ETV Bharat / bharat

Karnataka Assembly Polls 2023: কর্ণাটকের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ

কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা মঙ্গলবার প্রকাশ করল বিজেপি ৷ এই দফায় 189 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে ৷ এদিন দিল্লিতে এই তালিকা প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷

ETV Bharat
বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ
author img

By

Published : Apr 12, 2023, 12:18 AM IST

নয়াদিল্লি, 11 এপ্রিল: কর্ণাটকের বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ কল বিজেপি ৷ মঙ্গলবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান এই তালিকা প্রকাশ করেন ৷ প্রথম দফার এই তালিকায় নাম আছে 189 জনের ৷ বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর এই তালিকা প্রকাশ করা হল বলে জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান ৷ তালিকা প্রকাশ করে বিজেপি নেতা বলেন, "নতুন প্রজন্মকে প্রার্থীতালিকায় স্থান দেওয়া হয়েছে ৷" প্রার্থী তালিকায় নাম নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার ৷

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার মহিলাদের ক্ষমতায়নের কথা বললেও কর্ণাটকের প্রথম প্রকাশিত বিজেপির 189 জনের প্রার্থীর তালিকায় মহিলার সংখ্যা মাত্র 8 ৷ তবে দক্ষিণ ভারতের এই রাজ্যের জাতপাতের সমীকণের ছাপ রয়েছে প্রার্থী তালিকায় । বিজেপির এই তালিকায় 52 জন নতুন প্রার্থীর নাম আছে ৷ এছাড়াও ওবিসি শ্রেণির 32 জন, তফশিলি জাতির 30 জন ও তফশিলি উপজাতির 16 জন প্রার্থী রয়েছেন এই তালিকায় ৷ রয়েছে 9 জন চিকিৎসকের নাম ৷ রয়েছেন 5 জন আইনজীবী, 8 জন সমাজসেবীর নামও ৷ তালিকায় কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাইয়ের নাম থাকলেও নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার নাম ৷ তবে ইয়েদুরাপ্পার ছেলের নাম আছে ৷

Etv Bharat
বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ

আরও পড়ুন: নির্বাচনী বিধিভঙ্গ ! কর্ণাটকে 10 দিনে বাজেয়াপ্ত 100 কোটির নগদ ও সামগ্রী

উল্লেখ্য, এই প্রার্থীদের নাম ঠিক করতে গত দুদিন ধরে বৈঠকে বসে বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷ বিজেপির সেন্ট্রাল ইলেকশন কমিটির সেই বৈঠকে উপস্থিতক ছিলেন জেপি নাড্ডা, অমিত শাহ, ইয়েদুরাপ্পা-সহ অন্যান্য নেতৃত্ব ৷ উল্লেখ্য, ইতিমধ্যেই কংগ্রেস দু দফায় কর্ণাটকের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে ৷ এবার প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার সম্মুখীন কর্ণাটকের বিধানসভা নির্বাচনে হতে হচ্ছে ক্ষমতাসীন বিজেপিকে ৷ এখন দেখার 10 মে কর্ণাটক বিধানসভা নির্বাচনে পদ্মশিবির কী খেল দেখায় ।

ETV Bharat
বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ

আরও পড়ুন: চব্বিশে মোদির নেতৃত্বে তিনশোর বেশি আসনে জিতবে বিজেপি, দাবি অমিত শাহের

নয়াদিল্লি, 11 এপ্রিল: কর্ণাটকের বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ কল বিজেপি ৷ মঙ্গলবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান এই তালিকা প্রকাশ করেন ৷ প্রথম দফার এই তালিকায় নাম আছে 189 জনের ৷ বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর এই তালিকা প্রকাশ করা হল বলে জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান ৷ তালিকা প্রকাশ করে বিজেপি নেতা বলেন, "নতুন প্রজন্মকে প্রার্থীতালিকায় স্থান দেওয়া হয়েছে ৷" প্রার্থী তালিকায় নাম নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার ৷

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার মহিলাদের ক্ষমতায়নের কথা বললেও কর্ণাটকের প্রথম প্রকাশিত বিজেপির 189 জনের প্রার্থীর তালিকায় মহিলার সংখ্যা মাত্র 8 ৷ তবে দক্ষিণ ভারতের এই রাজ্যের জাতপাতের সমীকণের ছাপ রয়েছে প্রার্থী তালিকায় । বিজেপির এই তালিকায় 52 জন নতুন প্রার্থীর নাম আছে ৷ এছাড়াও ওবিসি শ্রেণির 32 জন, তফশিলি জাতির 30 জন ও তফশিলি উপজাতির 16 জন প্রার্থী রয়েছেন এই তালিকায় ৷ রয়েছে 9 জন চিকিৎসকের নাম ৷ রয়েছেন 5 জন আইনজীবী, 8 জন সমাজসেবীর নামও ৷ তালিকায় কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাইয়ের নাম থাকলেও নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার নাম ৷ তবে ইয়েদুরাপ্পার ছেলের নাম আছে ৷

Etv Bharat
বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ

আরও পড়ুন: নির্বাচনী বিধিভঙ্গ ! কর্ণাটকে 10 দিনে বাজেয়াপ্ত 100 কোটির নগদ ও সামগ্রী

উল্লেখ্য, এই প্রার্থীদের নাম ঠিক করতে গত দুদিন ধরে বৈঠকে বসে বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷ বিজেপির সেন্ট্রাল ইলেকশন কমিটির সেই বৈঠকে উপস্থিতক ছিলেন জেপি নাড্ডা, অমিত শাহ, ইয়েদুরাপ্পা-সহ অন্যান্য নেতৃত্ব ৷ উল্লেখ্য, ইতিমধ্যেই কংগ্রেস দু দফায় কর্ণাটকের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে ৷ এবার প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার সম্মুখীন কর্ণাটকের বিধানসভা নির্বাচনে হতে হচ্ছে ক্ষমতাসীন বিজেপিকে ৷ এখন দেখার 10 মে কর্ণাটক বিধানসভা নির্বাচনে পদ্মশিবির কী খেল দেখায় ।

ETV Bharat
বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ

আরও পড়ুন: চব্বিশে মোদির নেতৃত্বে তিনশোর বেশি আসনে জিতবে বিজেপি, দাবি অমিত শাহের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.