নয়াদিল্লি, 25 অগস্ট: খুব একটা হেরফের হয়নি করোনা সংক্রমণে ৷ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় 10 হাজার 725 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন (India reports 10,725 fresh cases in the last 24 hours) ৷ বুধবার সেই সংখ্যাটা ছিল 10 হাজার 649 ৷ এ নিয়ে দেশে মোট 4 কোটি 43 লক্ষ 78 হাজার 920 জন করোনা সংক্রামিত হলেন ৷
রবিবারের রিপোর্টেই সক্রিয় রোগীর সংখ্যা লাখের নীচে নেমেছে ৷ আজকের বুলেটিনে সক্রিয় রোগীর (Active cases) সংখ্যা 94 হাজার 47 জন, যা মোট আক্রান্তের 0.21 শতাংশ ৷ আগের দিন যা ছিল 96 হাজার 442 ৷ করোনার প্রকোপে 24 ঘণ্টায় 36 জন প্রাণ হারিয়েছেন, যা আগের দিনের সমান ৷ এখনও পর্যন্ত দেশে 5 কোটি 27 হাজার 488 জন ৷ করোনা সংক্রমণের হার (Daily positivity rate) 2.62 শতাংশ থেকে সামান্য বেড়ে 2.73 শতাংশে পৌঁছেছে ৷
-
#LargestVaccineDrive #Unite2FightCorona #AmritMahotsav @PMOIndia @mansukhmandviya @DrBharatippawar @PIB_India @mygovindia @AmritMahotsav @COVIDNewsByMIB @DDNewslive @airnewsalerts pic.twitter.com/yCn1VF70YM
— Ministry of Health (@MoHFW_INDIA) August 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#LargestVaccineDrive #Unite2FightCorona #AmritMahotsav @PMOIndia @mansukhmandviya @DrBharatippawar @PIB_India @mygovindia @AmritMahotsav @COVIDNewsByMIB @DDNewslive @airnewsalerts pic.twitter.com/yCn1VF70YM
— Ministry of Health (@MoHFW_INDIA) August 25, 2022#LargestVaccineDrive #Unite2FightCorona #AmritMahotsav @PMOIndia @mansukhmandviya @DrBharatippawar @PIB_India @mygovindia @AmritMahotsav @COVIDNewsByMIB @DDNewslive @airnewsalerts pic.twitter.com/yCn1VF70YM
— Ministry of Health (@MoHFW_INDIA) August 25, 2022
আরও পড়ুন: জলসায় ফের করোনার হানা, দ্বিতীয়বার কোভিড আক্রান্ত অমিতাভ
বেড়েছে সুস্থ রোগীর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় 13 হাজার 84 জন করোনা থেকে সুস্থ হয়েছেন ৷ আগের দিন 10 হাজার 677 জন রোগী করোনা থেকে সেরে উঠেছিলেন ৷ সুস্থতার হার 98.60 শতাংশ ৷ মোট সুস্থ রোগীর সংখ্যা 4 কোটি 37 লক্ষ 57 হাজার 385 জন ৷
-
#COVID19 | India reports 10,725 fresh cases and 13,084 recoveries, in the last 24 hours; Active cases 94,047 pic.twitter.com/hqnDHS1Q4b
— ANI (@ANI) August 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#COVID19 | India reports 10,725 fresh cases and 13,084 recoveries, in the last 24 hours; Active cases 94,047 pic.twitter.com/hqnDHS1Q4b
— ANI (@ANI) August 25, 2022#COVID19 | India reports 10,725 fresh cases and 13,084 recoveries, in the last 24 hours; Active cases 94,047 pic.twitter.com/hqnDHS1Q4b
— ANI (@ANI) August 25, 2022
17 জুলাই দেশে কোভিড-19 ভ্যাকসিনের (Covid 19 Vaccine) ডোজের সংখ্যা 200 কোটি পেরিয়ে গিয়েছে ৷ 25 অগস্ট সকাল পর্যন্ত 210 কোটি 82 লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷ 15 জুলাই থেকে দেশে 18-59 বছর বয়সিদের জন্য বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ (প্রিকশন ডোজ) দেওয়া শুরু হয়েছে ৷ 15 জুলাই থেকে শুরু হয়ে 75 দিন অর্থাৎ 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ ড্রাইভ ৷ কোভিড-19 ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার 6 মাস পর এই প্রিকশন ডোজ নেওয়া যাবে ৷ 14 কোটি 50 লক্ষেরও (Precaution Dose) বেশি বুস্টার ডোজ দেওয়া হয়েছে এখনও পর্যন্ত ৷