ETV Bharat / bharat

Jagdeep Dhankhar writes to Sukhendu Sekhar Roy : বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে সুখেন্দুশেখরকে জবাবি চিঠি ধনকড়ের - বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি

বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি (BSF Jurisdiction Extension) নিয়ে সুখেন্দুশেখর রায়কে জবাবি চিঠি পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar writes letter to Sukhendu Sekhar Roy) ৷ সম্প্রতি এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন রাজ্যপাল ৷ তার জবাবে পাল্টা একটি কড়া চিঠি পাঠান সুখেন্দুশেখর ৷ সোমবার তারই উত্তর দেন ধনকড় ৷

jagdeep dhankhar letter to sukhendu sekhar roy on bsf jurisdiction extension
Jagdeep Dhankhar letter to Sukhendu Sekhar Roy : বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে সুখেন্দুশেখরকে জবাবি চিঠি ধনকড়ের
author img

By

Published : Dec 13, 2021, 9:15 PM IST

কলকাতা, 13 ডিসেম্বর : বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি (BSF Jurisdiction Extension) নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত ৷ সোমবার এ নিয়ে আবারও পত্রবোমা ছুড়লেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ রাজ্যসভায় তৃণমূলের মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায়কে তাঁরই লেখা চিঠির জবাব দিলেন পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান (Jagdeep Dhankhar writes to Sukhendu Sekhar Roy) ৷ পাশাপাশি, এদিনই দিল্লিতে বিএসএফ-এর ডিজি পঙ্কজ কুমার সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি (Director General of BSF Pankaj Kumar Singh meets Jagdeep Dhankhar) ৷

আরও পড়ুন : Jagdeep Dhankhar on BSF: বিএসএফ ও পুলিশের মধ্যে সংঘাতের পরিবেশ তৈরি করছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ রাজ্যপালের

সম্প্রতি পশ্চিমবঙ্গ, অসম এবং পঞ্জাবে বিএসএফ-এর কাজের পরিধি (Jurisdiction) সীমান্ত লাগোয়া এলাকায় 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হয় ৷ যার প্রতিবাদে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee opposes BSF Jurisdiction Extension) ৷ এমনকী, দিন কয়েক আগে উত্তর দিনাজপুরে আয়োজিত একটি প্রশাসনিক সভায় এ নিয়ে জেলা প্রশাসন ও পুলিশের কর্তাদের সতর্ক থাকারও নির্দেশ দেন তিনি ৷ বিএসএফ গ্রামে ঢুকে এক্তিয়ার বহির্ভূত কোনও কাজ করছে কিনা, কোথাও অনুমতি ছাড়াই ঢুকে পড়ছে কিনা, সেদিকে নজর রাখতে বলেন মমতা ৷

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসকদলের সর্বময় নেত্রীর এমন মন্তব্যের কড়া সমালোচনা করে গেরুয়া শিবির ৷ মাঠে নামেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ বিজেপির বক্তব্য, মমতার আচরণে পুলিশ-বিএসএফ বিভেদ ও বিবাদ বাড়বে ৷ মমতা নিজেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলছেন ৷ পুলিশ এবং বিএসএফ দু’টোই এই কাঠামোর অন্তর্গত ৷ অথচ মমতা তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ বিজেপি-র ৷ প্রায় একই সুর শোনা যায় রাজ্যপাল জগদীপ ধনকড়ের গলাতেও ৷ এমনকী, এ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও লেখেন তিনি ৷ সেই চিঠির জবাবে পাল্টা রাজ্যপালকেই তাঁর সাংবিধানিক অধিকার এবং দায়িত্ব মনে করিয়ে দেন সুখেন্দুশেখর ৷

এদিন সুখেন্দুশেখরের পাঠানো চিঠির জবাব দেন রাজ্যপাল ৷ তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক যেভাবে কড়া ভাষায় তাঁকে পত্রাঘাত করেছেন, তাতে কার্যত বিস্ময় প্রকাশ করেন ধনকড় ৷ তিনি জানান, বিএসএফ ইস্যুতে সুখেন্দুশেখর যা যা বলার চেষ্টা করেছেন, তা তাঁর পক্ষে মেনে নেওয়া কঠিন ৷ আইনত এবং বাস্তব পরিস্থিতির প্রেক্ষিতে সুখেন্দুশেখরের অবস্থান সমর্থনযোগ্য নয় বলেই মনে করেন রাজ্যপাল ৷ এমনকী, গত 10 ডিসেম্বরের চিঠিতে তিনি যে বিষয়টিতে জোর দিয়েছিলেন সুখেন্দুশেখর তাকে কোনও গুরুত্বই দেননি বলে অভিযোগ ধনকড়ের ৷

আরও পড়ুন : CM Mamata on BSF : বিএসএফের উপর নজর রাখতে পুলিশ-প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যপাল মনে করছেন, যেভাবে সীমান্ত লাগোয়া সংবেদনশীল এলাকাগুলিতে আয়োজিত সরকারি বৈঠকে মুখ্যমন্ত্রী বিএসএফ সংক্রান্ত ইস্যু নিয়ে মুখ খুলছেন, তা অত্যন্ত উদ্বেগের ৷ নিজের সেই উদ্বেগের কথা আগেই জানিয়েছেন রাজ্যপাল ৷ কিন্তু, এখনও তার কোনও জবাব আসেনি বলে আক্ষেপ করেছেন তিনি ৷ তাঁর বার্তা, জাতীয় নিরাপত্তা সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু ৷ এক্ষেত্রে কেন্দ্র-রাজ্যকে একযোগে কাজ করতে হবে ৷ বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ধনকড় ৷ সবশেষে রাজ্যপাল আশাপ্রকাশ করেছেন, রাজ্যের মানুষের কল্যাণে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে সবপক্ষকে যে একজোট হতে হবে, সেই বিষয়ে নিশ্চয় তাঁর সঙ্গে সহমত হবেন তৃণমূলের প্রবীণ সাংসদ সুখেন্দুশেখর রায় ৷ এবার রাজ্যপালের এই চিঠির জবাব শুখেন্দুশেখর দেন কিনা, তার উত্তর দেবে সময় ৷

কলকাতা, 13 ডিসেম্বর : বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি (BSF Jurisdiction Extension) নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত ৷ সোমবার এ নিয়ে আবারও পত্রবোমা ছুড়লেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ রাজ্যসভায় তৃণমূলের মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায়কে তাঁরই লেখা চিঠির জবাব দিলেন পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান (Jagdeep Dhankhar writes to Sukhendu Sekhar Roy) ৷ পাশাপাশি, এদিনই দিল্লিতে বিএসএফ-এর ডিজি পঙ্কজ কুমার সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি (Director General of BSF Pankaj Kumar Singh meets Jagdeep Dhankhar) ৷

আরও পড়ুন : Jagdeep Dhankhar on BSF: বিএসএফ ও পুলিশের মধ্যে সংঘাতের পরিবেশ তৈরি করছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ রাজ্যপালের

সম্প্রতি পশ্চিমবঙ্গ, অসম এবং পঞ্জাবে বিএসএফ-এর কাজের পরিধি (Jurisdiction) সীমান্ত লাগোয়া এলাকায় 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হয় ৷ যার প্রতিবাদে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee opposes BSF Jurisdiction Extension) ৷ এমনকী, দিন কয়েক আগে উত্তর দিনাজপুরে আয়োজিত একটি প্রশাসনিক সভায় এ নিয়ে জেলা প্রশাসন ও পুলিশের কর্তাদের সতর্ক থাকারও নির্দেশ দেন তিনি ৷ বিএসএফ গ্রামে ঢুকে এক্তিয়ার বহির্ভূত কোনও কাজ করছে কিনা, কোথাও অনুমতি ছাড়াই ঢুকে পড়ছে কিনা, সেদিকে নজর রাখতে বলেন মমতা ৷

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসকদলের সর্বময় নেত্রীর এমন মন্তব্যের কড়া সমালোচনা করে গেরুয়া শিবির ৷ মাঠে নামেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ বিজেপির বক্তব্য, মমতার আচরণে পুলিশ-বিএসএফ বিভেদ ও বিবাদ বাড়বে ৷ মমতা নিজেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলছেন ৷ পুলিশ এবং বিএসএফ দু’টোই এই কাঠামোর অন্তর্গত ৷ অথচ মমতা তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ বিজেপি-র ৷ প্রায় একই সুর শোনা যায় রাজ্যপাল জগদীপ ধনকড়ের গলাতেও ৷ এমনকী, এ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও লেখেন তিনি ৷ সেই চিঠির জবাবে পাল্টা রাজ্যপালকেই তাঁর সাংবিধানিক অধিকার এবং দায়িত্ব মনে করিয়ে দেন সুখেন্দুশেখর ৷

এদিন সুখেন্দুশেখরের পাঠানো চিঠির জবাব দেন রাজ্যপাল ৷ তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক যেভাবে কড়া ভাষায় তাঁকে পত্রাঘাত করেছেন, তাতে কার্যত বিস্ময় প্রকাশ করেন ধনকড় ৷ তিনি জানান, বিএসএফ ইস্যুতে সুখেন্দুশেখর যা যা বলার চেষ্টা করেছেন, তা তাঁর পক্ষে মেনে নেওয়া কঠিন ৷ আইনত এবং বাস্তব পরিস্থিতির প্রেক্ষিতে সুখেন্দুশেখরের অবস্থান সমর্থনযোগ্য নয় বলেই মনে করেন রাজ্যপাল ৷ এমনকী, গত 10 ডিসেম্বরের চিঠিতে তিনি যে বিষয়টিতে জোর দিয়েছিলেন সুখেন্দুশেখর তাকে কোনও গুরুত্বই দেননি বলে অভিযোগ ধনকড়ের ৷

আরও পড়ুন : CM Mamata on BSF : বিএসএফের উপর নজর রাখতে পুলিশ-প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যপাল মনে করছেন, যেভাবে সীমান্ত লাগোয়া সংবেদনশীল এলাকাগুলিতে আয়োজিত সরকারি বৈঠকে মুখ্যমন্ত্রী বিএসএফ সংক্রান্ত ইস্যু নিয়ে মুখ খুলছেন, তা অত্যন্ত উদ্বেগের ৷ নিজের সেই উদ্বেগের কথা আগেই জানিয়েছেন রাজ্যপাল ৷ কিন্তু, এখনও তার কোনও জবাব আসেনি বলে আক্ষেপ করেছেন তিনি ৷ তাঁর বার্তা, জাতীয় নিরাপত্তা সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু ৷ এক্ষেত্রে কেন্দ্র-রাজ্যকে একযোগে কাজ করতে হবে ৷ বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ধনকড় ৷ সবশেষে রাজ্যপাল আশাপ্রকাশ করেছেন, রাজ্যের মানুষের কল্যাণে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে সবপক্ষকে যে একজোট হতে হবে, সেই বিষয়ে নিশ্চয় তাঁর সঙ্গে সহমত হবেন তৃণমূলের প্রবীণ সাংসদ সুখেন্দুশেখর রায় ৷ এবার রাজ্যপালের এই চিঠির জবাব শুখেন্দুশেখর দেন কিনা, তার উত্তর দেবে সময় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.