ETV Bharat / bharat

আট বছর পর ধর্ষণের মামলায় বেকসুর খালাস সাংবাদিক তরুণ তেজপাল

author img

By

Published : May 21, 2021, 3:33 PM IST

2013 সালের 7 এবং 8 নভেম্বর গোয়ার বাম্বোলিমে এক পাঁচতারা হোটেলের লিফটে এক মহিলা সাংবাদিককের সঙ্গে জোর জবরদস্তি করার অভিযোগ উঠেছিল তরুণ তেজপালের বিরুদ্ধে ৷ তেহলকা নিউজ ম্যাগাজিনের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তাঁর সঙ্গে জবরদস্তি করা হয় বলে অভিযোগ করেছিলেন ওই মহিলা সাংবাদিক ৷

journalist-tarun-tejpal-acquitted-in-2013-rape-case
2013 সালের ধর্ষণের মামলায় বেকসুর খালাস সাংবাদিক তরুণ জেতপাল

পানাজি (গোয়া), 21 মে : ধর্ষণ এবং যৌন নির্যাতনের মামলায় বেকসুর খালাস পেলেন সাংবাদিক তরুণ তেজপাল ৷ তেহলকা’র প্রাক্তন চিফ এডিটরের বিরুদ্ধে তাঁর এক সহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ৷ সেই মামলায় গোয়ার মাপুসা’র জেলা ও দায়রা আদালত তরুণ তেজপালকে ধর্ষণের মামলা থেকে রেহাই দিয়েছে ৷ গত 8 বছর ধরে তরুণ তেজপালের বিরুদ্ধে এই ধর্ষণের মামলা চলছিল ৷

আরও পড়ুন :নানুরে মহিলা বিজেপি কর্মীকে ধর্ষণের অভিযোগ ভুয়ো, বললেন পুলিশ সুপার

2013 সালের 7 এবং 8 নভেম্বর গোয়ার বাম্বোলিমে এক পাঁচতারা হোটেলের লিফটে এক মহিলা সাংবাদিককের সঙ্গে জোর জবরদস্তি করার অভিযোগ উঠেছিল তরুণ তেজপালের বিরুদ্ধে ৷ তেহলকা নিউজ ম্যাগাজিনের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তাঁর সঙ্গে জবরদস্তি করা হয় বলে অভিযোগ করেছিলেন ওই মহিলা সাংবাদিক ৷ এই অভিযোগের পর ওই বছর 30 নভেম্বর তেহলকার চিফ এডিটরকে গ্রেফতার করে পুলিশ ৷ হাইপ্রোফাইল কেস হওয়ায় ঘটনাটি নিয়ে হইচই পড়ে গিয়েছিল ৷ দ্রুত মামলার তদন্ত করে গোয়া পুলিশ 2014 সালের ফেব্রুয়ারি মাসে তরুণ তেজপালের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ৷ অবশ্য তার কয়েকমাসের মধ্য়েই তরুণ তেজপালের জামিন মঞ্জুর করেছিল আদালত ৷ তারপর দীর্ঘ 8 বছর এই মামলার শুনানি চলার পর আদালত তরুণ তেজপালকে ধর্ষণের অভিযোগ থেকে রেহাই দিয়েছে ৷

পানাজি (গোয়া), 21 মে : ধর্ষণ এবং যৌন নির্যাতনের মামলায় বেকসুর খালাস পেলেন সাংবাদিক তরুণ তেজপাল ৷ তেহলকা’র প্রাক্তন চিফ এডিটরের বিরুদ্ধে তাঁর এক সহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ৷ সেই মামলায় গোয়ার মাপুসা’র জেলা ও দায়রা আদালত তরুণ তেজপালকে ধর্ষণের মামলা থেকে রেহাই দিয়েছে ৷ গত 8 বছর ধরে তরুণ তেজপালের বিরুদ্ধে এই ধর্ষণের মামলা চলছিল ৷

আরও পড়ুন :নানুরে মহিলা বিজেপি কর্মীকে ধর্ষণের অভিযোগ ভুয়ো, বললেন পুলিশ সুপার

2013 সালের 7 এবং 8 নভেম্বর গোয়ার বাম্বোলিমে এক পাঁচতারা হোটেলের লিফটে এক মহিলা সাংবাদিককের সঙ্গে জোর জবরদস্তি করার অভিযোগ উঠেছিল তরুণ তেজপালের বিরুদ্ধে ৷ তেহলকা নিউজ ম্যাগাজিনের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তাঁর সঙ্গে জবরদস্তি করা হয় বলে অভিযোগ করেছিলেন ওই মহিলা সাংবাদিক ৷ এই অভিযোগের পর ওই বছর 30 নভেম্বর তেহলকার চিফ এডিটরকে গ্রেফতার করে পুলিশ ৷ হাইপ্রোফাইল কেস হওয়ায় ঘটনাটি নিয়ে হইচই পড়ে গিয়েছিল ৷ দ্রুত মামলার তদন্ত করে গোয়া পুলিশ 2014 সালের ফেব্রুয়ারি মাসে তরুণ তেজপালের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ৷ অবশ্য তার কয়েকমাসের মধ্য়েই তরুণ তেজপালের জামিন মঞ্জুর করেছিল আদালত ৷ তারপর দীর্ঘ 8 বছর এই মামলার শুনানি চলার পর আদালত তরুণ তেজপালকে ধর্ষণের অভিযোগ থেকে রেহাই দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.