দিল্লি, 25 জানুয়ারি: আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে একটি বিশাল মাপের যৌথ সামরিক মহড়া শুরু করল ভারতীয় সশস্ত্র বাহিনী৷ ‘অ্য়ামফেক্স-21‘ এর সঙ্গে শুরু হল ‘কবচ‘-এর যৌথ মহড়া৷ সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক৷
এই আয়োজনের প্রধান উদ্য়োক্তা আন্দামান ও নিকোবর কমান্ড (এএনসি)৷ সেনবাহিনী, নৌবাহিনী, বায়ুসেনা ও উপকূল রক্ষীবাহিনীর পরিকাঠামো ব্য়বহার করে এই মহড়ায় অংশ নেয় ইস্টার্ন ন্যাভাল কমান্ড (ইএনসি) এবং আর্মি সাউদার্ন কমান্ড (এসসি)৷
এএনসি-র সবক‘টি বাহিনীই এই মহড়ায় অংশ নিয়েছে৷ এসসি-র অ্য়াম্ফিবিয়াস ব্রিগেডের রণতরী, ডুবোজাহাজ, ইএনসি-র রণতরী এবং মেরিন কমান্ডদোর নিয়ে এই মহড়া চালানো হয়৷ ভারতীয় বায়ুসেনার জাগুয়ার মারিটাইম স্ট্রাইক এবং যাতায়াতের জন্য ব্য়বহৃত বিমানও এই মহড়ায় ব্য়বহার করা হয়েছে৷ ব্য়বহার করা হয়েছে উপকূলরক্ষীবাহিনীর নানা সামগ্রীও৷
সমুদ্র সৈকতে বিমান অবতরণ থেকে শুরু করে নানা ধরনের কসরত এই মহড়ায় অভ্য়াস করা হয় ৷ বিভিন্ন বাহিনীর সদস্য়রা যুদ্ধে ব্য়বহৃত নানা ধরনের ভারী অস্ত্রও এই মহড়ায় ব্য়বহার করেন৷
আরও পড়ুন: দ্বিতীয় এয়ারস্ট্রিপ তৈরির কাজ শেষ যোগীর
মহড়া কেমন চলছে খতিয়ে দেখতে সেখানে পৌঁছে যান আন্দামান ও নিকোবর কমান্ডের কমান্ডার-ইন-চিফ৷