ETV Bharat / state

ডেলোয় ভয়াবহ অগ্নিকাণ্ড, নেভাতে নামল সেনা - FIRE IN KALIMPONG

শনিবার দুপুরে ডেলো ফাটকের কাছে আগুন লাগার ঘটনাটি ঘটে ৷ আগুনে 50 লক্ষ টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের ৷

fire in kalimpong
কালিম্পংয়ের ডেলোয় ভর দুপুরে বিধ্বংসী আগুন (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 15 hours ago

Updated : 14 hours ago

কালিম্পং, 28 ডিসেম্বর: কালিম্পংয়ের ডেলোয় ভয়াবহ অগ্নিকাণ্ড । আগুন নিয়ন্ত্রণে নামাতে হয় সেনাবাহিনী ৷ যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই । তবে আগুনে পুড়ে খাক ছয়টি দোকান ও বাড়ি । আগুনের ফলে অন্তত 50 লক্ষ টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার কালিম্পংয়ের জাতীয় সড়কের পাশে ডেলো ফাটকের কাছে ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন । তবে দমকলের কয়েক ঘণ্টার প্রচেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি । শেষে আগুন নেভাতে ময়দানে নামতে হয় সেনাকে ।

দাউ দাউ করে জ্বলছে দোকান ও বাড়ি (ইটিভি ভারত)

আগুনে পুড়ে গিয়েছে একটি ফার্নিচারের দোকান, একটি ঝাড়ুর গুদাম ও একটি কাবারিখানার দোকান । বাকি ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে বাড়ি । প্রথমে কাবারিখানার দোকানে আগুন লাগে । পরে ওই দোকান থেকেই আশেপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিম্পং থানার পুলিশ ।

পাশাপাশি দমকলের দু’টো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় । তারা পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে । কিন্তু প্রায় তিন ঘণ্টা পার হওয়ার পরেও আগুন নিয়ন্ত্রণে না-আসায় খবর দেওয়া সেনাবাহিনীতে । খবর পাওয়ামাত্র সেনাবাহিনী তাদের একটি ইঞ্জিন নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে । পরে দমকলের আরও একটি ইঞ্জিন আনা হয় । বর্তমানে আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে ৷

fire in kalimpong
ডেলো ফাটকের কাছে অগ্নিকাণ্ড (নিজস্ব ছবি)

এই বিষয়ে কালিম্পংয়ের জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি বলেন, "ছয়টি দোকান সম্পূর্ণ ক্ষতি হয়েছে । তবে কোনও আহত বা নিহত নেই । উদ্ধার কাজ চলছে । দমকল ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে । পরে সেনারও সাহায্য নেওয়া হয়েছে । সব দেখা হচ্ছে । প্রশাসনের তরফে সবরকম সাহায্য করা হবে ।"

fire in kalimpong
আগুন নিয়ন্ত্রণে নামাতে হয় সেনাকে (নিজস্ব ছবি)

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মহম্মদ শাকিবের কথায়, "দুপুর 1টা নাগাদ আগুন লাগে ৷ আমি দৌড়ে এসে দেখি আগুন ছড়িয়ে পড়েছে ৷ পাঁচ থেকে ছ’টা বাড়ি থেকে দোকান পুরো জ্বলে গিয়েছে ৷ তার মধ্যে একটি ফার্নিচারের দোকান, একটি ঝাড়ুর গুদাম ও একটি কাবারিখানার দোকান ছিল ৷ আর কিছু বাড়ি ছিল ৷ কারও মৃত্যু হয়নি ৷ তবে জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷"

fire in kalimpong
কালিম্পংয়ের ডেলোয় আগুনে ভস্মীভূত দোকান ও বাড়ি (নিজস্ব ছবি)

কালিম্পং, 28 ডিসেম্বর: কালিম্পংয়ের ডেলোয় ভয়াবহ অগ্নিকাণ্ড । আগুন নিয়ন্ত্রণে নামাতে হয় সেনাবাহিনী ৷ যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই । তবে আগুনে পুড়ে খাক ছয়টি দোকান ও বাড়ি । আগুনের ফলে অন্তত 50 লক্ষ টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার কালিম্পংয়ের জাতীয় সড়কের পাশে ডেলো ফাটকের কাছে ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন । তবে দমকলের কয়েক ঘণ্টার প্রচেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি । শেষে আগুন নেভাতে ময়দানে নামতে হয় সেনাকে ।

দাউ দাউ করে জ্বলছে দোকান ও বাড়ি (ইটিভি ভারত)

আগুনে পুড়ে গিয়েছে একটি ফার্নিচারের দোকান, একটি ঝাড়ুর গুদাম ও একটি কাবারিখানার দোকান । বাকি ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে বাড়ি । প্রথমে কাবারিখানার দোকানে আগুন লাগে । পরে ওই দোকান থেকেই আশেপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিম্পং থানার পুলিশ ।

পাশাপাশি দমকলের দু’টো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় । তারা পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে । কিন্তু প্রায় তিন ঘণ্টা পার হওয়ার পরেও আগুন নিয়ন্ত্রণে না-আসায় খবর দেওয়া সেনাবাহিনীতে । খবর পাওয়ামাত্র সেনাবাহিনী তাদের একটি ইঞ্জিন নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে । পরে দমকলের আরও একটি ইঞ্জিন আনা হয় । বর্তমানে আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে ৷

fire in kalimpong
ডেলো ফাটকের কাছে অগ্নিকাণ্ড (নিজস্ব ছবি)

এই বিষয়ে কালিম্পংয়ের জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি বলেন, "ছয়টি দোকান সম্পূর্ণ ক্ষতি হয়েছে । তবে কোনও আহত বা নিহত নেই । উদ্ধার কাজ চলছে । দমকল ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে । পরে সেনারও সাহায্য নেওয়া হয়েছে । সব দেখা হচ্ছে । প্রশাসনের তরফে সবরকম সাহায্য করা হবে ।"

fire in kalimpong
আগুন নিয়ন্ত্রণে নামাতে হয় সেনাকে (নিজস্ব ছবি)

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মহম্মদ শাকিবের কথায়, "দুপুর 1টা নাগাদ আগুন লাগে ৷ আমি দৌড়ে এসে দেখি আগুন ছড়িয়ে পড়েছে ৷ পাঁচ থেকে ছ’টা বাড়ি থেকে দোকান পুরো জ্বলে গিয়েছে ৷ তার মধ্যে একটি ফার্নিচারের দোকান, একটি ঝাড়ুর গুদাম ও একটি কাবারিখানার দোকান ছিল ৷ আর কিছু বাড়ি ছিল ৷ কারও মৃত্যু হয়নি ৷ তবে জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷"

fire in kalimpong
কালিম্পংয়ের ডেলোয় আগুনে ভস্মীভূত দোকান ও বাড়ি (নিজস্ব ছবি)
Last Updated : 14 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.