লখনউ, 3 মে: গোয়ার পর এ বার উত্তরপ্রদেশে বিরাট ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস (Uttar Pradesh unit of TMC)৷ যোগী আদিত্যনাথের রাজ্যে তৃণমূলের রাজ্য সভাপতি নীরজ রাই-সহ বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেছেন (TMC state unit president Neeraj Rai resigned)৷ তৃণমূলের বড় নেতারা পশ্চিমবঙ্গের বাইরে দলের সম্প্রসারণ চান না বলে অভিযোগ নীরজ রাইয়ের (Neeraj Rai resigns)৷
দল ছাড়ার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের বড় নেতারা চান না যে, পশ্চিমবঙ্গের বাইরে দলের সম্প্রসারণ ঘটুক ৷ উত্তরপ্রদেশে দলের দায়বদ্ধ সক্রিয় কর্মীদের সাইডলাইন করে রাখা হচ্ছে ৷ এ ছাড়াও দলের রাজ্য শাখাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে ৷" তৃণমূল থেকে পদত্যাগ করলেও তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু খোলসা করে জানাননি নীরজ রাই (TMC UP chief resigns)৷
2024 সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যে নিজেদের শক্তি বৃদ্ধিতে সচেষ্ট হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ ত্রিপুরা, গোয়ার মতোই সেই তালিকায় ছিল উত্তরপ্রদেশও ৷ যোগীর রাজ্যে 2022 সালের বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ না করলেও, চব্বিশের জন্য জমি তৈরির প্রচেষ্টা শুরু করেছিল তৃণমূল ৷ এরই মধ্যে উত্তরপ্রদেশ তৃণমূূল থেকে গণইস্তফা নিঃসন্দেহে ঘাস-ফুলের জন্য বড় ধাক্কা ৷
2021 সালে পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরকে পর্যুদস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসায় পর নেত্রীর প্রতি ভরসা তৈরি হয় বিজেপি-বিরোধীদের ৷ মমতার নেতৃত্বেই বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব, এই আশায় উত্তরপ্রদেশে সক্রিয় হন কর্মীরা ৷ তবে গত অক্টোবর মাস থেকে সেই উৎসাহে ভাঁটা পড়তে দেখা যায় ৷
লখিমপুর খেরির ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের শীর্ষ নেতাদের দল উত্তরপ্রদেশ সফরে গিয়ে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করে ৷ পরেও এই ঘটনা নিয়ে বেশি সক্রিয় দেখা গিয়েছে বঙ্গ তৃণমূলকে ৷ এতেই উত্তরপ্রদেশ তৃণমূল কংগ্রেস নিজেদের উপেক্ষিত বলে মনে করে বলে মত রাজনৈতিক মহলের ৷ এ ছাড়াও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লখনউ সফর, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে সাংবাদিক সম্মেলন, এই গোটা ভ্রমণসুচি সম্পর্কে কিছুই জানত না উত্তরপ্রদেশ তৃণমূল ৷ এমনই নানা ঘটনায় তৃণমূলের উত্তরপ্রদেশ শাখা নিজেদের উপেক্ষিত বলে মনে করছে বলেই নেতাদের একাংশ দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, এমনই দাবি নেতৃত্বের ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কিভাবে এই ধাক্কা সামাল দেয়, সেটাই দেখার ৷