ETV Bharat / bharat

Indo-China Tawang Clash: ফের ভারত-চিন সংঘর্ষ, বিরোধীদের তোপের মুখে সরকার - মল্লিকার্জুন খাড়গে

2020 সালের গালওয়ানে সংঘর্ষের পর এবার অরুণাচলপ্রদেশে ভারত-চিন বাহিনী মুখোমুখি ৷ এতে অবশ্য কোনও পক্ষই খুব একটা আহত হয়নি, জানিয়েছে মোদি সরকার (Indian Army and PIL Clash) ৷

India China Clash
ETV Bharat
author img

By

Published : Dec 13, 2022, 9:14 AM IST

নয়াদিল্লি, 13 ডিসেম্বর: ফের ভারত-চিন সংঘর্ষ ৷ তবে এবার খুব গুরুতর চোট পায়নি কোনও পক্ষই, সোমবার এমনটাই দাবি করল প্রতিরক্ষা মন্ত্রক ৷ শুক্রবার, অরুণাচলপ্রদেশে তাওয়াং সেক্টরে দু'দেশের সেনাবাহিনীর মধ্যে ঝামেলা বাধে এবং তা হাতাহাতি পর্যন্ত গড়ায় (Tawang Clash) ৷

তবে সরকারি সূত্রে জানা গিয়েছে, সঙ্গে সঙ্গে দুই বাহিনী সীমান্ত এলাকা থেকে সরে যায় ৷ 9 ডিসেম্বর চিনের পিএলএ বাহিনীর সেনারা (People's Liberation Army, PLA) ভারত-চিন সীমান্তে 'লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল' (Line of Actual Control, LAC) পার করে দেশের মধ্যে ঢুকে পড়ে ৷ তখন ভারতীয় সেনাবাহিনী তা রুখতে পালটা আক্রমণ করে ৷ এতে দু'দেশেরই মাত্র কয়েকজন আধিকারিকের সামান্য আঘাত লেগেছে ৷ এই সংঘাতের পর তড়িঘড়ি দু'দেশের বাহিনী বিতর্কিত এলাকা ছেড়ে চলে যায় ৷

চিনের দখলদারির যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী ৷ তবে ভারতীয় জওয়ানদের যতজন আহত হয়েছেন, তার তুলনায় জখম পিএলএ সেনার সংখ্যা বেশি ৷ সূত্র অনুযায়ী, চিনের প্রায় 300 জন সেনা ভালো ভাবে তৈরি হয়ে এসেছিল ৷ তারা ভাবতে পারেনি ভারতীয় বাহিনীও জবাব দিতে প্রস্তুত ৷

আরও পড়ুন: গালওয়ান সংঘর্ষের নতুন ভিডিয়ো প্রকাশ চিনের

এই ঘটনার পর শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে ওই এলাকায় ভারতীয় সেনা কম্যান্ডার চিনের সমতুল আধিকারিকের সঙ্গে একটি 'ফ্ল্যাগ মিটিং' করবেন বলে জানা গিয়েছে ৷ একটি সংবাদসংস্থা জানাচ্ছে, তাওয়াং সেক্টের আহত কমপক্ষে 6 জন জওয়ানকে চিকিৎসার জন্য গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয় ৷

  • Again our Indian Army soldiers have been provoked by the Chinese.
    Our jawans fought in a resolute manner and a few of them have been injured too.
    We are one with the nation on the issues of National Security and would not like to politicize it. But Modi Govt
    should be honest..
    1/

    — Mallikarjun Kharge (@kharge) December 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2020 সালের 15 জুন গালওয়ানে ভারত-চিন বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে ৷ বিগত 5 দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর গণ্ডগোল বেঁধেছিল এবং 20 জন সেনা মারা গিয়েছিলেন ৷ তার মধ্যে একজন 16 বিহার রেজিমেন্টের কলোনেল বি সন্তোষ বাবু ৷ এর দু'বছর বাদে 9 ডিসেম্বর একই রকম ঘটনা ঘটল অরুণাপ্রদেশের তাওয়াংয়ে ৷

এ নিয়ে স্বভাবতই বিরোধীদের তোপের মুখে পড়েছে বিজেপি সরকার ৷ সূত্রে খবর, আজ সংসদের শীতকালীন অধিবেশনে কংগ্রেস মোদি সরকারের অবস্থান স্পষ্ট ভাবে জানতে চাইবে ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে জবাব চেয়েছেন ৷ তিনি এ নিয়ে টুইট করে জানান, ফের ভারতীয় সেনাবাহিনীকে আক্রমণ করেছে চিনের বাহিনী ৷ আমাদের জওয়ানরা যুদ্ধ করেছেন এবং তাঁদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন ৷ আমরা এ নিয়ে কোনও রাজনীতি করতে চাই না ৷ দেশের জাতীয় নিরাপত্তার ইস্যুতে আমরা দেশের সঙ্গে রয়েছি ৷ ভারত-চিন ইস্যুতে সরকারের সংসদে আলোচনা করা উচিত ৷ দেশবাসী এতে আত্মবিশ্বাস পাবে ৷

আরও পড়ুন: অরুণাচলে চিনের আগ্রাসন নিয়ে পেন্টাগনের রিপোর্ট খতিয়ে দেখবে ভারত

নয়াদিল্লি, 13 ডিসেম্বর: ফের ভারত-চিন সংঘর্ষ ৷ তবে এবার খুব গুরুতর চোট পায়নি কোনও পক্ষই, সোমবার এমনটাই দাবি করল প্রতিরক্ষা মন্ত্রক ৷ শুক্রবার, অরুণাচলপ্রদেশে তাওয়াং সেক্টরে দু'দেশের সেনাবাহিনীর মধ্যে ঝামেলা বাধে এবং তা হাতাহাতি পর্যন্ত গড়ায় (Tawang Clash) ৷

তবে সরকারি সূত্রে জানা গিয়েছে, সঙ্গে সঙ্গে দুই বাহিনী সীমান্ত এলাকা থেকে সরে যায় ৷ 9 ডিসেম্বর চিনের পিএলএ বাহিনীর সেনারা (People's Liberation Army, PLA) ভারত-চিন সীমান্তে 'লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল' (Line of Actual Control, LAC) পার করে দেশের মধ্যে ঢুকে পড়ে ৷ তখন ভারতীয় সেনাবাহিনী তা রুখতে পালটা আক্রমণ করে ৷ এতে দু'দেশেরই মাত্র কয়েকজন আধিকারিকের সামান্য আঘাত লেগেছে ৷ এই সংঘাতের পর তড়িঘড়ি দু'দেশের বাহিনী বিতর্কিত এলাকা ছেড়ে চলে যায় ৷

চিনের দখলদারির যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী ৷ তবে ভারতীয় জওয়ানদের যতজন আহত হয়েছেন, তার তুলনায় জখম পিএলএ সেনার সংখ্যা বেশি ৷ সূত্র অনুযায়ী, চিনের প্রায় 300 জন সেনা ভালো ভাবে তৈরি হয়ে এসেছিল ৷ তারা ভাবতে পারেনি ভারতীয় বাহিনীও জবাব দিতে প্রস্তুত ৷

আরও পড়ুন: গালওয়ান সংঘর্ষের নতুন ভিডিয়ো প্রকাশ চিনের

এই ঘটনার পর শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে ওই এলাকায় ভারতীয় সেনা কম্যান্ডার চিনের সমতুল আধিকারিকের সঙ্গে একটি 'ফ্ল্যাগ মিটিং' করবেন বলে জানা গিয়েছে ৷ একটি সংবাদসংস্থা জানাচ্ছে, তাওয়াং সেক্টের আহত কমপক্ষে 6 জন জওয়ানকে চিকিৎসার জন্য গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয় ৷

  • Again our Indian Army soldiers have been provoked by the Chinese.
    Our jawans fought in a resolute manner and a few of them have been injured too.
    We are one with the nation on the issues of National Security and would not like to politicize it. But Modi Govt
    should be honest..
    1/

    — Mallikarjun Kharge (@kharge) December 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2020 সালের 15 জুন গালওয়ানে ভারত-চিন বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে ৷ বিগত 5 দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর গণ্ডগোল বেঁধেছিল এবং 20 জন সেনা মারা গিয়েছিলেন ৷ তার মধ্যে একজন 16 বিহার রেজিমেন্টের কলোনেল বি সন্তোষ বাবু ৷ এর দু'বছর বাদে 9 ডিসেম্বর একই রকম ঘটনা ঘটল অরুণাপ্রদেশের তাওয়াংয়ে ৷

এ নিয়ে স্বভাবতই বিরোধীদের তোপের মুখে পড়েছে বিজেপি সরকার ৷ সূত্রে খবর, আজ সংসদের শীতকালীন অধিবেশনে কংগ্রেস মোদি সরকারের অবস্থান স্পষ্ট ভাবে জানতে চাইবে ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে জবাব চেয়েছেন ৷ তিনি এ নিয়ে টুইট করে জানান, ফের ভারতীয় সেনাবাহিনীকে আক্রমণ করেছে চিনের বাহিনী ৷ আমাদের জওয়ানরা যুদ্ধ করেছেন এবং তাঁদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন ৷ আমরা এ নিয়ে কোনও রাজনীতি করতে চাই না ৷ দেশের জাতীয় নিরাপত্তার ইস্যুতে আমরা দেশের সঙ্গে রয়েছি ৷ ভারত-চিন ইস্যুতে সরকারের সংসদে আলোচনা করা উচিত ৷ দেশবাসী এতে আত্মবিশ্বাস পাবে ৷

আরও পড়ুন: অরুণাচলে চিনের আগ্রাসন নিয়ে পেন্টাগনের রিপোর্ট খতিয়ে দেখবে ভারত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.