শ্রীনগর, 28 ডিসেম্বর: রেকর্ডভাঙা তুষারপাতের সাক্ষী ভূস্বর্গ ৷ যার জেরে বিপর্যস্ত কাশ্মীরের জনজীবন, ব্যাহত যান চলাচল ৷ বহু পর্যটক হোটেলবন্দি ৷ শ্রীনগর বিমানবন্দর থেকে শনিবার সমস্ত বিমান বাতিল করে দেওয়া হয়েছে ৷ ব্যাহত ট্রেন চলাচল ৷
তিন ইঞ্চি পুরু বরফ জমেছে শ্রীনগরে রাস্তায়। পাশাপাশি তুষারপাত হয়েছে গান্ডেরওয়াল, অনন্তনাগ, কুলগাঁও, সোপিয়ান এবং পুলওয়ামা জেলাতেও। গুলমার্গের জনপ্রিয় স্কি রিসর্ট এবং সোনমার্গ ও পহেলগাঁওয়ের পর্যটন স্থলগুলি বরফে ঢাকা পড়েছে। রাস্তায় রাস্তায় গাড়ি দাঁড়িয়ে রয়েছে ৷
কাশ্মীরে যাতায়াতের অন্যতম প্রধান রাস্তা শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক এবং মোগল রোড বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বরফ সরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করেছে প্রশাসন ৷
এদিকে, শ্রীনগরে বিমানবন্দরটি সাধারণত দিনে 70টি ফ্লাইট ওঠানামা করে ৷ আজ সবই বন্ধ ৷ বিমান বন্দরের তরফে পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীদের কাছ থেকে ক্ষমা চাওয়া হয়েছে ৷ একইভাবে বানিহাল-বারামুল্লা সেকশনে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে রেল ট্র্যাকে ভারী বরফ জমে যাওয়ার কারণে ৷
রেল আধিকারিকরা জানিয়েছেন, লাইনে পুরু বরফ জমে রয়েছে ৷ পাশাপাশি, ক্রমাগত তুষারপাতের কারণে, বানিহাল-বারামুল্লা বিভাগে ট্রেন পরিষেবা শনিবার বিকেল পর্যন্ত বন্ধ থাকবে ৷
In Kashmir region , 41 feeders at 33 KV level and 739 feeders at 11kv level are down.
— Omar Abdullah (@OmarAbdullah) December 28, 2024
None at 132kv or 220 level.
Restoration work is underway and more than 90% feeders are expected to be up and functional be evening today.
I’m in regular touch with the PDD team to monitor…
অন্যদিকে, তুষারপাতের ফলে উপত্যকার বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এক্সে জানিয়েছেন তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তাঁর দফতর দক্ষিণ কাশ্মীরের প্রশাসনের সঙ্গে অনবরত যোগাযোগ রেখেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলেই জানিয়েছেন তিনি। এক্সে তিনি লেখেন, "জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত গাড়ি চালিয়ে গিয়েছি। বানিহাল থেকে শ্রীনগর পর্যন্ত তুষারপাত পেয়েছি। অবস্থা শোচনীয়।"
আগামী 6 জানুয়ারি পর্যন্ত আবহাওয়া দফতরের পূর্বাভাস-
- 29 থেকে 31 ডিসেম্বর, আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে ৷
- 1 ও 2 জানুয়ারি, বিভিন্ন এলাকায় হালকা তুষারপাত হবে ৷ আকাশ সাধারণত মেঘলা থাকবে ৷
- 3-6 জানুয়ারি, কাশ্মীরর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি তুষারপাত হবে ৷