ETV Bharat / bharat

Army Invited in Wedding: বাহিনীকে বিয়েতে আমন্ত্রণ দম্পতির, ডেকে এনে সংবর্ধনা সেনার - বিয়েতে সেনাবাহিনীকে আমন্ত্রণ

সেনাবাহিনীকে (Army felicitates Couple) বিয়েতে আমন্ত্রণ (Army Invited in Wedding) জানালেন কেরলের দম্পতি ৷ তাঁদের সেনা ঘাঁটিতে ডেকে এনে সংবর্ধনা দিয়েছে সেনা (Kerala Couple invites Army to wedding)৷

Kerala Couple invites Army to wedding; felicitated at Pangode military station
বাহিনীকে বিয়েতে আমন্ত্রণ দম্পতির, ডেকে এনে সংবর্ধনা সেনার
author img

By

Published : Nov 22, 2022, 6:34 PM IST

তিরুবনন্তপুরম, 22 নভেম্বর: বিয়েতে সেনাবাহিনীকে আমন্ত্রণ (Army Invited in Wedding) জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সবার নজর কাড়লেন কেরলের এক দম্পতি ৷ দেশের প্রতি ভালোবাসার জন্য জওয়ানদের ধন্যবাদও জানান তাঁরা (Kerala Couple invites Army to wedding)৷ আমন্ত্রণ পেয়ে তাঁদের কৃতজ্ঞতা জানিয়ে সেনা ঘাঁটিতে ডেকে এনে সংবর্ধনা দিয়েছে বাহিনী ৷ এই ঘটনা নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

রাহুল তামিলনাড়ুর কোয়েম্বাটোরে একজন সহকারী ব্যাংক ম্যানেজার এবং কার্তিকা একজন আইটি পেশাদার ৷ কেরলের টেকনোপার্কে তিনি কর্মরত ৷ রাহুল এবং কার্তিকা 10 নভেম্বর তাঁদের বিয়ের জন্য সেনাবাহিনীকে একটি আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন ৷ দেশের প্রতি ভালোবাসা, সংকল্প এবং দেশপ্রেমের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে একটি হাতে লেখা নোটও পাঠিয়েছিলেন তাঁরা । সেই নোটে তাঁরা লেখেন, "আমাদের সুরক্ষিত রাখার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ ও ঋণী । আপনাদের জন্যই আমরা শান্তিতে ঘুমাই । আমাদের প্রিয়জনদের সঙ্গে আমাদের সুখে দিন কাটাই, সে জন্য আপনাদের ধন্যবাদ । আপনাদের জন্যই আমরা সুখে সংসার করি । আমাদের বিশেষ দিনে আপনাদের আমন্ত্রণ জানাতে পেরে অত্যন্ত আনন্দিত । আমরা আপনার উপস্থিতি ও প্রার্থনা কামনা করছি । আমাদের রক্ষা করার জন্য আপনাকে ধন্যবাদ ৷"

আরও পড়ুন: হিট অফ দ্য মোমেন্টে খুন করেন শ্রদ্ধাকে, আদালতে দাবি আফতাবের; জরুরি 10 তথ্য

জবাবে সেনাবাহিনী তাদের শুভকামনা জানিয়েছে এই দম্পতিকে ৷ টুইটে বাহিনী লিখেছে, "ভারতীয় সেনাবাহিনী বিয়ের আমন্ত্রণের জন্য রাহুল এবং কার্তিকাকে আন্তরিক ধন্যবাদ জানায় এবং দম্পতির খুব সুখী বিবাহিত জীবন কামনা করে ।" এর পর নবদম্পতিকে প্যাঙ্গোড মিলিটারি স্টেশনে আমন্ত্রণ জানানো হয় ৷ সেখানে স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার ললিত শর্মা তাঁদের অভিনন্দন জানান এবং বিয়েতে আমন্ত্রণের জন্য সেনাবাহিনীর তরফে কৃতজ্ঞতা জানান ৷ তিরুবনন্তপুরমের বাসিন্দা এই দম্পতিকে একটি স্মারকও উপহার দেওয়া হয় বাহিনীর তরফে ৷ স্টেশন কমান্ডার তাঁদের বলেন, "ইউনিফর্ম পরা হোক বা না হোক, প্রতিটি নাগরিকের অবদান মূল্যবান এবং সেনাবাহিনীর অস্তিত্ব নাগরিকদের উপর নির্ভর করে ৷"

তিরুবনন্তপুরম, 22 নভেম্বর: বিয়েতে সেনাবাহিনীকে আমন্ত্রণ (Army Invited in Wedding) জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সবার নজর কাড়লেন কেরলের এক দম্পতি ৷ দেশের প্রতি ভালোবাসার জন্য জওয়ানদের ধন্যবাদও জানান তাঁরা (Kerala Couple invites Army to wedding)৷ আমন্ত্রণ পেয়ে তাঁদের কৃতজ্ঞতা জানিয়ে সেনা ঘাঁটিতে ডেকে এনে সংবর্ধনা দিয়েছে বাহিনী ৷ এই ঘটনা নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

রাহুল তামিলনাড়ুর কোয়েম্বাটোরে একজন সহকারী ব্যাংক ম্যানেজার এবং কার্তিকা একজন আইটি পেশাদার ৷ কেরলের টেকনোপার্কে তিনি কর্মরত ৷ রাহুল এবং কার্তিকা 10 নভেম্বর তাঁদের বিয়ের জন্য সেনাবাহিনীকে একটি আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন ৷ দেশের প্রতি ভালোবাসা, সংকল্প এবং দেশপ্রেমের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে একটি হাতে লেখা নোটও পাঠিয়েছিলেন তাঁরা । সেই নোটে তাঁরা লেখেন, "আমাদের সুরক্ষিত রাখার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ ও ঋণী । আপনাদের জন্যই আমরা শান্তিতে ঘুমাই । আমাদের প্রিয়জনদের সঙ্গে আমাদের সুখে দিন কাটাই, সে জন্য আপনাদের ধন্যবাদ । আপনাদের জন্যই আমরা সুখে সংসার করি । আমাদের বিশেষ দিনে আপনাদের আমন্ত্রণ জানাতে পেরে অত্যন্ত আনন্দিত । আমরা আপনার উপস্থিতি ও প্রার্থনা কামনা করছি । আমাদের রক্ষা করার জন্য আপনাকে ধন্যবাদ ৷"

আরও পড়ুন: হিট অফ দ্য মোমেন্টে খুন করেন শ্রদ্ধাকে, আদালতে দাবি আফতাবের; জরুরি 10 তথ্য

জবাবে সেনাবাহিনী তাদের শুভকামনা জানিয়েছে এই দম্পতিকে ৷ টুইটে বাহিনী লিখেছে, "ভারতীয় সেনাবাহিনী বিয়ের আমন্ত্রণের জন্য রাহুল এবং কার্তিকাকে আন্তরিক ধন্যবাদ জানায় এবং দম্পতির খুব সুখী বিবাহিত জীবন কামনা করে ।" এর পর নবদম্পতিকে প্যাঙ্গোড মিলিটারি স্টেশনে আমন্ত্রণ জানানো হয় ৷ সেখানে স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার ললিত শর্মা তাঁদের অভিনন্দন জানান এবং বিয়েতে আমন্ত্রণের জন্য সেনাবাহিনীর তরফে কৃতজ্ঞতা জানান ৷ তিরুবনন্তপুরমের বাসিন্দা এই দম্পতিকে একটি স্মারকও উপহার দেওয়া হয় বাহিনীর তরফে ৷ স্টেশন কমান্ডার তাঁদের বলেন, "ইউনিফর্ম পরা হোক বা না হোক, প্রতিটি নাগরিকের অবদান মূল্যবান এবং সেনাবাহিনীর অস্তিত্ব নাগরিকদের উপর নির্ভর করে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.