ETV Bharat / bharat

Corona Update in India : করোনার দৈনিক সংক্রমণ আড়াই হাজারে, বাড়ল মৃত্যু - সক্রিয় করোনা রোগী

কমেছে করোনার দৈনিক সংক্রমণ ৷ সোমবার এবং আজ স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্টে দেশে করোনা সংক্রমণে খুব একটা হেরফের হয়নি (Corona Update in India) ৷

Corona Cases in India
দৈনিক করোনা সংক্রমণ
author img

By

Published : Mar 15, 2022, 9:39 AM IST

নয়াদিল্লি, 14 মার্চ: স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 2 হাজার 568 জন (India reports 2568 fresh COVID 19 cases in last 24 hours) ৷ আগের দিন সংক্রামিতের সংখ্যা ছিল 2 হাজার 503 জন ৷ দেশে এখনও পর্যন্ত 4 কোটি 29 লক্ষ 96 হাজার 62 জন করোনায় আক্রান্ত হলেন ৷

বেড়েছে মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় 97 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ এর আগের দিন সংখ্যাটা ছিল 27 ৷ দেশে এখনও পর্যন্ত 5 লক্ষ 15 হাজার 974 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ সক্রিয় করোনা রোগীর সংখ্যা (Active cases) 33 হাজার 917 ৷ যা মোট সংক্রমণের 0.08 শতাংশ ৷ করোনা সংক্রমণের হার (Daily positivity rate) 0.37 শতাংশ ৷

আরও পড়ুন: Corona Update in Bengal : করোনা সংক্রমণ নামল 35-এ, বাংলায় একদিনে মৃত 1

গত 24 ঘণ্টায় দেশে করোনা থেকে সেরে উঠেছেন 4 হাজার 722 জন ৷ আগের দিন সুস্থ হয়েছিলেন 4 হাজার 377 জন ৷ সুস্থতার হার 98.72 শতাংশ ৷ দেশে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা 4 কোটি 24 লাখ 46 হাজার 171 জন ৷ এখনও পর্যন্ত দেশে 180 কোটিরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (COVID-19 Vaccination) দেওয়া হয়েছে ৷

  • India reports 2,568 fresh #COVID19 cases & 4,722 recoveries and 97 deaths in the last 24 hours

    Active case: 33,917 (0.08%)
    Daily positivity rate: 0.37%
    Total recoveries: 4,24,46,171
    Death toll: 5,15,974 pic.twitter.com/9SFsWRCQE6

    — ANI (@ANI) March 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

16 মার্চ অর্থাৎ বুধবার থেকে দেশে 12-14 বছর বয়সিদের কোভিড টিকাকরণ শুরু হচ্ছে (COVID19 vaccination of 12 14 year olds starts from March 16) ৷ তাদের দেওয়া হবে হায়দরাবাদের বায়োলজিক্যাল ইভানস-এর তৈরি কোভিড টিকা কর্বেভ্যাক্সের ডোজ (Biological E's Corbevax) ৷ দেশবাসীকে এই সুখবর দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya on Covid vaccination) ৷ ওই দিন থেকেই ষাটোর্ধ্ব সবাইকে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে, জানিয়েছেন তিনি (COVID19 vaccination above Sixty) ৷

নয়াদিল্লি, 14 মার্চ: স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 2 হাজার 568 জন (India reports 2568 fresh COVID 19 cases in last 24 hours) ৷ আগের দিন সংক্রামিতের সংখ্যা ছিল 2 হাজার 503 জন ৷ দেশে এখনও পর্যন্ত 4 কোটি 29 লক্ষ 96 হাজার 62 জন করোনায় আক্রান্ত হলেন ৷

বেড়েছে মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় 97 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ এর আগের দিন সংখ্যাটা ছিল 27 ৷ দেশে এখনও পর্যন্ত 5 লক্ষ 15 হাজার 974 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ সক্রিয় করোনা রোগীর সংখ্যা (Active cases) 33 হাজার 917 ৷ যা মোট সংক্রমণের 0.08 শতাংশ ৷ করোনা সংক্রমণের হার (Daily positivity rate) 0.37 শতাংশ ৷

আরও পড়ুন: Corona Update in Bengal : করোনা সংক্রমণ নামল 35-এ, বাংলায় একদিনে মৃত 1

গত 24 ঘণ্টায় দেশে করোনা থেকে সেরে উঠেছেন 4 হাজার 722 জন ৷ আগের দিন সুস্থ হয়েছিলেন 4 হাজার 377 জন ৷ সুস্থতার হার 98.72 শতাংশ ৷ দেশে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা 4 কোটি 24 লাখ 46 হাজার 171 জন ৷ এখনও পর্যন্ত দেশে 180 কোটিরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (COVID-19 Vaccination) দেওয়া হয়েছে ৷

  • India reports 2,568 fresh #COVID19 cases & 4,722 recoveries and 97 deaths in the last 24 hours

    Active case: 33,917 (0.08%)
    Daily positivity rate: 0.37%
    Total recoveries: 4,24,46,171
    Death toll: 5,15,974 pic.twitter.com/9SFsWRCQE6

    — ANI (@ANI) March 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

16 মার্চ অর্থাৎ বুধবার থেকে দেশে 12-14 বছর বয়সিদের কোভিড টিকাকরণ শুরু হচ্ছে (COVID19 vaccination of 12 14 year olds starts from March 16) ৷ তাদের দেওয়া হবে হায়দরাবাদের বায়োলজিক্যাল ইভানস-এর তৈরি কোভিড টিকা কর্বেভ্যাক্সের ডোজ (Biological E's Corbevax) ৷ দেশবাসীকে এই সুখবর দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya on Covid vaccination) ৷ ওই দিন থেকেই ষাটোর্ধ্ব সবাইকে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে, জানিয়েছেন তিনি (COVID19 vaccination above Sixty) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.