নয়াদিল্লি, 3 অক্টোবর : দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা কিছুটা কমল ৷ গত 24 ঘণ্টায় নতুন করে 22 হাজার 842 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 244 জনের ৷ আগের দিনের থেকে সংক্রমণ কমার পাশাপাশি সামান্য বেড়েছে মৃত্যু ৷ আগের দিন করোনা সংক্রামিত হয়েছিলেন 24 হাজার 354 জন ৷
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া আজকের আপডেট অনুযায়ী, দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে হয়েছে 2 লাখ 70 হাজার 557 ৷ গত 199 দিনের মধ্যে যা সর্বনিম্ন ৷ দেশে এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 4 লাখ 48 হাজার 817 জনের ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 25 হাজার 930 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন 3 কোটি 30 লাখ 94 হাজার 529 জন ৷
আরও পড়ুন : Corona in Bengal: রাজ্যে কমল করোনা সংক্রমণ ও মৃত্যু
গোটা দেশে সংক্রমণের নিরিখে কেরালা এখনও সবার উপরে ৷ গত 24 ঘণ্টায় কেরালায় আক্রান্তের সংখ্যা 13 হাজার 217 ৷ গত 24 গণ্টায় বেড়েছে মৃত্যুও ৷ গতকাল মৃত্যু হয়েছে 121 জনের ৷ আগের দিন যা ছিল 95 ৷ স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত সারা দেশে মোট 90 কোটি 51 লাখ 75 হাজার 348 টি টিকাকরণ হয়েছে ৷
দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন : Elephant Corridor : হাতির করিডোর তৈরির পরিকল্পনা, জাপানের সাহায্য নিচ্ছে রাজ্য