ETV Bharat / bharat

Inter Caste Marriage: অসবর্ণে বিয়ে দিয়ে বিপাকে পুরোহিত, 'প্রাণনাশের হুমকি পেয়ে' দ্বারস্থ পুলিশের

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলির (Bareilly) অগস্ত্য মুনি আশ্রমের (Agastya Muni Ashram) এক পুরোহিতকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ! তাঁর দাবি, অসবর্ণে বিয়ে (Inter Caste Marriage) দেওয়াতেই এমন ঘটনা ঘটেছে ৷

author img

By

Published : Dec 15, 2022, 2:07 PM IST

Updated : Dec 15, 2022, 2:19 PM IST

Inter Caste Marriage Priest from Agastya Muni Ashram of Bareilly seeks Protection after receiving threatening calls
Inter Caste Marriage: অসবর্ণে বিয়ে দিয়ে বিপাকে পুরোহিত, 'প্রাণনাশের হুমকি পেয়ে' দ্বারস্থ পুলিশের

বরেলি, 15 ডিসেম্বর: নিরাপত্তা চেয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেন এক পুরোহিত (Priest) ৷ তাঁর দাবি, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে ৷ ওই পুরোহিত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলির (Bareilly) অগস্ত্য মুনি আশ্রমের (Agastya Muni Ashram) সদস্য ৷ গত কয়েক বছর ধরে 64 জোড়ারও বেশি পাত্রপাত্রীর বিয়ে দিয়েছিলেন তিনি ৷ ওই পাত্রপাত্রীরা ভিন্ন ধর্মের মানুষকে বিয়ে করেছিলেন ৷ তার জেরেই তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে মনে করছেন ওই পুরোহিত ৷

ইতিমধ্যেই বরেলির সিনিয়র পুলিশ সুপার (Senior Superintendent of Police) অখিলেশ চৌরাসিয়ার (Akhilesh Chaurasia) সঙ্গে সাক্ষাৎ করেছেন ওই পুরোহিত ৷ তিনি জানিয়েছেন, গত ছ'বছর ধরে ভিন্ন ধর্মের অসংখ্য পাত্রপাত্রীর মধ্যে বিয়ে (Inter Caste Marriage) দিয়েছেন তিনি ৷ গত ছ'বছরে সংখ্য়াটা 64 জোড়ারও বেশি ৷ এমনকী, চলতি বছরই এমন 20 জোড়া পাত্রপাত্রীর বিয়ে দিয়েছেন তিনি ৷ তার জেরেই গত কয়েকদিন ধরে তাঁকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন ওই পুরোহিত ৷

আরও পড়ুন: দুই কুকুরছানার লেজ ও কান কেটে মদের চাট বানাল দুই মাতাল !

পুরোহিতের দাবি, সম্প্রতি কয়েকজন যুবক রাস্তায় তাঁকে ঘিরে ধরেন ৷ তাঁকে নানাভাবে ভয় দেখান ৷ সেদিন কোনও মতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসেন তিনি ৷ কিন্তু, তারপর থেকেই ফোনে তাঁকে হুমকি দেওয়া শুরু হয় ৷ পুরোহিতের অভিযোগ, 'প্রাইভেট' নম্বর থেকে তাঁর মোবাইলে 'কল' করা হচ্ছে ৷ সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে পুরোহিত বলেন, "আমার উপর যেকোনও সময় হামলা করা হতে পারে ৷ তাই আমি পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছি ৷"

তবে, এই ঘটনায় ধর্মান্তর করানোরও অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট পুরোহিতের বিরুদ্ধে ৷ বস্তুত, তিনিও সেকথা স্বীকার করেছেন ৷ যদিও তাঁর দাবি, সাধারণ রীতিনীতি অনুসারেই বিয়ের ঠিক আগের মুহূর্তে ওই পাত্রীদের ধর্ম বদলে যায় ! এই প্রসঙ্গে এসএসপি বলেন, "আমি ইতিমধ্যেই ওই পুরোহিতের আবেদন স্থানীয় গোয়েন্দা বিভাগের সার্কেল অফিসারকে পাঠিয়ে দিয়েছি ৷ তাঁদের বলেছি, তাঁরা যেন গোটা ঘটনার তদন্ত করে আমাদের কাছে তার রিপোর্ট পাঠান ৷ ওই পুরোহিতকে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হবে কিনা, তা এই তদন্ত রিপোর্টের উপরই নির্ভর করছে ৷"

বরেলি, 15 ডিসেম্বর: নিরাপত্তা চেয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেন এক পুরোহিত (Priest) ৷ তাঁর দাবি, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে ৷ ওই পুরোহিত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলির (Bareilly) অগস্ত্য মুনি আশ্রমের (Agastya Muni Ashram) সদস্য ৷ গত কয়েক বছর ধরে 64 জোড়ারও বেশি পাত্রপাত্রীর বিয়ে দিয়েছিলেন তিনি ৷ ওই পাত্রপাত্রীরা ভিন্ন ধর্মের মানুষকে বিয়ে করেছিলেন ৷ তার জেরেই তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে মনে করছেন ওই পুরোহিত ৷

ইতিমধ্যেই বরেলির সিনিয়র পুলিশ সুপার (Senior Superintendent of Police) অখিলেশ চৌরাসিয়ার (Akhilesh Chaurasia) সঙ্গে সাক্ষাৎ করেছেন ওই পুরোহিত ৷ তিনি জানিয়েছেন, গত ছ'বছর ধরে ভিন্ন ধর্মের অসংখ্য পাত্রপাত্রীর মধ্যে বিয়ে (Inter Caste Marriage) দিয়েছেন তিনি ৷ গত ছ'বছরে সংখ্য়াটা 64 জোড়ারও বেশি ৷ এমনকী, চলতি বছরই এমন 20 জোড়া পাত্রপাত্রীর বিয়ে দিয়েছেন তিনি ৷ তার জেরেই গত কয়েকদিন ধরে তাঁকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন ওই পুরোহিত ৷

আরও পড়ুন: দুই কুকুরছানার লেজ ও কান কেটে মদের চাট বানাল দুই মাতাল !

পুরোহিতের দাবি, সম্প্রতি কয়েকজন যুবক রাস্তায় তাঁকে ঘিরে ধরেন ৷ তাঁকে নানাভাবে ভয় দেখান ৷ সেদিন কোনও মতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসেন তিনি ৷ কিন্তু, তারপর থেকেই ফোনে তাঁকে হুমকি দেওয়া শুরু হয় ৷ পুরোহিতের অভিযোগ, 'প্রাইভেট' নম্বর থেকে তাঁর মোবাইলে 'কল' করা হচ্ছে ৷ সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে পুরোহিত বলেন, "আমার উপর যেকোনও সময় হামলা করা হতে পারে ৷ তাই আমি পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছি ৷"

তবে, এই ঘটনায় ধর্মান্তর করানোরও অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট পুরোহিতের বিরুদ্ধে ৷ বস্তুত, তিনিও সেকথা স্বীকার করেছেন ৷ যদিও তাঁর দাবি, সাধারণ রীতিনীতি অনুসারেই বিয়ের ঠিক আগের মুহূর্তে ওই পাত্রীদের ধর্ম বদলে যায় ! এই প্রসঙ্গে এসএসপি বলেন, "আমি ইতিমধ্যেই ওই পুরোহিতের আবেদন স্থানীয় গোয়েন্দা বিভাগের সার্কেল অফিসারকে পাঠিয়ে দিয়েছি ৷ তাঁদের বলেছি, তাঁরা যেন গোটা ঘটনার তদন্ত করে আমাদের কাছে তার রিপোর্ট পাঠান ৷ ওই পুরোহিতকে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হবে কিনা, তা এই তদন্ত রিপোর্টের উপরই নির্ভর করছে ৷"

Last Updated : Dec 15, 2022, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.