বেঙ্গালুরু (কর্ণাটক), 17 এপ্রিল: কংগ্রেসে যোগ দেওয়ার পর ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তোপ দাগলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার ৷ তাঁর অভিযোগ, উত্তর কর্ণাটকে বিজেপির সংগঠনকে মজবুত করার জন্য তিনি অনেক অবদান রেখেছিলেন ৷ কিন্তু গত কয়েকদিনে তাঁকে প্রাপ্য সম্মান দেওয়া হয়নি ৷ তাই বিজেপি তাঁকে প্রার্থী না করায় তিনি বিস্মিত হয়েছেন ৷ সেই কারণেই বিজেপি ছেড়ে তিনি কংগ্রেসে যোগদান করেছেন বলে জানিয়েছেন ৷
জগদীশ শেত্তার 1994 সালে প্রথমবার বিধায়ক হন ৷ তখন তাঁর কেন্দ্রের নাম ছিল হুবলি ৷ 2006 সালে ডিলিমিটেশনের পর ওই কেন্দ্রের নাম হয়ে যায় হুবলি-ধরওয়াড় সেন্ট্রাল ৷ কিন্তু তাঁর জয় অব্যাহত ছিল ৷ 2008 সালে ভোটে জেতার পর তাঁকে কর্ণাটক বিধানসভার অধ্যক্ষ করা হয়েছিল ৷ পরে তাঁকে মন্ত্রী করা হয় ৷ 2012 সালে তিনি কর্ণাটকের মুখ্যমন্ত্রী হন ৷ পরের বছর বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে যাওয়ায় তাঁর মুখ্যমন্ত্রিত্ব চলে যায় ৷
তবে সেবারও তিনি ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন ৷ 2018-তেও তিনি জেতেন ৷ 2019 সালে বিজেপি ক্ষমতায় ফেরার পর তাঁকে আবার মন্ত্রী করা হয় ৷ কিন্তু এবার আর তাঁকে প্রার্থী করেনি গেরুয়া শিবির ৷ সেই নিয়ে আক্ষেপ শোনা গিয়েছে জগদীশের গলায় ৷ তিনি জানিয়েছেন যে তিনি ছ’বারের বিধায়ক ৷ প্রতিবারই প্রায় 25 হাজার ভোটে জিতেছেন ৷ এবারও তাঁকে প্রার্থী করা হলে তিনি আবার জিতে সাতবারের বিধায়ক হতেন ৷
তিনি আরও বলেন, ‘‘একটি রাজনৈতিক পরিবার থেকে এসেছি ৷ আমার বাবাও একজন রাজনীতিবিদ ছিলেন । রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত থাকা সত্ত্বেও দল আমাকে কেন উপেক্ষা করল, তা আমি এখনও বুঝতে পারছি না । আমি ক্ষমতা চাইনি । একজন বিধায়ক হিসেবে আমার শক্তি দেখানোর দরকার নেই । কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার আগে যখন কমিটির বৈঠক চলছিল, তখন বিজেপি হাইকমান্ড আমাকে বার্তা দেয় যে আপনি টিকিট পাবেন না ৷’’
তিনি স্পষ্ট করে দিয়েছেন যে দলীয় নেতৃত্বের এই আচরণে তিনি ক্ষুব্ধ ৷ তাঁকে আগে কেন এই বিষয়ে জানানো হল না, সেটাই তাঁর ক্ষোভের মূল কারণ ৷ শেষ মুহূর্তে এভাবে জানানোতে তাঁর আত্মসম্মানে আঘাত লেগেছে বলে দাবি করেছেন তিনি ৷ কংগ্রেসে সেই সম্মান পাবেন আশা করেই তিনি এসেছেন বলে জানিয়েছেন দক্ষিণ ভারতের এই রাজনীতিবিদ ৷
আরও পড়ুন: কংগ্রেসে যোগ দিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার