ETV Bharat / bharat

Kota NEET Aspirant Death: কোটায় নিট প্রস্তুতিরত ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার - ঝুলন্ত দেহ মিলল হস্টেলে

রাজস্থানের কোটায় ফের আত্মহত্যার ঘটনা ঘটল ৷ একটি হস্টেলের রুমে এক ছাত্রীর ঝুলন্ত দেহ পাওয়া যায় ৷ সে ঝাড়খণ্ড থেকে এসেছিল ৷

ETV Bharat
কোটায় ছাত্রীর আত্মহত্যা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 2:49 PM IST

কোটা, 13 সেপ্টেম্বর: ছাত্রীর ঝুলন্ত দেহ মিলল হস্টেলের একটি ঘর থেকে ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায় ৷ 16 বছর বয়সি ওই ছাত্রী কোটার বিজ্ঞান নগর এলাকায় থাকত বলে জানা গিয়েছে ৷ সে ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল ৷ বুধবার পুলিশ সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷ পুলিশ আরও জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে হস্টেলের ঘর থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে ৷

বিজ্ঞান নগর থানার এএসআই অমর চাঁদ জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে 10টা নাগাদ একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁদের কাছে খবর আসে ৷ সেখানেই ওই ছাত্রীকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল ৷ ছাত্রীর বাড়ি ঝাড়খণ্ডের রাঁচিতে ৷ একাদশ শ্রেণির ওই পড়ুয়া ছিল নিট পরীক্ষার প্রস্তুতির জন্য সে এবছরের শুরুতে কোটায় আসে ৷ সেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভরতি হয় সে ৷

এএসআই আরও জানান, ওই ছাত্রীর ঘর থেকে আত্মহত্যার কোনও নোট পাওয়া যায়নি ৷ পুলিশ ঘটনাটির তদন্ত করে দেখছে ৷ ছাত্রীর মৃত্যুর কারণ কী হতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ছাত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য এমবিএস হাসপাতালে পাঠানো হয়েছে ৷ এই নিয়ে চলতি বছরে কোটায় 23 জন পড়ুয়ার এহেন মৃত্যুর ঘটনা ঘটল ৷ 2022 সালে কোটায় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এমন 15 জন পড়ুয়া আত্মঘাতী হয়েছিল ৷

একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটেই চলেছে রাজস্থানের কোটায় ৷ এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পড়ুয়ারা পরীক্ষার জন্য তৈরি হতে আসে ৷

আরও পড়ুন: কোটার পড়ুয়াদের আত্মহত্যার প্রবণতা কমাতে পড়ার চাপ কমানোর সুপারিশ বিশেষজ্ঞ কমিটির

কোনও পড়ুয়া একাকিত্ব বোধ করলে এবং মনের কথা বলতে চাইলে স্নেহা ফাউন্ডেশনে 04424640050 নম্বরে ফোন করতে পারেন ৷ এখানে 24 ঘণ্টা যোগাযোগ করা সম্ভব ৷ এছাড়া টাটা ইনস্টিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন 9152987821 নম্বরেও ফোন করা যেতে পারে ৷ এই নম্বরটি সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে ৷

(সংবাদসংস্থা: পিটিআই)

কোটা, 13 সেপ্টেম্বর: ছাত্রীর ঝুলন্ত দেহ মিলল হস্টেলের একটি ঘর থেকে ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায় ৷ 16 বছর বয়সি ওই ছাত্রী কোটার বিজ্ঞান নগর এলাকায় থাকত বলে জানা গিয়েছে ৷ সে ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল ৷ বুধবার পুলিশ সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷ পুলিশ আরও জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে হস্টেলের ঘর থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে ৷

বিজ্ঞান নগর থানার এএসআই অমর চাঁদ জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে 10টা নাগাদ একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁদের কাছে খবর আসে ৷ সেখানেই ওই ছাত্রীকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল ৷ ছাত্রীর বাড়ি ঝাড়খণ্ডের রাঁচিতে ৷ একাদশ শ্রেণির ওই পড়ুয়া ছিল নিট পরীক্ষার প্রস্তুতির জন্য সে এবছরের শুরুতে কোটায় আসে ৷ সেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভরতি হয় সে ৷

এএসআই আরও জানান, ওই ছাত্রীর ঘর থেকে আত্মহত্যার কোনও নোট পাওয়া যায়নি ৷ পুলিশ ঘটনাটির তদন্ত করে দেখছে ৷ ছাত্রীর মৃত্যুর কারণ কী হতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ছাত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য এমবিএস হাসপাতালে পাঠানো হয়েছে ৷ এই নিয়ে চলতি বছরে কোটায় 23 জন পড়ুয়ার এহেন মৃত্যুর ঘটনা ঘটল ৷ 2022 সালে কোটায় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এমন 15 জন পড়ুয়া আত্মঘাতী হয়েছিল ৷

একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটেই চলেছে রাজস্থানের কোটায় ৷ এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পড়ুয়ারা পরীক্ষার জন্য তৈরি হতে আসে ৷

আরও পড়ুন: কোটার পড়ুয়াদের আত্মহত্যার প্রবণতা কমাতে পড়ার চাপ কমানোর সুপারিশ বিশেষজ্ঞ কমিটির

কোনও পড়ুয়া একাকিত্ব বোধ করলে এবং মনের কথা বলতে চাইলে স্নেহা ফাউন্ডেশনে 04424640050 নম্বরে ফোন করতে পারেন ৷ এখানে 24 ঘণ্টা যোগাযোগ করা সম্ভব ৷ এছাড়া টাটা ইনস্টিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন 9152987821 নম্বরেও ফোন করা যেতে পারে ৷ এই নম্বরটি সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে ৷

(সংবাদসংস্থা: পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.