ETV Bharat / bharat

দেশে 24 ঘণ্টায় কোভিডে মৃত 6! আক্রান্তের সংখ্যা 692 ছাড়াল - India

Covid Case in India: আবারও দেশে চোখ রাঙাচ্ছে কোভিড ৷ একদিনে বেড়েছে মৃত্যু সংখ্যাও । আক্রান্তও 700-র কাছে ।

Covid Death
করোনায় মৃত
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 12:18 PM IST

Updated : Dec 28, 2023, 1:07 PM IST

নয়াদিল্লি, 28 ডিসেম্বর: দেশে ফের মাথাচাড়া দিয়েছে কোভিড ৷ গত 24 ঘণ্টার মৃতের সংখ্যা ছয় ৷ নতুন করে আক্রান্ত হলেন 692 জন ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 4 হাজার 97 জন । গত 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গ, দিল্লি, কর্ণাটক ও কেরলে একজন করে এবং মহারাষ্ট্রে দু'জন মিলে মোট ছ'জনের কোভিডে প্রাণ গিয়েছে ।

গত 24 ঘণ্টায় 702 জন আক্রান্ত বেড়ে 2020 সালের জানুয়ারিতে প্রাদুর্ভাবের পর থেকে ভারতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা 4 কোটি 50 লক্ষ 10 হাজার 944-এ পৌঁছেছে ৷ । ভারতে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 5 লক্ষ 33 হাজার 346 জন । বুধবার দিল্লিতে কোভিডের সাব-ভেরিয়েন্ট জেএন.1 প্রথম আক্রান্তের খবর আসে । দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, "দিল্লিতে কোভিডের সাব-ভেরিয়েন্ট জেএন.1 একজন আক্রান্ত হয়েছেন ৷ ওমিক্রনের একটি সাব-ভেরিয়েন্ট এটি । জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো তিনটি নমুনার মধ্যে একটি হল জেএন.1 এবং দুটি হল ওমিক্রন ৷"

উল্লেখযোগ্যভাবে, জেএন.1 সাব-ভেরিয়েন্টটি বিএ.2.86 বা পিরোলা নামে পরিচিত ওমিক্রন সাবভেরিয়েন্টের একটি বংশ । কোভিডের জেএন.1 সাব-ভেরিয়েন্টে প্রথম আক্রান্ত হয় কেরলে । স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত ভারতে জেএন.1 সাব-ভেরিয়েন্টের মোট 109 জন আক্রান্ত হয়েছেন । বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, আক্রান্তদের শারীরিক পরস্থিতি বিবেচনা করে দেখা গিয়েছে যে জেএন.1 সাব-ভেরিয়েন্টে ঝুঁকি অন্যান্য কোভিড ভেরিয়েন্টের থেকে অনেক কম ।

দেশে আক্রান্তের সংখ্যা বাড়ায় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমএস) কোভিডের জন্য নতুন করে নির্দেশিকা জারি করেছে ৷ এই নির্দেশিকা অনুযায়ী সারা দেশে করোনা ভাইরাসের আক্রান্তদের হাসপাতালে ভরতি করা হবে । বুধবার এইমসের দিল্লির ডিরেক্টর হাসপাতালের সমস্ত বিভাগীয় প্রধানদের সঙ্গে কোভিড নিয়ে একটি বৈঠক করেন । বৈঠকে কোভিড পরীক্ষার নীতি, পজিটিভ রোগীদের জন্য মনোনীত এলাকা এবং তাদের হাসপাতালে ভরতির বিষয়ে আলোচনা করা হয়েছে ৷ (সংবাদ সংস্থা-এএনআই)

আরও পড়ুন:

  1. কোভিডের বাড়বাড়ন্তে 7 দিনের আইসোলেশন বাধ্যতামূলক, নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর
  2. কোভিডের সংক্রমণ রুখতে সতর্ক নেপাল, ভারত থেকে যাওয়া নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা
  3. ফের রাজ্যে করোনার চোখ রাঙানি, নতুন করে আক্রান্ত 5; চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শনে স্বাস্থ্য দফতর

নয়াদিল্লি, 28 ডিসেম্বর: দেশে ফের মাথাচাড়া দিয়েছে কোভিড ৷ গত 24 ঘণ্টার মৃতের সংখ্যা ছয় ৷ নতুন করে আক্রান্ত হলেন 692 জন ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 4 হাজার 97 জন । গত 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গ, দিল্লি, কর্ণাটক ও কেরলে একজন করে এবং মহারাষ্ট্রে দু'জন মিলে মোট ছ'জনের কোভিডে প্রাণ গিয়েছে ।

গত 24 ঘণ্টায় 702 জন আক্রান্ত বেড়ে 2020 সালের জানুয়ারিতে প্রাদুর্ভাবের পর থেকে ভারতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা 4 কোটি 50 লক্ষ 10 হাজার 944-এ পৌঁছেছে ৷ । ভারতে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 5 লক্ষ 33 হাজার 346 জন । বুধবার দিল্লিতে কোভিডের সাব-ভেরিয়েন্ট জেএন.1 প্রথম আক্রান্তের খবর আসে । দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, "দিল্লিতে কোভিডের সাব-ভেরিয়েন্ট জেএন.1 একজন আক্রান্ত হয়েছেন ৷ ওমিক্রনের একটি সাব-ভেরিয়েন্ট এটি । জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো তিনটি নমুনার মধ্যে একটি হল জেএন.1 এবং দুটি হল ওমিক্রন ৷"

উল্লেখযোগ্যভাবে, জেএন.1 সাব-ভেরিয়েন্টটি বিএ.2.86 বা পিরোলা নামে পরিচিত ওমিক্রন সাবভেরিয়েন্টের একটি বংশ । কোভিডের জেএন.1 সাব-ভেরিয়েন্টে প্রথম আক্রান্ত হয় কেরলে । স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত ভারতে জেএন.1 সাব-ভেরিয়েন্টের মোট 109 জন আক্রান্ত হয়েছেন । বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, আক্রান্তদের শারীরিক পরস্থিতি বিবেচনা করে দেখা গিয়েছে যে জেএন.1 সাব-ভেরিয়েন্টে ঝুঁকি অন্যান্য কোভিড ভেরিয়েন্টের থেকে অনেক কম ।

দেশে আক্রান্তের সংখ্যা বাড়ায় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমএস) কোভিডের জন্য নতুন করে নির্দেশিকা জারি করেছে ৷ এই নির্দেশিকা অনুযায়ী সারা দেশে করোনা ভাইরাসের আক্রান্তদের হাসপাতালে ভরতি করা হবে । বুধবার এইমসের দিল্লির ডিরেক্টর হাসপাতালের সমস্ত বিভাগীয় প্রধানদের সঙ্গে কোভিড নিয়ে একটি বৈঠক করেন । বৈঠকে কোভিড পরীক্ষার নীতি, পজিটিভ রোগীদের জন্য মনোনীত এলাকা এবং তাদের হাসপাতালে ভরতির বিষয়ে আলোচনা করা হয়েছে ৷ (সংবাদ সংস্থা-এএনআই)

আরও পড়ুন:

  1. কোভিডের বাড়বাড়ন্তে 7 দিনের আইসোলেশন বাধ্যতামূলক, নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর
  2. কোভিডের সংক্রমণ রুখতে সতর্ক নেপাল, ভারত থেকে যাওয়া নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা
  3. ফের রাজ্যে করোনার চোখ রাঙানি, নতুন করে আক্রান্ত 5; চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শনে স্বাস্থ্য দফতর
Last Updated : Dec 28, 2023, 1:07 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.