ETV Bharat / bharat

মেঘালয়ে 14 দিন ধরে খনিতে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে ভারতীয় নৌবাহিনী - ROV

ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের (NGT) নির্দেশ অনুযায়ী বেআইনি কয়লা খনি নিষিদ্ধ মেঘালয়ে ৷ তাও চলছে এই কারবার ৷ 30 মে একটি বিস্ফোরণে জলপ্লাবিত হয়ে যায় এমনই বেআইনি কয়লা খনি ৷ 14 দিন ধরে সেখানে আটকে রয়েছেন অন্ততপক্ষে 5 জন ৷

শ্রমিকদের উদ্ধারে ভারতীয় নৌবাহিনী
শ্রমিকদের উদ্ধারে ভারতীয় নৌবাহিনী
author img

By

Published : Jun 14, 2021, 10:39 AM IST

শিলং, 14 জুন : অবৈধ খনিতে আটকে থাকা 5 জন শ্রমিককে উদ্ধার করতে রবিবার ভারতীয় নৌসেনার একটি দল পৌঁছাল মেঘালয়ে ৷ 30 মে ডিনামাইট বিস্ফোরণের ফলে পূর্ব জয়ন্তিয়া হিল জেলার উমপ্লেঙ্গ-এর খনিটি জলপ্লাবিত হয়ে যায় ৷ জল বের করার প্রক্রিয়া শুরু করলেও বৃষ্টিতে ফের জলের মাত্রা বেড়ে যায় ৷ ফলে আটকে যায় উদ্ধারকার্য ৷

শনিবার রাতে রিমোটলি অপারেটেড ভেহিকল (ROV)-সহ বিশেষ কিছু যন্ত্র নিয়ে নৌবাহিনীর একটি দল খেলিয়েরিহাটে ঘটনাস্থলেই একটি ক্যাম্প তৈরি করে ৷ জেলার ডেপুটি কমিশনার ই কারমালকি জানিয়েছেন, নৌবাহিনীর কর্মীরা খনির ভিতরে জলের গভীরতা মাপার কাজ করছেন ৷ নৌবাহিনী ছাড়াও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর 60 জন কর্মী-সহ জেলার অন্যান্য দফতরের বেশ কিছু কর্মী এই উদ্ধার কাজে নেমেছেন ৷ তাঁরা সবাই অপেক্ষা করছেন, কখন 152 মিটার গভীর খনির জলের স্তর 10 মিটার কমবে ৷

আরও পড়ুন : বাদুড়ের দেহে 24 নয়া প্রজাতির করোনা ভাইরাসের সন্ধান দিলেন চিনা বিজ্ঞানীরা

জেলা প্রশাসন অন্তপক্ষে 5 জন আটকে থাকা কর্মীকে চিহ্নিত করেছে ৷ তাঁদের মধ্যে 4 জন অসমের আর একজন ত্রিপুরার বাসিন্দা ৷ 2014 সালে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের (NGT) নির্দেশ অনুযায়ী যেখানে সেখানে মাটি খুঁড়ে কয়লা খনি তৈরি করা নিষিদ্ধ ৷ এনজিটি লঙ্ঘন করার অভিযোগে পুলিশ এই কয়লা খনির মালিককে গ্রেফতার করেছে ৷

শিলং, 14 জুন : অবৈধ খনিতে আটকে থাকা 5 জন শ্রমিককে উদ্ধার করতে রবিবার ভারতীয় নৌসেনার একটি দল পৌঁছাল মেঘালয়ে ৷ 30 মে ডিনামাইট বিস্ফোরণের ফলে পূর্ব জয়ন্তিয়া হিল জেলার উমপ্লেঙ্গ-এর খনিটি জলপ্লাবিত হয়ে যায় ৷ জল বের করার প্রক্রিয়া শুরু করলেও বৃষ্টিতে ফের জলের মাত্রা বেড়ে যায় ৷ ফলে আটকে যায় উদ্ধারকার্য ৷

শনিবার রাতে রিমোটলি অপারেটেড ভেহিকল (ROV)-সহ বিশেষ কিছু যন্ত্র নিয়ে নৌবাহিনীর একটি দল খেলিয়েরিহাটে ঘটনাস্থলেই একটি ক্যাম্প তৈরি করে ৷ জেলার ডেপুটি কমিশনার ই কারমালকি জানিয়েছেন, নৌবাহিনীর কর্মীরা খনির ভিতরে জলের গভীরতা মাপার কাজ করছেন ৷ নৌবাহিনী ছাড়াও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর 60 জন কর্মী-সহ জেলার অন্যান্য দফতরের বেশ কিছু কর্মী এই উদ্ধার কাজে নেমেছেন ৷ তাঁরা সবাই অপেক্ষা করছেন, কখন 152 মিটার গভীর খনির জলের স্তর 10 মিটার কমবে ৷

আরও পড়ুন : বাদুড়ের দেহে 24 নয়া প্রজাতির করোনা ভাইরাসের সন্ধান দিলেন চিনা বিজ্ঞানীরা

জেলা প্রশাসন অন্তপক্ষে 5 জন আটকে থাকা কর্মীকে চিহ্নিত করেছে ৷ তাঁদের মধ্যে 4 জন অসমের আর একজন ত্রিপুরার বাসিন্দা ৷ 2014 সালে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের (NGT) নির্দেশ অনুযায়ী যেখানে সেখানে মাটি খুঁড়ে কয়লা খনি তৈরি করা নিষিদ্ধ ৷ এনজিটি লঙ্ঘন করার অভিযোগে পুলিশ এই কয়লা খনির মালিককে গ্রেফতার করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.