নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর : কাবুল বিমানবন্দরে হামলা চালানো আত্মঘাতী জঙ্গি ভারতেও এসেছিল ৷ সে কাশ্মীরে হামলা চালানোর লক্ষ্যে নয়াদিল্লিতে আসে ৷ তার পর দিল্লি পুলিশের হাতে ধরা পড়ে ৷ পরে তাকে আফগানিস্তান পাঠিয়ে দেওয়া হয় ৷ ইসলামিক স্টেটের ভারতীয় শাখার তরফে এমনই দাবি করা হয়েছে ৷ ওই ভারতীয় শাখার নাম উইলায়েত হিন্দ ৷ তারা তাদের একটি পত্রিকা ‘স্বট অল-হিন্দ’ বা ভয়েস অফ হিন্দে এই বিষয়টি প্রকাশিত করেছে ৷
আরও পড়ুন : Covid Booster Dose: ভারতে এই মুহূর্তে কোভিড বুস্টার ডোজের প্রয়োজন নেই
ওই জঙ্গির নাম আব্দুর রহমান অল-লগারি ৷ গত 26 অগস্ট সে কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ করে ৷ এতে প্রায় 250 জন নিহত হন ৷ তার মধ্যে 13 জন মার্কিন সেনা ছিলেন ৷ ওই হামলার লক্ষ্য মার্কিন সেনা ছিল ৷ কারণ, বিস্ফোরণের জায়গা থেকে 5 মিটার দূরে ছিলেন মার্কিন সেনার আধিকারিকরা, যাঁরা তথ্য যাচাইয়ের কাজ করছিলেন ৷
সেই আব্দুরকে 2017 সালের সেপ্টেম্বরে দিল্লিতে গ্রেফতার করা হয়েছিল ৷ তাকে 18 মাস ধরে নজরে রেখেছিল রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা ‘র’ ৷ তার পর তাকে দিল্লির লাজপত নগর থেকে গ্রেফতার করা হয় ৷ ভারতে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিল সে ৷ তার পর সে জঙ্গিদের সংশ্রবে চলে আসে বলে তখন জানা গিয়েছিল ৷ পরে তাকে আফগানিস্তানে পাঠানো হয় ৷ সেখানে সে মার্কিন হেফাজতে ছিল ৷
আরও পড়ুন : Corona India Update : দৈনিক সংক্রমণ বেড়ে 35 হাজার, কিছুটা কমল মৃত্যু
কাবুল দখলের পর সেখানকার জেলগুলি থেকে তালিবানের তরফে সব জঙ্গিদের মুক্ত করে দেওয়া হয় ৷ সেই সময় ছাড়া পেয়ে যায় আব্দুরও ৷ তার 11 দিনের মধ্যেই সে আত্মঘাতী জঙ্গি হিসেবে হামলা চালায় ৷