ETV Bharat / state

খুচরো নিয়ে বাসে উঠিসনি কেন ? মহিলা যাত্রীকে এলোপাথাড়ি চড়-ঘুষি কন্ডাক্টরের ! - BUS CONDUCTOR ASSAULTS WOMAN

বাসের ভাড়ায় একশো টাকার খুচরো দেওয়া নিয়ে মহিলা যাত্রীকে গালিগালাজ করার অভিযোগ উঠেছে ৷ প্রতিবাদ করায় অফিসযাত্রী মহিলাকে মারধরের অভিযোগ বাস কন্ডাক্টরের বিরুদ্ধে ৷

BUS CONDUCTOR ASSAULTS WOMAN
খুচরো নিয়ে বচসার জেরে মহিলা যাত্রীকে মারধরের অভিযোগ বাস কন্ডাক্টরের বিরুদ্ধে ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2024, 6:15 PM IST

ব‍্যারাকপুর, 22 নভেম্বর: কন্ডাক্টরকে বাসের ভাড়ার টাকা খুচরো দেননি মহিলা যাত্রী ৷ অভিযোগ, তার জেরে মহিলাকে গালিগালাজ ও এলোপাথাড়ি মারধর করেছেন এক বাস কন্ডাক্টর ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার ব্যারাকপুরের চন্দনপুকুর বাজার এলাকায় 81 নম্বর রুটের বাসে ৷ নিগৃহীত মহিলা টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

মহিলা যাত্রী পুলিশকে জানিয়েছেন, আক্রান্ত মহিলা মোহনপুরের বাসিন্দা ৷ ব্যারাকপুরের অভিজাত একটি সোনার দোকানে তিনি রিসেপশনিস্টের কাজ করেন ৷ সকাল 10টা নাগাদ মোহনপুর মোড় থেকে 81 নম্বর রুটের একটি বাসে ওঠেন তিনি ৷ ব্যারাকপুর স্টেশন মোড়ে তাঁর নামার কথা ছিল ৷ ভাড়া দেওয়ার সময় তিনি 100 টাকার একটি নোট বের করে কন্ডাক্টরকে দেন ৷ অভিযোগ, কন্ডাক্টর তা নিতে চাননি ৷

মহিলা যাত্রীকে এলোপাথাড়ি চড়-ঘুষি কন্ডাক্টরের ! (নিজস্ব ভিডিয়ো)

নিগৃহীত মহিলার অভিযোগ, কন্ডাক্টর ভাড়ার নির্দিষ্ট টাকাই দিতে হবে বলে জানান ৷ বলে দেন, 100 টাকার নোট তিনি নেবেন না ৷ কিন্তু, মহিলার কাছে যে খুচরো নেই, তা তিনি কন্ডাক্টরকে জানান ৷ অভিযোগ, তাঁর অসহায়তার কথা শোনার পরেও 81 নম্বর রুটের ওই বাসের কন্ডাক্টর মহিলাকে তুই-তোকারি করে গালিগালাজ শুরু করেন ৷ তখনই তিনি প্রতিবাদ করেন এবং কন্ডাক্টরের দিকে এগিয়ে যান ৷ অভিযোগ, সেই সময় কন্ডাক্টর চলন্ত বাসের মধ্যে মহিলাকে প্রথমে চড় মারেন ৷ এরপর চলতে থাকে এলোপাথাড়ি কিল-চড়-ঘুষি !

কিন্তু, এ-সব দেখেও বাসের অন্যান্য যাত্রীরা কোনও প্রতিবাদ করেননি বলে অভিযোগ ৷ কেবলমাত্র চালক বাস থামিয়ে কন্ডাক্টরকে বাধা দেন ৷ চালকই কেবল প্রশ্ন করেছিলেন, একজন মহিলার গায়ে কেন হাত তুললেন ওই কন্ডাক্টর ৷ এরপর তিনি ব্যারাকপুরে বাস থেকে নেমে যান ৷ সেখান থেকে কোনও মতে অফিস পৌঁছন ৷ সেখানে পুরো পরিস্থিতি জানিয়ে সোজা টিটাগড় থানায় পৌঁছে যান ৷ মহিলা তাঁর স্বামীকেও বিষয়টি জানিয়েছেন ৷

টিটাগড় থানায় 81 নম্বর রুটের ওই বাসের নম্বর উল্লেখ করে কন্ডাক্টরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা ৷ এরপর পুলিশের তরফে তাঁকে ব্যারাকপুরের বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, মেডিক্যাল পরীক্ষার জন্য ৷

আক্রান্ত মহিলা বলেন, "অন্যান্য দিন প্রয়োজন মতো খুচরো টাকা আমার কাছে থাকে ৷ কিন্তু, আজ আমার কাছে তা ছিল না ৷ কন্ডাক্টরকে আমি সে কথা বলেছিলাম ৷ কিন্তু, তিনি আমাকে তুই-তোকারি করে কথা বলতে থাকেন ৷ গালিগালাজও করতে থাকেন ৷ তখন আমি প্রতিবাদ করি ৷ চলন্ত বাসের মধ্যে প্রথমে আমার গালে চড় মারেন ৷ তারপর সজোরে এলোপাথাড়ি ঘুষি চালান ৷" পুলিশ সূত্রে খবর, মহিলাকে মারধরের ঘটনায় কন্ডাক্টরের খোঁজ করা হচ্ছে ৷ বাসের চালককেও থানায় ডেকে পাঠানো হয়েছে ৷

ব‍্যারাকপুর, 22 নভেম্বর: কন্ডাক্টরকে বাসের ভাড়ার টাকা খুচরো দেননি মহিলা যাত্রী ৷ অভিযোগ, তার জেরে মহিলাকে গালিগালাজ ও এলোপাথাড়ি মারধর করেছেন এক বাস কন্ডাক্টর ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার ব্যারাকপুরের চন্দনপুকুর বাজার এলাকায় 81 নম্বর রুটের বাসে ৷ নিগৃহীত মহিলা টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

মহিলা যাত্রী পুলিশকে জানিয়েছেন, আক্রান্ত মহিলা মোহনপুরের বাসিন্দা ৷ ব্যারাকপুরের অভিজাত একটি সোনার দোকানে তিনি রিসেপশনিস্টের কাজ করেন ৷ সকাল 10টা নাগাদ মোহনপুর মোড় থেকে 81 নম্বর রুটের একটি বাসে ওঠেন তিনি ৷ ব্যারাকপুর স্টেশন মোড়ে তাঁর নামার কথা ছিল ৷ ভাড়া দেওয়ার সময় তিনি 100 টাকার একটি নোট বের করে কন্ডাক্টরকে দেন ৷ অভিযোগ, কন্ডাক্টর তা নিতে চাননি ৷

মহিলা যাত্রীকে এলোপাথাড়ি চড়-ঘুষি কন্ডাক্টরের ! (নিজস্ব ভিডিয়ো)

নিগৃহীত মহিলার অভিযোগ, কন্ডাক্টর ভাড়ার নির্দিষ্ট টাকাই দিতে হবে বলে জানান ৷ বলে দেন, 100 টাকার নোট তিনি নেবেন না ৷ কিন্তু, মহিলার কাছে যে খুচরো নেই, তা তিনি কন্ডাক্টরকে জানান ৷ অভিযোগ, তাঁর অসহায়তার কথা শোনার পরেও 81 নম্বর রুটের ওই বাসের কন্ডাক্টর মহিলাকে তুই-তোকারি করে গালিগালাজ শুরু করেন ৷ তখনই তিনি প্রতিবাদ করেন এবং কন্ডাক্টরের দিকে এগিয়ে যান ৷ অভিযোগ, সেই সময় কন্ডাক্টর চলন্ত বাসের মধ্যে মহিলাকে প্রথমে চড় মারেন ৷ এরপর চলতে থাকে এলোপাথাড়ি কিল-চড়-ঘুষি !

কিন্তু, এ-সব দেখেও বাসের অন্যান্য যাত্রীরা কোনও প্রতিবাদ করেননি বলে অভিযোগ ৷ কেবলমাত্র চালক বাস থামিয়ে কন্ডাক্টরকে বাধা দেন ৷ চালকই কেবল প্রশ্ন করেছিলেন, একজন মহিলার গায়ে কেন হাত তুললেন ওই কন্ডাক্টর ৷ এরপর তিনি ব্যারাকপুরে বাস থেকে নেমে যান ৷ সেখান থেকে কোনও মতে অফিস পৌঁছন ৷ সেখানে পুরো পরিস্থিতি জানিয়ে সোজা টিটাগড় থানায় পৌঁছে যান ৷ মহিলা তাঁর স্বামীকেও বিষয়টি জানিয়েছেন ৷

টিটাগড় থানায় 81 নম্বর রুটের ওই বাসের নম্বর উল্লেখ করে কন্ডাক্টরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা ৷ এরপর পুলিশের তরফে তাঁকে ব্যারাকপুরের বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, মেডিক্যাল পরীক্ষার জন্য ৷

আক্রান্ত মহিলা বলেন, "অন্যান্য দিন প্রয়োজন মতো খুচরো টাকা আমার কাছে থাকে ৷ কিন্তু, আজ আমার কাছে তা ছিল না ৷ কন্ডাক্টরকে আমি সে কথা বলেছিলাম ৷ কিন্তু, তিনি আমাকে তুই-তোকারি করে কথা বলতে থাকেন ৷ গালিগালাজও করতে থাকেন ৷ তখন আমি প্রতিবাদ করি ৷ চলন্ত বাসের মধ্যে প্রথমে আমার গালে চড় মারেন ৷ তারপর সজোরে এলোপাথাড়ি ঘুষি চালান ৷" পুলিশ সূত্রে খবর, মহিলাকে মারধরের ঘটনায় কন্ডাক্টরের খোঁজ করা হচ্ছে ৷ বাসের চালককেও থানায় ডেকে পাঠানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.