথা আর কাজ কখনও মেলে না ৷"
-
‘Khadi for Nation’ but Chinese Polyester for National flag! 🇮🇳
— Rahul Gandhi (@RahulGandhi) August 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
As always, the words and actions of the PM never match.
">‘Khadi for Nation’ but Chinese Polyester for National flag! 🇮🇳
— Rahul Gandhi (@RahulGandhi) August 28, 2022
As always, the words and actions of the PM never match.‘Khadi for Nation’ but Chinese Polyester for National flag! 🇮🇳
— Rahul Gandhi (@RahulGandhi) August 28, 2022
As always, the words and actions of the PM never match.
জাতীয় পতাকার কোড সংশোধন করার জন্য কংগ্রেসের কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে (Chinese Polyester For National Flag)৷ বলা হয়েছে, জাতীয় পতাকা চড়কায় কাটা, হাতে বোনা বা মেশিনের তৈরি করা সুতি/পলিয়েস্টার/উল/সিল্ক খাদি দিয়ে তৈরি করা যাবে । এর আগে মেশিনে তৈরি ও পলিয়েস্টারের পতাকা ব্যবহারের অনুমতি ছিল না ৷ আমেদাবাদের সবরমতী নদীর তীরে খাদি উৎসবে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, খাদি একদা আত্মমর্যাদার প্রতীক ছিল ৷ কিন্তু স্বাধীনতার পর চড়কায় কাটা কাপড় বা খাদি নিকৃষ্ট হিসেবে বিবেচিত হত ৷ আসন্ন উৎসবের মরশুমে প্রিয়জনেদের খাদির দ্রব্য উপহার দেওয়ার জন্য আর্জি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সেই মন্তব্যকেই কটাক্ষ করেছেন রাহুল ৷
আরও পড়ুন: ফের বিশ্বসেরা মোদি, পিছনে ফেললেন বাইডেন, ট্রুডোদের
একই সুরে খাদি নিয়ে মন্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও ৷ তিনি টুইটে লিখেছেন, "খাদিতে আমাদের ক্ষুদ্র নির্মাতাদের ধ্বংস করার জন্য পতাকা কোড সংশোধন করা হয়েছে ৷ আর এর পর খাদি নিয়ে কথা বলাটা নিছক নির্লজ্জতা ৷ এর দ্বারা এই হিন্দুত্ববাদী মতাদর্শের ব্যক্তিদের পরস্পরবিরোধী দু রকমের বক্তব্যই প্রতিফলিত হয় ।"