ETV Bharat / bharat

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ভাইঝি করুণা শুক্লা - কংগ্রেস নেত্রী

করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ গতকাল মাঝরাতে তাঁর মৃত্যু হয় ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেষ বাঘেল এবং স্বাস্থ্যমন্ত্রী টিএস সিংদেব ৷

করুণা শুক্লা
করুণা শুক্লা
author img

By

Published : Apr 27, 2021, 8:43 AM IST

Updated : Apr 27, 2021, 12:25 PM IST

রায়পুর, 27 এপ্রিল : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ভাইজি তথা কংগ্রেস নেত্রী করুণা শুক্লার ৷ করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি বেশ কয়েকদিন করুণা রায়পুরের রামকৃষ্ণ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ গতকাল মধ্যরাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

করুণা শুক্লার শেষকৃত্য সম্পন্ন হবে রায়পুরের বালোদাবাজারে ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেষ বাঘেল এবং স্বাস্থ্যমন্ত্রী টিএস সিংদেব ৷ মুখ্যমন্ত্রী ভূপেষ বাঘেল টুইট করে জানান, "আমার করুণা চাচি, অর্থাৎ করুণা শুক্লা আর নেই ৷ নিষ্ঠুর করোনা ওঁকেও নিয়ে নিয়েছে ৷ রাজনীতির বাইরেও ওঁর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে ৷ আমি সবসময় ওঁর আশীর্বাদ পেয়েছি ৷ ওঁর চলে যাওয়াটা মেনে নেওয়া যাচ্ছে না ৷ আমাদের সবাইকে সহ্য করার ক্ষমতা দিক ৷" টুইট করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী টিএস সিংদেব ৷

  • मेरी करुणा चाची यानी करुणा शुक्ला जी नहीं रहीं। निष्ठुर कोरोना ने उन्हें भी लील लिया।

    राजनीति से इतर उनसे बहुत आत्मीय पारिवारिक रिश्ते रहे और उनका सतत आशीर्वाद मुझे मिलता रहा।

    ईश्वर उन्हें अपने श्रीचरणों में स्थान दें और हम सबको उनका विछोह सहने की शक्ति। pic.twitter.com/gumLKp0Lfq

    — Bhupesh Baghel (@bhupeshbaghel) April 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • वरिष्ठ कांग्रेस नेता एवं पूर्व सांसद करुणा शुक्ला जी के कोरोना के कारण निधन के समाचार से बहुत दुःखी हूँ।

    ईश्वर दिवंगत आत्मा को शांति दें और प्रियजनों एवं समर्थकों को इस दुख को सहने की शक्ति प्रदान करें।

    ॐ शांति।। pic.twitter.com/4Gm9h8s8fK

    — TS Singh Deo (@TS_SinghDeo) April 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : করোনা আক্রান্ত সন্দেহে ছুঁল না কেউ, অবহেলায় প্রাণ হারালেন যুবক

করুণা শুক্লা বর্তমানে সমাজকল্যাণ বোর্ডের অধ্যক্ষ ছিলেন ৷ তাঁর আগে তিনি লোকসভার সাংসদ ছিলেন ৷ এছাড়াও, বিজেপির সহ-সভাপতি সহ বিভিন্ন উচ্চপদে ছিলেন তিনি ৷ তবে বিজেপির অবহেলায় ক্ষুব্ধ করুণা 2014 সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দেন । সেইসময় কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে বিলাসপুরের প্রার্থী করা হলে সেখানে তিনি পরাজিত হন ৷ দীর্ঘ 32 বছর বিজেপিতে থাকার পর করুণা শুক্লা হঠাৎই কংগ্রেসে যোগদান করেছিলেন ৷

রায়পুর, 27 এপ্রিল : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ভাইজি তথা কংগ্রেস নেত্রী করুণা শুক্লার ৷ করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি বেশ কয়েকদিন করুণা রায়পুরের রামকৃষ্ণ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ গতকাল মধ্যরাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

করুণা শুক্লার শেষকৃত্য সম্পন্ন হবে রায়পুরের বালোদাবাজারে ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেষ বাঘেল এবং স্বাস্থ্যমন্ত্রী টিএস সিংদেব ৷ মুখ্যমন্ত্রী ভূপেষ বাঘেল টুইট করে জানান, "আমার করুণা চাচি, অর্থাৎ করুণা শুক্লা আর নেই ৷ নিষ্ঠুর করোনা ওঁকেও নিয়ে নিয়েছে ৷ রাজনীতির বাইরেও ওঁর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে ৷ আমি সবসময় ওঁর আশীর্বাদ পেয়েছি ৷ ওঁর চলে যাওয়াটা মেনে নেওয়া যাচ্ছে না ৷ আমাদের সবাইকে সহ্য করার ক্ষমতা দিক ৷" টুইট করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী টিএস সিংদেব ৷

  • मेरी करुणा चाची यानी करुणा शुक्ला जी नहीं रहीं। निष्ठुर कोरोना ने उन्हें भी लील लिया।

    राजनीति से इतर उनसे बहुत आत्मीय पारिवारिक रिश्ते रहे और उनका सतत आशीर्वाद मुझे मिलता रहा।

    ईश्वर उन्हें अपने श्रीचरणों में स्थान दें और हम सबको उनका विछोह सहने की शक्ति। pic.twitter.com/gumLKp0Lfq

    — Bhupesh Baghel (@bhupeshbaghel) April 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • वरिष्ठ कांग्रेस नेता एवं पूर्व सांसद करुणा शुक्ला जी के कोरोना के कारण निधन के समाचार से बहुत दुःखी हूँ।

    ईश्वर दिवंगत आत्मा को शांति दें और प्रियजनों एवं समर्थकों को इस दुख को सहने की शक्ति प्रदान करें।

    ॐ शांति।। pic.twitter.com/4Gm9h8s8fK

    — TS Singh Deo (@TS_SinghDeo) April 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : করোনা আক্রান্ত সন্দেহে ছুঁল না কেউ, অবহেলায় প্রাণ হারালেন যুবক

করুণা শুক্লা বর্তমানে সমাজকল্যাণ বোর্ডের অধ্যক্ষ ছিলেন ৷ তাঁর আগে তিনি লোকসভার সাংসদ ছিলেন ৷ এছাড়াও, বিজেপির সহ-সভাপতি সহ বিভিন্ন উচ্চপদে ছিলেন তিনি ৷ তবে বিজেপির অবহেলায় ক্ষুব্ধ করুণা 2014 সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দেন । সেইসময় কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে বিলাসপুরের প্রার্থী করা হলে সেখানে তিনি পরাজিত হন ৷ দীর্ঘ 32 বছর বিজেপিতে থাকার পর করুণা শুক্লা হঠাৎই কংগ্রেসে যোগদান করেছিলেন ৷

Last Updated : Apr 27, 2021, 12:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.