ETV Bharat / bharat

Corona in India : দৈনিক সংক্রমণ কমে 26 হাজারে, কেরালা একাই 60 শতাংশ

সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু ও সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ আজ স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 26 হাজার 41 জন ৷ আগের দিন যা ছিল 28 হাজার 326 জন ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 276 জনের ৷ আগের দিন সংখ্যাটা ছিল 260 ৷

Corona in India
Corona in India
author img

By

Published : Sep 27, 2021, 9:55 AM IST

Updated : Sep 27, 2021, 10:21 AM IST

নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর : ফের নিচে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ আগের দিনের চেয়ে তুলনায় প্রায় দু'হাজার কমল সংক্রমণ ৷ কিন্তু সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু ও সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ আজ স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 26 হাজার 41 জন ৷ আগের দিন যা ছিল 28 হাজার 326 জন ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 276 জনের ৷ আগের দিন সংখ্যাটা ছিল 260 ৷ বেড়েছে সুস্থতার সংখ্যা ৷ এদিকে গত 24 ঘণ্টায় 29 হাজার 621 জন সুস্থ হয়েছেন ৷ আগের দিন যা ছিল 26 হাজার 32 ৷

গত সাতদিনের মধ্যে দেশে করোনার গ্রাফ ক্রমশ ওঠানামা করেছে ৷ তবে শুধু কেরালাতেই দৈনিক আক্রান্ত দেশের 60 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় কেরালায় 15 হাজার 951 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ সংক্রমণের নিরিখে দেশের মধ্যে এখনও সবার উপরে রয়েছে কেরালা ৷ গত 24 ঘণ্টায় 165 জন আক্রান্তের মৃত্যু হয়েছে ৷

এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা 3 কোটি 36 লাখ 78 হাজার 786 জন ৷ মোট সুস্থ হয়েছেন 3 কোটি 29 লাখ 31 হাজার 972 জন ৷ এখনও পর্যন্ত সারা দেশে মোট মৃতের সংখ্যা 4 লাখ 47 হাজার 194 জন ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 99 হাজার 620 জন ৷

গত 24 ঘণ্টায় 38 লাখ 18 হাজার 362টি টিকাকরণ হয়েছে ৷ এখনও পর্যন্ত সারা দেশে মোট 86 কোটি 1 লাখ 59 হাজার 11 টি টিকাকরণ হয়েছে ৷

আরও পড়ুন : Corona in Bengal : নতুন করে সংক্রামিত 748, মৃত 9

নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর : ফের নিচে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ আগের দিনের চেয়ে তুলনায় প্রায় দু'হাজার কমল সংক্রমণ ৷ কিন্তু সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু ও সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ আজ স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 26 হাজার 41 জন ৷ আগের দিন যা ছিল 28 হাজার 326 জন ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 276 জনের ৷ আগের দিন সংখ্যাটা ছিল 260 ৷ বেড়েছে সুস্থতার সংখ্যা ৷ এদিকে গত 24 ঘণ্টায় 29 হাজার 621 জন সুস্থ হয়েছেন ৷ আগের দিন যা ছিল 26 হাজার 32 ৷

গত সাতদিনের মধ্যে দেশে করোনার গ্রাফ ক্রমশ ওঠানামা করেছে ৷ তবে শুধু কেরালাতেই দৈনিক আক্রান্ত দেশের 60 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় কেরালায় 15 হাজার 951 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ সংক্রমণের নিরিখে দেশের মধ্যে এখনও সবার উপরে রয়েছে কেরালা ৷ গত 24 ঘণ্টায় 165 জন আক্রান্তের মৃত্যু হয়েছে ৷

এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা 3 কোটি 36 লাখ 78 হাজার 786 জন ৷ মোট সুস্থ হয়েছেন 3 কোটি 29 লাখ 31 হাজার 972 জন ৷ এখনও পর্যন্ত সারা দেশে মোট মৃতের সংখ্যা 4 লাখ 47 হাজার 194 জন ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 99 হাজার 620 জন ৷

গত 24 ঘণ্টায় 38 লাখ 18 হাজার 362টি টিকাকরণ হয়েছে ৷ এখনও পর্যন্ত সারা দেশে মোট 86 কোটি 1 লাখ 59 হাজার 11 টি টিকাকরণ হয়েছে ৷

আরও পড়ুন : Corona in Bengal : নতুন করে সংক্রামিত 748, মৃত 9

Last Updated : Sep 27, 2021, 10:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.