ETV Bharat / bharat

Corona Update in India : দৈনিক সংক্রমণ একলাফে 58 হাজারে, ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ছাড়াল দুই হাজার - Omicron cases in India

দৈনিক সংক্রমণ পৌঁছাল 58 হাজারে (India reports 58,097 fresh COVID cases in the last 24 hours) ৷ আগের দিনের তুলনায় 20 হাজারেরও বেশি মানুষ করোনা সংক্রামিত হয়েছেন ৷

Corona Update in India
করোনার দৈনিক সংক্রমণ
author img

By

Published : Jan 5, 2022, 9:41 AM IST

Updated : Jan 5, 2022, 10:49 AM IST

নয়াদিল্লি, 5 জানুয়ারি : সংক্রমণ পৌঁছাল 60 হাজারের কাছাকাছি ৷ স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় 58 হাজার 097 জন করোনা সংক্রামিত হয়েছেন (India reports 58,097 fresh COVID cases in the last 24 hours) ৷ গত 199 দিনে এটা সর্বোচ্চ ৷ এর আগের দিন দৈনিক করোনা সংক্রমণ ছিল 37 হাজার 379 ৷ 24 ঘণ্টার ব্যবধানে আক্রান্ত হয়েছেন 20 হাজারেরও বেশি মানুষ ৷ এ নিয়ে দেশে 3 কোটি 50 লক্ষ 18 হাজার 358 জন করোনা সংক্রামিত হলেন ৷

রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 15 হাজার 389 জন করোনা সংক্রামিত ৷ এর আগের দিন 11 হাজার 7 জন সুস্থ হয়েছিলেন ৷ মোট সুস্থ রোগীর সংখ্যা 3 কোটি 43 লক্ষ 21 হাজার 803 ৷ সুস্থতার হার 98.01% ৷

Omicron cases in India
ভারতে ওমিক্রন সংক্রমণ

আরও পড়ুন : Sonu Nigam Covid Positive : দুবাই ঘুরতে গিয়ে সপরিবারে করোনা আক্রান্ত সোনু নিগম

বেড়েছে মৃত্যু ৷ 24 ঘণ্টায় মারা গিয়েছেন 534 জন, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ এর আগের দিন 124 জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছিল ৷ এখনও অবধি দেশে 4 লক্ষ 82 হাজার 551 জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন ৷

দেশে 147 কোটি 72 লক্ষ সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন সংক্রমণ ৷ এখন 24টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্তের মোট সংখ্যা 2 হাজার 135 (Omicron cases in India) ৷ এর আগের দিনে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ছিল মোট 1 হাজার 800 জন ৷

মহারাষ্ট্রে 653 জন, দিল্লিতে 464 জন ওমিক্রন ভ্যারিয়্যান্টে সংক্রামিত হয়েছেন ৷ এরপর কেরালায় 185, রাজস্থানে 174, গুজরাতে 154 এবং তামিলনাড়ুতে 121 জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৷

নয়াদিল্লি, 5 জানুয়ারি : সংক্রমণ পৌঁছাল 60 হাজারের কাছাকাছি ৷ স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় 58 হাজার 097 জন করোনা সংক্রামিত হয়েছেন (India reports 58,097 fresh COVID cases in the last 24 hours) ৷ গত 199 দিনে এটা সর্বোচ্চ ৷ এর আগের দিন দৈনিক করোনা সংক্রমণ ছিল 37 হাজার 379 ৷ 24 ঘণ্টার ব্যবধানে আক্রান্ত হয়েছেন 20 হাজারেরও বেশি মানুষ ৷ এ নিয়ে দেশে 3 কোটি 50 লক্ষ 18 হাজার 358 জন করোনা সংক্রামিত হলেন ৷

রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 15 হাজার 389 জন করোনা সংক্রামিত ৷ এর আগের দিন 11 হাজার 7 জন সুস্থ হয়েছিলেন ৷ মোট সুস্থ রোগীর সংখ্যা 3 কোটি 43 লক্ষ 21 হাজার 803 ৷ সুস্থতার হার 98.01% ৷

Omicron cases in India
ভারতে ওমিক্রন সংক্রমণ

আরও পড়ুন : Sonu Nigam Covid Positive : দুবাই ঘুরতে গিয়ে সপরিবারে করোনা আক্রান্ত সোনু নিগম

বেড়েছে মৃত্যু ৷ 24 ঘণ্টায় মারা গিয়েছেন 534 জন, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ এর আগের দিন 124 জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছিল ৷ এখনও অবধি দেশে 4 লক্ষ 82 হাজার 551 জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন ৷

দেশে 147 কোটি 72 লক্ষ সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন সংক্রমণ ৷ এখন 24টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্তের মোট সংখ্যা 2 হাজার 135 (Omicron cases in India) ৷ এর আগের দিনে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ছিল মোট 1 হাজার 800 জন ৷

মহারাষ্ট্রে 653 জন, দিল্লিতে 464 জন ওমিক্রন ভ্যারিয়্যান্টে সংক্রামিত হয়েছেন ৷ এরপর কেরালায় 185, রাজস্থানে 174, গুজরাতে 154 এবং তামিলনাড়ুতে 121 জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৷

Last Updated : Jan 5, 2022, 10:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.