নয়াদিল্লি, 17 মার্চ: লন্ডনে বসে ভারত বিরোধী মন্তব্য করার অভিযোগ উঠেছে রাহুল গান্ধির (Rahul Gandhi) বিরুদ্ধে ৷ এই ইস্যুতে গত কয়েকদিন ধরেই বিজেপি (BJP) নিশানা করছে কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতিকে ৷ এবার রাহুলের বিরুদ্ধে আরও চড়া সুরে আক্রমণ শানালেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডা (BJP Chief JP Nadda) ৷ তাঁর অভিযোগ, দেশবিরোধী টুলকিটের স্থায়ী সদস্য হয়েছেন রাহুল গান্ধি ৷
শুক্রবার সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, ‘‘এটা দুর্ভাগ্যজনক যে কংগ্রেস দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত । দেশ তাদের বারবার প্রত্যাখ্যান করার পরে রাহুল গান্ধি এখন এই দেশবিরোধী টুলকিটের স্থায়ী অংশ হয়ে উঠেছেন ৷’’ রাহুলের বিরুদ্ধে প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন গেরুয়া শিবিরের প্রধান ৷ জানতে চেয়েছেন, অন্য দেশকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে বলার পিছনে রাহুলের আসল উদ্দেশ্য কী ?
একই সঙ্গে নাড্ডা বলেছেন, ‘‘এমন একটা সময়, যখন ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠছে ও এখানে জি20-র বৈঠক (G20 Meeting) অনুষ্ঠিত হচ্ছে, সেই বিদেশের মাটিতে রাহুল গান্ধি দেশ ও সংসদকে অপমান করছেন ।’’ বিজেপি এই ইস্য়ুতে আগেই রাহুলের ক্ষমা চাওয়ার দাবি তুলেছে ৷ এই নিয়ে সংসদেও তারা সরব হয়েছে ৷ বিরোধীরা পালটা আদানি ইস্যুতে সরকারের বিরুদ্ধে রোজ সুর চড়াচ্ছে ৷ এই পরিস্থিতিতে বাজেট অধিবেশনের দ্বিতীয় অংশ গত সোমবার শুরু হলেও সংসদের দুই কক্ষে কাজ সেভাবে হয়ইনি ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি লন্ডন সফরে গিয়েছিলেন রাহুল গান্ধি ৷ সেখানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় অংশ নেন তিনি ৷ ওই সভায় তিনি বলেন, ‘‘সবাই জানে ও এটা খবরেও প্রকাশিত হয়েছে যে ভারতীয় গণতন্ত্র চাপের মধ্যে এবং আক্রমণের মধ্যে রয়েছে । আমি ভারতের একজন বিরোধী দলের নেতা, আমরা বিরোধীরা সেই জায়গায় রয়েছে ৷’’ পাশাপাশি তিনি ভারতের গণতন্ত্রের বাঁচাতে কয়েকটি দেশের এগিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন ৷
আর এই নিয়েই গোলমাল চলছে ৷ বৃহস্পতিবার সংসদে গিয়েছিলেন রাহুল গান্ধি ৷ পরে সেখান থেকে বেরিয়ে নয়াদিল্লিতে দলের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন ৷ সেই সাংবাদিক বৈঠকে রাহুল জানান যে দুই কক্ষে যেসব মন্ত্রী তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাঁদের জবাব দিতে চান তিনি ।
আরও পড়ুন: রাহুল গান্ধির মন্তব্য গণতন্ত্রের ব্যারোমিটার নয় ! তোপ বিজেপি'র