ETV Bharat / bharat

Karnataka Polls 2023: বিজেপি ও কংগ্রেসের বিক্ষুব্ধদের নাম জেডিএসের প্রার্থী তালিকায় - কর্ণাটকে বিধানসভা নির্বাচন

কর্ণাটকের 224টি বিধানসভা আসনের মধ্যে 143টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে জেডিএস ৷ দ্বিতীয় দফায় যে 50 জনের নাম প্রকাশ করা হয়েছে, তাঁদের মধ্যে বেশ কয়েকজন বিজেপি ও কংগ্রেস ছেড়ে আসা বিক্ষুব্ধ নেতা রয়েছেন ৷ বাকি 81টি আসনে আরও অনেক বিক্ষুব্ধের নাম থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কুমারস্বামী ৷

Karnataka Polls 2023
Karnataka Polls 2023
author img

By

Published : Apr 15, 2023, 1:57 PM IST

বেঙ্গালুরু (কর্ণাটক), 15 এপ্রিল: দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল জেডিএস ৷ এই তালিকায় 50 জন প্রার্থীর নাম রয়েছে ৷ সেখানে এমন কয়েকজনকে প্রার্থী করা হয়েছে, যাঁরা টিকিট না পেয়ে সম্প্রতি বিজেপি ও কংগ্রেস ছেড়ে চলে এসেছেন ৷ একই সঙ্গে কর্ণাটকের হাসান বিধানসভা আসনটি নিয়ে যে জল্পনা গত কয়েকদিন ধরে চলছিল, সেই বিষয়টিও এই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে থেমে গিয়েছে ৷ কারণ, সেখানে জেডিএসের তরফে এইচ পি স্বরূপকে প্রার্থী করা হয়েছে ৷ অথচ ওই আসনে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার পুত্রবধূ ভবানী রেভান্নাকে প্রার্থী করা নিয়ে আলোচনা চলছিল এতদিন ধরে ৷

কর্ণাটকে আগামী 10 মে বিধানসভা নির্বাচন ৷ সেদিনই ওই রাজ্যের 224টি আসনে ভোটগ্রহণ হবে ৷ জেডিএস এর আগে 93টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল ৷ এবার তারা আরও 50 জন প্রার্থীর নাম ঘোষণা করল ৷ সব মিলিয়ে তাদের 143টি আসনের প্রার্থী চূড়ান্ত হয়ে গেল ৷ এখনও বাকি 81টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা বাকি আছে ৷ ফলে সেই তালিকায় অন্যদের আরও বেশ কয়েকজন বিদ্রোহীর ঠাঁই হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

অন্যদল থেকে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর দলে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী এ মঞ্জু ৷ তিনি বিজেপি ছেড়ে জেডিএস-এ যোগ দিয়েছেন ৷ তিনি আরকালাগুডু কেন্দ্র থেকে টিকিট পেয়েছেন । মনোহর তহসিলদার কংগ্রেস ছেড়ে এসছেন জেডিএসে ৷ তাঁকে হানাগল কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে ৷ এসএল ঘোটনেকরকে হালিয়া কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে । প্রাক্তন বিধায়ক ডোড্ডাপ্পা গৌড়া শিবলিঙ্গপ্পা গৌড়া শুক্রবার বিজেপি ছেড়ে জেডিএসে যোগ দিয়েছেন ৷ তাঁকে জেওয়ার্গী কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে ৷ গুরুলিঙ্গপ্পা গৌড়াকে প্রার্থী করা হয়েছে শাহাপুর কেন্দ্র থেকে ৷

প্রাক্তন বিধায়ক বীরভদ্রপ্পা হালাহারাভি, যিনি বিজেপি থেকে জেডিএসে এসেছেন, তাঁকে হুবলি-ধারওয়াদ পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে ৷ মায়াকোন্ডা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে না পাওয়া আনন্দপ্পাকে প্রার্থী করা হয়েছে জেডিএসের তরফে । কাদুর কেন্দ্র থেকে ওয়াইএসভি দত্তকে টিকিট দিয়েছে জেডিএস । তিনি কংগ্রেস ছেড়ে এসেছেন ৷

প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী জানিয়েছেন যে বেলগাভি জেলায় অনেক অসন্তুষ্ট লোক জেডিএসে আসবেন ও জেডিএস অসন্তুষ্ট লোকদের টিকিট দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত । তাই জেডিএস বাকি 81 জনের নাম ঘোষণার আগে অন্যদের বিক্ষুব্ধদের উপর নজর রাখতে চায় ৷ জেডিএস সূত্রে খবর, কংগ্রেস ও বিজেপির সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশের দিতে তাকিয়ে রয়েছে জেডিএস ৷ তার পরই তারাও তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ৷

আরও পড়ুন: টিকিট দেয়নি বিজেপি, কংগ্রেসে যোগ দিলেন কর্ণাটকের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী

বেঙ্গালুরু (কর্ণাটক), 15 এপ্রিল: দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল জেডিএস ৷ এই তালিকায় 50 জন প্রার্থীর নাম রয়েছে ৷ সেখানে এমন কয়েকজনকে প্রার্থী করা হয়েছে, যাঁরা টিকিট না পেয়ে সম্প্রতি বিজেপি ও কংগ্রেস ছেড়ে চলে এসেছেন ৷ একই সঙ্গে কর্ণাটকের হাসান বিধানসভা আসনটি নিয়ে যে জল্পনা গত কয়েকদিন ধরে চলছিল, সেই বিষয়টিও এই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে থেমে গিয়েছে ৷ কারণ, সেখানে জেডিএসের তরফে এইচ পি স্বরূপকে প্রার্থী করা হয়েছে ৷ অথচ ওই আসনে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার পুত্রবধূ ভবানী রেভান্নাকে প্রার্থী করা নিয়ে আলোচনা চলছিল এতদিন ধরে ৷

কর্ণাটকে আগামী 10 মে বিধানসভা নির্বাচন ৷ সেদিনই ওই রাজ্যের 224টি আসনে ভোটগ্রহণ হবে ৷ জেডিএস এর আগে 93টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল ৷ এবার তারা আরও 50 জন প্রার্থীর নাম ঘোষণা করল ৷ সব মিলিয়ে তাদের 143টি আসনের প্রার্থী চূড়ান্ত হয়ে গেল ৷ এখনও বাকি 81টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা বাকি আছে ৷ ফলে সেই তালিকায় অন্যদের আরও বেশ কয়েকজন বিদ্রোহীর ঠাঁই হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

অন্যদল থেকে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর দলে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী এ মঞ্জু ৷ তিনি বিজেপি ছেড়ে জেডিএস-এ যোগ দিয়েছেন ৷ তিনি আরকালাগুডু কেন্দ্র থেকে টিকিট পেয়েছেন । মনোহর তহসিলদার কংগ্রেস ছেড়ে এসছেন জেডিএসে ৷ তাঁকে হানাগল কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে ৷ এসএল ঘোটনেকরকে হালিয়া কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে । প্রাক্তন বিধায়ক ডোড্ডাপ্পা গৌড়া শিবলিঙ্গপ্পা গৌড়া শুক্রবার বিজেপি ছেড়ে জেডিএসে যোগ দিয়েছেন ৷ তাঁকে জেওয়ার্গী কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে ৷ গুরুলিঙ্গপ্পা গৌড়াকে প্রার্থী করা হয়েছে শাহাপুর কেন্দ্র থেকে ৷

প্রাক্তন বিধায়ক বীরভদ্রপ্পা হালাহারাভি, যিনি বিজেপি থেকে জেডিএসে এসেছেন, তাঁকে হুবলি-ধারওয়াদ পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে ৷ মায়াকোন্ডা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে না পাওয়া আনন্দপ্পাকে প্রার্থী করা হয়েছে জেডিএসের তরফে । কাদুর কেন্দ্র থেকে ওয়াইএসভি দত্তকে টিকিট দিয়েছে জেডিএস । তিনি কংগ্রেস ছেড়ে এসেছেন ৷

প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী জানিয়েছেন যে বেলগাভি জেলায় অনেক অসন্তুষ্ট লোক জেডিএসে আসবেন ও জেডিএস অসন্তুষ্ট লোকদের টিকিট দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত । তাই জেডিএস বাকি 81 জনের নাম ঘোষণার আগে অন্যদের বিক্ষুব্ধদের উপর নজর রাখতে চায় ৷ জেডিএস সূত্রে খবর, কংগ্রেস ও বিজেপির সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশের দিতে তাকিয়ে রয়েছে জেডিএস ৷ তার পরই তারাও তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ৷

আরও পড়ুন: টিকিট দেয়নি বিজেপি, কংগ্রেসে যোগ দিলেন কর্ণাটকের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.