পানাজি, 3 অগস্ট : গোয়ায় দুই নাবালিকাকে গণধর্ষণের পর দেশের সবচেয়ে বিখ্যাত পর্যটন কেন্দ্র গোয়ায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এই গণধর্ষণের পর গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant) মন্তব্য করেন, "নাবালিকারা অনেক রাত অবধি বাইরে ছিল ৷ মেয়েরা সঠিক সময়ে বাড়ি ফিরছে কি না তা খেয়াল রাখা উচিত ছিল তাদের বাবা-মায়েদের ৷ তাঁদের কখনওই উচিত হয়নি তাঁদের মেয়েদের এত রাত অবধি বাইরে থাকতে দেওয়া ৷"
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জেরেই বিতর্ক তৈরি হয় ৷ বিরোধীরা গোয়ার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন ৷ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে লক্ষ্য করে পালটা আক্রমণ শানাতে থাকে বিরোধীরা । কর্মরত মহিলারাও গোয়ার আইনশৃঙ্খলা এবং মুখ্যমন্ত্রীর এই বিরূপ মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন । তাঁদের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে গোয়ায় আইনশৃঙ্খলার দায়িত্ব মুখ্যমন্ত্রীর উপরই বর্তায় । কারো উপর দায়িত্ব না চাপিয়ে তা রক্ষা করাই তাঁর নৈতিক দায়িত্ব হওয়া উচিত । প্রসঙ্গত, গত রবিবার গোয়ার সমুদ্র সৈকতে দুই নাবালিকাকে গণধর্ষণ করা হয় ৷
গোয়া দেশের অন্যতম পছন্দের একটি পর্যটন কেন্দ্র । বিদেশ থেকেও পর্যটকরা আসেন এখানে । এমন একটি জায়গায় সমুদ্র সৈকতে নাবালিকাদের গণধর্ষণ এবং তারপর মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্যের পর ক্ষোভ ছড়িয়েছে পর্যটকদের মধ্যেও ৷ তাঁরাও চান, রাজ্যে আসা প্রত্যেক পর্যটকের নিরাপত্তা নিশ্চিত হোক ৷
আরও পড়ুন : #JeeneDo: যাঁরা মহিলাদের নিয়ে অদ্ভুত মন্তব্য করেছেন...