ETV Bharat / bharat

Corona Update in India: 24 ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা 19 হাজার ছুঁই ছুঁই, 130 দিনে সর্বোচ্চ - কোভিড 19 ভ্যাকসিন

আরও ঊর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ ৷ এক ধাক্কায় প্রায় 5 হাজার বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা (Corona Update in India) ৷

Corona Cases in India
করোনা সংক্রমণ
author img

By

Published : Jun 30, 2022, 9:59 AM IST

Updated : Jun 30, 2022, 11:55 AM IST

নয়াদিল্লি, 30 জুন: একলাফে অনেকটাই বাড়ল করোনার দৈনিক সংক্রমণ ৷ বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 18 হাজার 819 জন ৷ যা গত 130 দিনে সর্বোচ্চ ৷ আগের দিনের রিপোর্টে সংখ্যাটা ছিল 14 হাজার 506 ৷ (India reports 18,819 fresh Covid cases in the last 24 hours) । দেশে করোনা রোগীর সংখ্যা পৌঁছল 4 কোটি 34 লক্ষ 52 হাজার 164 জনে ৷

দৈনিক সংক্রমণের হার 3.35 শতাংশ থেকে বেড়ে 4.16 শতাংশে (Daily Positivity Rate) পৌঁছেছে । সক্রিয় রোগীর সংখ্যা (Active Cases) 1 লক্ষ 4 হাজার 555, যা মোট সংক্রমণের 0.24 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে 39 জনের মৃত্যু হয়েছে ৷ আগের দিন 30 জন করোনা রোগী মারা গিয়েছিলেন ৷ এ নিয়ে দেশে মোট 5 লক্ষ 25 হাজার 116 জনের করোনা সংক্রামিত হয়ে মৃত্যু হল ৷

আরও পড়ুন : বাড়ছে করোনা, কীভাবে নিজেদের সুস্থ রাখবেন ইএনটি ও দাঁতের চিকিৎসকরা ?

বৃহস্পতিবার সকালে রিপোর্টে জানানো হয়েছে, করোনা থেকে সুস্থ হয়েছেন 13 হাজার 827 জন ৷ আগের দিন 11 হাজার 574 জন সেরে উঠেছিলেন ৷ দেশে করোনা থেকে সুস্থতার হার 98.56 শতাংশ ৷ এখনও অবধি 4 কোটি 28 লক্ষ 22 হাজার 493 জন করোনা থেকে সুস্থ হয়েছেন ৷ 197 কোটিরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের (Covid 19 Vaccine) ডোজ দেওয়া হয়েছে ৷

এদিকে মঙ্গলবার সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তিতে তৈরি পুনের জেনোভা ফার্মাসিউটিক্যালের তৈরি ডাবল ডোজের ভ্যাকসিন mRNA-কে অনুমোদন দেওয়া হয়েছে । তবে কেবল আঠারোর্ধ্বদের ক্ষেত্রেই এই ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ডিসিজিআই । পাশাপাশি সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভোভ্যাক্সকে 7-11 বয়সীদের জন্য জরুরি ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে ।

নয়াদিল্লি, 30 জুন: একলাফে অনেকটাই বাড়ল করোনার দৈনিক সংক্রমণ ৷ বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 18 হাজার 819 জন ৷ যা গত 130 দিনে সর্বোচ্চ ৷ আগের দিনের রিপোর্টে সংখ্যাটা ছিল 14 হাজার 506 ৷ (India reports 18,819 fresh Covid cases in the last 24 hours) । দেশে করোনা রোগীর সংখ্যা পৌঁছল 4 কোটি 34 লক্ষ 52 হাজার 164 জনে ৷

দৈনিক সংক্রমণের হার 3.35 শতাংশ থেকে বেড়ে 4.16 শতাংশে (Daily Positivity Rate) পৌঁছেছে । সক্রিয় রোগীর সংখ্যা (Active Cases) 1 লক্ষ 4 হাজার 555, যা মোট সংক্রমণের 0.24 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে 39 জনের মৃত্যু হয়েছে ৷ আগের দিন 30 জন করোনা রোগী মারা গিয়েছিলেন ৷ এ নিয়ে দেশে মোট 5 লক্ষ 25 হাজার 116 জনের করোনা সংক্রামিত হয়ে মৃত্যু হল ৷

আরও পড়ুন : বাড়ছে করোনা, কীভাবে নিজেদের সুস্থ রাখবেন ইএনটি ও দাঁতের চিকিৎসকরা ?

বৃহস্পতিবার সকালে রিপোর্টে জানানো হয়েছে, করোনা থেকে সুস্থ হয়েছেন 13 হাজার 827 জন ৷ আগের দিন 11 হাজার 574 জন সেরে উঠেছিলেন ৷ দেশে করোনা থেকে সুস্থতার হার 98.56 শতাংশ ৷ এখনও অবধি 4 কোটি 28 লক্ষ 22 হাজার 493 জন করোনা থেকে সুস্থ হয়েছেন ৷ 197 কোটিরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের (Covid 19 Vaccine) ডোজ দেওয়া হয়েছে ৷

এদিকে মঙ্গলবার সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তিতে তৈরি পুনের জেনোভা ফার্মাসিউটিক্যালের তৈরি ডাবল ডোজের ভ্যাকসিন mRNA-কে অনুমোদন দেওয়া হয়েছে । তবে কেবল আঠারোর্ধ্বদের ক্ষেত্রেই এই ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ডিসিজিআই । পাশাপাশি সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভোভ্যাক্সকে 7-11 বয়সীদের জন্য জরুরি ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে ।

Last Updated : Jun 30, 2022, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.