ETV Bharat / bharat

Mamata to Visit Jagannath Temple: মমতার দর্শনের পরেই বুধে 4 ঘণ্টার জন্য বন্ধ পুরীর জগন্নাথ মন্দির, কিন্ত কেন ?

বুধবার রাত 8টা নাগাদ পুরীর জগন্নাথ মন্দিরে যাওয়ার কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ মন্দির কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে, এদিন মমতার মন্দির দর্শনের পর বন্ধ রাখা হবে এই মন্দির (Puri Jagannath Temple) ৷

ETV Bharat
জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Mar 22, 2023, 4:29 PM IST

Updated : Mar 22, 2023, 4:52 PM IST

পুরী, 22 মার্চ: বর্তমানে ওড়িশা সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পূর্ব ঘোষিত সূচি মেনে বুধবার রাত 8টা নাগাদ তাঁর পুরীর জগন্নাথ মন্দিরে যাওয়ার কথা ৷ দ্বাদশ শতাব্দীতে নির্মিত এই মন্দির কর্তৃপক্ষের একটা সূত্রে জানানো হয়েছে, এদিন মমতার মন্দির দর্শনের পর ঘণ্টা চারেকের জন্য বন্ধ থাকবে মন্দিরটি ৷ একটি বিশেষ প্রথা পালনের জন্য সেই সময়ে মন্দিরটি বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে (Mamata Banerjee to Visit Jagannath Temple) ৷

যদিও মমতা বন্দ্যোপাধ্যায় যখন জগন্নাথ মন্দিরে থাকবেন তখন মন্দিরটি সাধারণ ভক্তদের জন্যও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ ৷ উল্লেখ্য, মমতা বরাবরই নিজেকে জগন্নাথ দেবের একজন বড় ভক্ত বলে দাবি করে থাকেন ৷ এবার তাঁর ওড়িশা সফরে তাই পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির দর্শনের কর্মসূচিও রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী (Jagannath Temple Puri) ৷ মন্দিরে এক ঘণ্টা থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

জানা গিয়েছে, জগন্নাথ মন্দিরে জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্রের দর্শনের পাশাপাশি মন্দিরের পতাকা উত্তোলন প্রথারও সাক্ষী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মন্দিরের সিংহ দুয়ারে এদিন মমতাকে স্বাগত জানাবেন মন্দির কর্তৃপক্ষ ৷ মন্দিরের এক কর্মী জানিয়েছেন, কোনও ভিআইপি এই মন্দিরে এলেও সেসময় জনসাধারণের জন্য মন্দিরের গেট বন্ধ রাখা হয় না ৷ এবারও তা হবে না ৷ তবে নিয়ম মেনে মুখ্যমন্ত্রীর জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে ৷

আরও পড়ুন: কেন্দ্রের বিরুদ্ধে মমতার ধরনার দিনেই ডিএ ইস্যুতে গণ ছুটিতে সরকারি কর্মচারীরা

জানা গিয়েছে, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির দর্শন করে চলে যাওয়ার পর সেখানে 'বাঁকা লাগি' বা 'শ্রীমুখ শ্রীঙ্গার' প্রথা পালন করা হবে ৷ এই সময়ে দেব মূর্তি পরিষ্কার করে মূর্তিগুলির পুরনো রূপ ফিরিয়ে দেওয়া হবে ৷ নিয়ম অনুযায়ী চৈত্র মাসের প্রতিপদ তিথিতে এই বিশেষ ধর্মীয় প্রথা পালন করা হয় ৷ নিভৃতেই এই পর্ব চলে ৷ বছরে সাত থেকে আটবার এই প্রথা পালন করা হয়ে থাকে ৷

পুরী, 22 মার্চ: বর্তমানে ওড়িশা সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পূর্ব ঘোষিত সূচি মেনে বুধবার রাত 8টা নাগাদ তাঁর পুরীর জগন্নাথ মন্দিরে যাওয়ার কথা ৷ দ্বাদশ শতাব্দীতে নির্মিত এই মন্দির কর্তৃপক্ষের একটা সূত্রে জানানো হয়েছে, এদিন মমতার মন্দির দর্শনের পর ঘণ্টা চারেকের জন্য বন্ধ থাকবে মন্দিরটি ৷ একটি বিশেষ প্রথা পালনের জন্য সেই সময়ে মন্দিরটি বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে (Mamata Banerjee to Visit Jagannath Temple) ৷

যদিও মমতা বন্দ্যোপাধ্যায় যখন জগন্নাথ মন্দিরে থাকবেন তখন মন্দিরটি সাধারণ ভক্তদের জন্যও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ ৷ উল্লেখ্য, মমতা বরাবরই নিজেকে জগন্নাথ দেবের একজন বড় ভক্ত বলে দাবি করে থাকেন ৷ এবার তাঁর ওড়িশা সফরে তাই পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির দর্শনের কর্মসূচিও রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী (Jagannath Temple Puri) ৷ মন্দিরে এক ঘণ্টা থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

জানা গিয়েছে, জগন্নাথ মন্দিরে জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্রের দর্শনের পাশাপাশি মন্দিরের পতাকা উত্তোলন প্রথারও সাক্ষী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মন্দিরের সিংহ দুয়ারে এদিন মমতাকে স্বাগত জানাবেন মন্দির কর্তৃপক্ষ ৷ মন্দিরের এক কর্মী জানিয়েছেন, কোনও ভিআইপি এই মন্দিরে এলেও সেসময় জনসাধারণের জন্য মন্দিরের গেট বন্ধ রাখা হয় না ৷ এবারও তা হবে না ৷ তবে নিয়ম মেনে মুখ্যমন্ত্রীর জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে ৷

আরও পড়ুন: কেন্দ্রের বিরুদ্ধে মমতার ধরনার দিনেই ডিএ ইস্যুতে গণ ছুটিতে সরকারি কর্মচারীরা

জানা গিয়েছে, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির দর্শন করে চলে যাওয়ার পর সেখানে 'বাঁকা লাগি' বা 'শ্রীমুখ শ্রীঙ্গার' প্রথা পালন করা হবে ৷ এই সময়ে দেব মূর্তি পরিষ্কার করে মূর্তিগুলির পুরনো রূপ ফিরিয়ে দেওয়া হবে ৷ নিয়ম অনুযায়ী চৈত্র মাসের প্রতিপদ তিথিতে এই বিশেষ ধর্মীয় প্রথা পালন করা হয় ৷ নিভৃতেই এই পর্ব চলে ৷ বছরে সাত থেকে আটবার এই প্রথা পালন করা হয়ে থাকে ৷

Last Updated : Mar 22, 2023, 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.