ETV Bharat / bharat

Corona Update in India : সামান্য বেড়ে করোনা সংক্রমণ 19 হাজারের দোরগোড়ায়, ঊর্ধ্বমুখী সক্রিয় রোগীর সংখ্যা - Active case

দেশে বাড়ছে করোনা সংক্রমণ ৷ বৃহস্পতিবার ও শুক্রবারের রিপোর্টে আক্রান্তের সংখ্যা 19 হাজারের কাছাকাছি ছিল ৷ আজকের রিপোর্টেও তার কোনও পরিবর্তন হয়নি ৷ যদিও মৃত্যুর সংখ্যা তেমন একটা উল্লেখযোগ্য নয় (Corona Update in India) ৷

corona cases India
করোনা সংক্রমণ
author img

By

Published : Jul 9, 2022, 9:41 AM IST

Updated : Jul 9, 2022, 10:53 AM IST

নয়াদিল্লি, 9 জুলাই: সামান্য হলেও দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 18 হাজার 840 জন, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ শুক্রবারের রিপোর্টে সংখ্যাটা ছিল 18 হাজার 815 জন (India Reports 18,840 fresh COVID 19 cases in last 24 hours) ৷ দেশে এখনও পর্যন্ত সংক্রামিত রোগীর মোট সংখ্যা 4 কোটি 36 লক্ষ 4 হাজার 394 ৷

সংক্রমণ বৃ্দ্ধির পাশাপাশি বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা ৷ আজকের রিপোর্টে তা বেড়ে (Active caseload) 1 লক্ষ 25 হাজার 28 জনে পৌঁছেছে, যা মোট সংক্রমণের 0.29 শতাংশ ৷ দৈনিক সংক্রমণের হার (Daily positivity rate) 4.14 শতাংশ, আগের দিনের থেকে কম ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 43 জন ৷ আগের দিন সংখ্যাটা ছিল 38 ৷ দেশে এ পর্যন্ত 5 লক্ষ 25 হাজার 386 জন করোনা রোগীর মৃত্যু হল ৷

আরও পড়ুন: সামান্য কমলেও দৈনিক সংক্রমণ 19 হাজারের কাছেই, বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা

শনিবারের রিপোর্ট অনুযায়ী, 24 ঘণ্টায় দেশে করোনা মুক্ত রোগীর সংখ্যা 16 হাজার 104 ৷ গতকাল সুস্থ হয়েছিলেন 15 হাজার 899 হাজার জন ৷ সুস্থতার হার 98.51 শতাংশ ৷ করোনা থেকে সেরে ওঠা মোট রোগীর সংখ্যা 4 কোটি 29 লক্ষ 53 হাজার 980 ৷

গতকাল বিকেলের রিপোর্ট অনুযায়ী, কেরালায় 3 হাজার 310, মহারাষ্ট্রে 2 হাজার 944, পশ্চিমবঙ্গে 2 হাজার 950, তামিলনাড়ুতে 2 হাজার 722, কর্নাটকে 1 হাজার 37 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ শুধুমাত্র কেরালাতেই করোনা আক্রান্ত হয়ে মৃ্ত্যু হয়েছে 19 জনের, মহারাষ্ট্রে 7 জন মরাা গিয়েছেন ৷

দেশে এখনও পর্যন্ত 198 কোটি 65 লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (Covid 19 Vaccination) দেওয়া হয়েছে ৷

নয়াদিল্লি, 9 জুলাই: সামান্য হলেও দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 18 হাজার 840 জন, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ শুক্রবারের রিপোর্টে সংখ্যাটা ছিল 18 হাজার 815 জন (India Reports 18,840 fresh COVID 19 cases in last 24 hours) ৷ দেশে এখনও পর্যন্ত সংক্রামিত রোগীর মোট সংখ্যা 4 কোটি 36 লক্ষ 4 হাজার 394 ৷

সংক্রমণ বৃ্দ্ধির পাশাপাশি বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা ৷ আজকের রিপোর্টে তা বেড়ে (Active caseload) 1 লক্ষ 25 হাজার 28 জনে পৌঁছেছে, যা মোট সংক্রমণের 0.29 শতাংশ ৷ দৈনিক সংক্রমণের হার (Daily positivity rate) 4.14 শতাংশ, আগের দিনের থেকে কম ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 43 জন ৷ আগের দিন সংখ্যাটা ছিল 38 ৷ দেশে এ পর্যন্ত 5 লক্ষ 25 হাজার 386 জন করোনা রোগীর মৃত্যু হল ৷

আরও পড়ুন: সামান্য কমলেও দৈনিক সংক্রমণ 19 হাজারের কাছেই, বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা

শনিবারের রিপোর্ট অনুযায়ী, 24 ঘণ্টায় দেশে করোনা মুক্ত রোগীর সংখ্যা 16 হাজার 104 ৷ গতকাল সুস্থ হয়েছিলেন 15 হাজার 899 হাজার জন ৷ সুস্থতার হার 98.51 শতাংশ ৷ করোনা থেকে সেরে ওঠা মোট রোগীর সংখ্যা 4 কোটি 29 লক্ষ 53 হাজার 980 ৷

গতকাল বিকেলের রিপোর্ট অনুযায়ী, কেরালায় 3 হাজার 310, মহারাষ্ট্রে 2 হাজার 944, পশ্চিমবঙ্গে 2 হাজার 950, তামিলনাড়ুতে 2 হাজার 722, কর্নাটকে 1 হাজার 37 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ শুধুমাত্র কেরালাতেই করোনা আক্রান্ত হয়ে মৃ্ত্যু হয়েছে 19 জনের, মহারাষ্ট্রে 7 জন মরাা গিয়েছেন ৷

দেশে এখনও পর্যন্ত 198 কোটি 65 লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (Covid 19 Vaccination) দেওয়া হয়েছে ৷

Last Updated : Jul 9, 2022, 10:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.