ETV Bharat / bharat

গ্রেফতার জন অধিকারী পার্টির সুপ্রিমো পাপ্পু যাদব

করোনাবিধি লঙ্ঘন এবং লকডাউন অমান্যের জন্য জন অধিকারী পার্টির সুপ্রিমো পাপ্পু যাদবকে গ্রেফতার করল পটনা পুলিশ ৷

গ্রেফতার জন অধিকারী পার্টির সুপ্রিমো পাপ্পু যাদব
গ্রেফতার জন অধিকারী পার্টির সুপ্রিমো পাপ্পু যাদব
author img

By

Published : May 11, 2021, 1:46 PM IST

বিহার, 11মে : মঙ্গলবার জন অধিকারী পার্টির সুপ্রিমো পাপ্পু যাবদকে গ্রেফতার করল পটনা পুলিশ ৷

মঙ্গলবার এক ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিক বিশাল পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে পাপ্পু যাদবের সরকারি বাসভবনে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে ৷ প্রথমে তাঁকে গৃহবন্দি করা হলেও পরে তাঁকে গান্ধি ময়দান থানায় নিয়ে যাওয়া হয় ৷

ডিএসপি সুরেশ প্রসাদ জানিয়েছেন, লকডাউন অমান্য করার জন্য পাপ্পু যাদবকে গ্রেফতার করা হয়েছে ৷ তিনি অনুমতি ছাড়াই গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছিলেন ৷ তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ "

আরও পড়ুন :অনিল দেশমুখের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ দায়ের ইডির

গ্রেফতারের বিষয়ে পাপ্পু যাদব বলেন, " তারা আপনাদের বলবে, আমি কেন গ্রেফতার হয়েছি ৷ বিগত দেড় মাস ধরে আমি প্রত্যেকটি পরিবারকে সাহায্য করে আসছি ৷ আমি অপারেশন থেকে বেরোনোর পরও এই কাজ চালিয়ে গিয়েছি ৷ সরকার এবং নীতিশবাবুই জানেন এটা কী হচ্ছে ৷ লকডাউন অমান্য করার জন্য গ্রেফতার হয় না ৷"

বিহার, 11মে : মঙ্গলবার জন অধিকারী পার্টির সুপ্রিমো পাপ্পু যাবদকে গ্রেফতার করল পটনা পুলিশ ৷

মঙ্গলবার এক ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিক বিশাল পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে পাপ্পু যাদবের সরকারি বাসভবনে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে ৷ প্রথমে তাঁকে গৃহবন্দি করা হলেও পরে তাঁকে গান্ধি ময়দান থানায় নিয়ে যাওয়া হয় ৷

ডিএসপি সুরেশ প্রসাদ জানিয়েছেন, লকডাউন অমান্য করার জন্য পাপ্পু যাদবকে গ্রেফতার করা হয়েছে ৷ তিনি অনুমতি ছাড়াই গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছিলেন ৷ তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ "

আরও পড়ুন :অনিল দেশমুখের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ দায়ের ইডির

গ্রেফতারের বিষয়ে পাপ্পু যাদব বলেন, " তারা আপনাদের বলবে, আমি কেন গ্রেফতার হয়েছি ৷ বিগত দেড় মাস ধরে আমি প্রত্যেকটি পরিবারকে সাহায্য করে আসছি ৷ আমি অপারেশন থেকে বেরোনোর পরও এই কাজ চালিয়ে গিয়েছি ৷ সরকার এবং নীতিশবাবুই জানেন এটা কী হচ্ছে ৷ লকডাউন অমান্য করার জন্য গ্রেফতার হয় না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.