নয়া দিল্লি, 8 সেপ্টেম্বর : স্বাস্থ্য় মন্ত্রকের (Health Ministry) দেওয়া হিসেব অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে করোনা সংক্রামিত হয়েছেন সংখ্যা 37 হাজার 875 জন ৷ এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা হল 3 কোটি 30 লক্ষ 96 হাজার 718 জন ৷ তার আগের দিন এই সংখ্যা ছিল 31 হাজার 222 জন ৷ তাই সামান্য বেড়েছে দৈনিক করোনা সংক্রমণ ৷
সুস্থ হয়েছেন 39 হাজার 114 জন রোগী ৷ তার আগের দিন সুস্থ রোগীর সংখ্যা ছিল 42 হাজার 942 জন ৷ আজ সেই সংখ্যা সামান্য কমে 40 হাজারের নিচে ৷ আজ সুস্থতার হার 97.48% ৷
গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 369 জন ৷ আজ মৃত্যুর হার 1.33% ৷ তার আগের দিন মৃতের সংখ্যা ছিল 290 জন ৷ তাই মৃতের সংখ্যা বেড়ে সাড়ে তিনশো ছাড়িয়েছে ৷
সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা 3 লক্ষ 91 হাজার 256 ৷ তার আগের দিন সক্রিয় রোগীর সংখ্যা ছিল 3 লক্ষ 92 হাজার 864 জন ৷ তাই গত 24 ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেশ কিছুটা কমেছে ৷
যে রাজ্যগুলিতে সংক্রমণের সংখ্যা বেড়েছে
কেরালা - 25 হাজার 772 জন
মহারাষ্ট্র - 3 হাজার 898 জন
তামিলনাড়ু - 1 হাজার 544 জন
অন্ধ্রপ্রদেশ - 1 হাজার 178 জন
কর্নাটক - 851 জন
পশ্চিমবঙ্গ - 601 জন
দিল্লি - 50 জন
এখনও পর্যন্ত কোভিড-19-এর প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে 70 কোটি 75 লক্ষ 43 হাজার 18 জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷