ভুজ/কচ্ছ, 11 মে: কোনও জাতির যাত্রা তার সমাজের যাত্রায় প্রতিফলিত হয়। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অখিল ভারতীয় কচ্ছ কদভা পাটিদার সমাজের শততম বর্ষ উপলক্ষ্যে গুজরাতের কচ্ছ জেলার ভুজ থেকে 50 কিলোমিটার দূরে নাখাত্রনায় একটি সমাবেশে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেখানেই এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এদিন অনুষ্ঠানে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ৷ সেই অনুষ্ঠানে তিনি বলেন, "শত বছর ধরে ভারতের সমাজে বিদেশি হানাদাররা নৃশংসতা চালিয়ে এসেছে। কিন্তু, দেশের পূর্বপুরুষরা তাদের নিজস্ব পরিচয় মুছে যেতে দেননি ৷ এমনকী তাঁদের বিশ্বাসকেও খণ্ডিত হতে দেননি।" এখানেই শেষ নয়, তিনি জানান, এই সফল সমাজের বর্তমান প্রজন্মের মধ্যে শতাব্দীর ত্যাগের প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে ৷
পাটিদার সমাজের শত বছরের পুরনো ইতিহাস এবং অখিল ভারতীয় কচ্ছ কদভা পাটিদার সমাজের শত বছরের ইতিহাসকে প্রাধান্য দিয়ে তিনি বলেন, "যে কোনও জাতির যাত্রা তার সমাজের যাত্রায় প্রতিফলিত হয় ৷" প্রধানমন্ত্রীর কথায়, 'সনাতন' শুধু একটি শব্দ নয় ৷ এটি নিত্য নতুন চরিত্রে প্রকাশ হচ্ছে এমনকী তা সর্বদা পরিবর্তনশীল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, "অতীত থেকে নিজেকে আবিস্কার করে উন্নত করার অন্তর্নিহিত আকাঙ্খা রয়েছে ৷ তাই এটি চিরন্তন এবং অমর।" প্রধানমন্ত্রীর দাবি, হিন্দুরা হিন্দু ধর্মকে বোঝাতে 'সনাতন ধর্ম' ব্যবহার করে।
ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা এবং সম্মান বছরের পর বছর বেড়েছে, যার জেরে মোদি এদিন রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৷ তিনি বলেন, "সমাজ তার বর্তমানকে তৈরি করেছে, এবং তার ভবিষ্যতের ভিত্তি স্থাপন করেছে।" মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে অসংখ্য বিষয়ে কাদভা পাটিদার সমাজের সঙ্গে কাজ করার কথাও এদিন স্মরণ করেন। তাঁর রাজনৈতিক জীবন এবং পাটিদার সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কের কথাও এদিন জানান মোদি ৷ এদিন প্রধানমন্ত্রী কচ্ছের ভূমিকম্পের কথাও উল্লেখ করেন ৷ পাশাপাশি সে সময় ত্রাণ ও পুনর্গঠন প্রচেষ্টায় জড়িত থাকার জন্য সম্প্রদায়ের প্রশংসাও করেন। তিনি উল্লেখ করেন, যে কীভাবে কচ্ছকে দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়েছিল ৷ যেখানে জলের ঘাটতি, অনাহার, প্রাণীর মৃত্যু এবং অভিবাসনের সমস্যাগুলি কার্যত এর পরিচয় হয়ে উঠেছিল। প্রধানমন্ত্রী বলেন, "কিন্তু কয়েক বছর ধরে, একসঙ্গে কাজ করে আমরা কচ্ছকে পুনরুজ্জীবিত করেছি ৷" কচ্ছের জল সংকট সমাধান করে একে বিশ্বের একটি বিশাল পর্যটন গন্তব্যে পরিণত করার জন্য সরকারের কাজগুলির এদিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: মোদির মন কি বাত না শোনায় চণ্ডীগড়ে নার্সিংয়ের 36 ছাত্রীকে শাস্তি