ETV Bharat / bharat

নিজ্জারের বিরুদ্ধে গোপন স্মারকলিপি জারি করেনি ভারত, সংবাদমাধ্যমের রিপোর্টকে খারিজ নয়াদিল্লির - নিজ্জারের বিরুদ্ধে গোপন স্মারকলিপি জারি করেনি ভারত

Secret Memo Targeting Sikh Separatists: হরদীপ সিং নিজ্জার-সহ শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য একটি 'গোপন স্মারকলিপি' জারি করেছে ভারত । আমেরিকান সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্টে প্রকাশিত এই রিপোর্টকে 'ভুয়ো' বলে নাকচ করল নয়াদিল্লি ৷

secret memo targeting Sikh separatists
গোপন স্মারকলিপির দাবি খারিজ ভারতের
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 6:35 PM IST

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ভারত কোনও 'গোপন স্মারকলিপি' জারি করেনি ৷ এই সংক্রান্ত আমেরিকার মিডিয়া রিপোর্টটি 'সম্পূর্ণ মিথ্যা ও ভুয়ো' ৷ রবিবার রাতে এমনটাই জানিয়েছে নয়াদিল্লি ৷ আমেরিকার ওই মিডিয়া রিপোর্ট দাবি করা হয়েছে, হরদীপ সিং নিজ্জার-সহ কিছু শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য এপ্রিল মাসে নয়াদিল্লি একটি 'গোপন স্মারকলিপি' জারি করেছিল । সেই দাবিকে নাকচ করে দিয়েছে ভারত ৷

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, রিপোর্টি ভারতের বিরুদ্ধে একটি দীর্ঘদিন ধরে চলা বিভ্রান্তিমূলক প্রচারের অংশ এবং যে সংবাদমাধ্যমে এটি বেরিয়েছে তা পাকিস্তানি গোয়েন্দাদের দ্বারা পরিচালিত ৷ তারা মিথ্যা ও ভুয়ো খবর প্রচারের জন্য পরিচিত । অনলাইন আমেরিকান সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্ট ভারতের বিরুদ্ধে এই রিপোর্টটি প্রকাশ করেছে ।

অরিন্দম বাগচি আরও বলেন, "আমরা দৃঢ়ভাবে দাবি করি যে এই ধরনের রিপোর্টগুলি জাল এবং সম্পূর্ণ বানানো । এমন কোনও স্মারকলিপি নেই ৷ এটি ভারতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা একটি বিভ্রান্তিমূলক প্রচারের অংশ । ওই সংবাদমাধ্যমটি পাকিস্তানি গোয়েন্দাদের দ্বারা চালিত ভুয়ো রিপোর্ট প্রচারের জন্য পরিচিত । লেখকদের পোস্টগুলি পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে সংযোগের বিষয়টি নিশ্চিত করে ৷" তাঁর কথায়, যারা এই ধরনের ভুয়ো খবরগুলিকে প্রচার করে তারা শুধুমাত্র তাদের নিজস্ব বিশ্বাসযোগ্যতার মূল্যে এটি করে ৷

18 জুন কানাডার মাটিতে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জারকে হত্যা করা হয় ৷ সেপ্টেম্বরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতীয় এজেন্টদের এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন । ভারত সেই অভিযোগকে প্রত্যাখ্যান করে ৷ নয়াদিল্লি বিষয়টিকে 'অযৌক্তিক' বলে অভিহিত করে ।

দ্য ইন্টারসেপ্ট তার রিপোর্টে দাবি করেছে, ভারত সরকার পশ্চিমের দেশগুলিতে কিছু শিখ নেতার বিরুদ্ধে একটি 'ক্র্যাকডাউন স্কিম' এর নির্দেশিকা জারি করেছে । তারা আরও দাবি করেছে, বিদেশ মন্ত্রকের দ্বারা এপ্রিলে জারি করা 'গোপন স্মারকলিপি'তে কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জারের নাম ছিল ৷ পাশাপাশি ভারতের গোয়েন্দা তালিকায় থাকা বেশ কয়েকটি শিখ নেতারও নাম রয়েছে সেখানে । (সংবাদ সংস্থা-পিটিআই)

আরও পড়ুন:

  1. 'হরদীপ সিং নিজ্জারের হত্যায় জড়িত ভারত', ট্রুডোর অভিযোগে উদ্বিগ্ন আমেরিকা
  2. 'নিজ্জার হত্যায় ভারত জড়িত তার প্রমাণ দেখাক কানাডা', দাবি ভারতীয় রাষ্ট্রদূতের
  3. নিজ্জার হত্যার পর কানাডায় হিন্দু-বিরোধী বিদ্বেষমূলক প্রচারের নিন্দা ভারতীয়-আমেরিকানদের

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ভারত কোনও 'গোপন স্মারকলিপি' জারি করেনি ৷ এই সংক্রান্ত আমেরিকার মিডিয়া রিপোর্টটি 'সম্পূর্ণ মিথ্যা ও ভুয়ো' ৷ রবিবার রাতে এমনটাই জানিয়েছে নয়াদিল্লি ৷ আমেরিকার ওই মিডিয়া রিপোর্ট দাবি করা হয়েছে, হরদীপ সিং নিজ্জার-সহ কিছু শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য এপ্রিল মাসে নয়াদিল্লি একটি 'গোপন স্মারকলিপি' জারি করেছিল । সেই দাবিকে নাকচ করে দিয়েছে ভারত ৷

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, রিপোর্টি ভারতের বিরুদ্ধে একটি দীর্ঘদিন ধরে চলা বিভ্রান্তিমূলক প্রচারের অংশ এবং যে সংবাদমাধ্যমে এটি বেরিয়েছে তা পাকিস্তানি গোয়েন্দাদের দ্বারা পরিচালিত ৷ তারা মিথ্যা ও ভুয়ো খবর প্রচারের জন্য পরিচিত । অনলাইন আমেরিকান সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্ট ভারতের বিরুদ্ধে এই রিপোর্টটি প্রকাশ করেছে ।

অরিন্দম বাগচি আরও বলেন, "আমরা দৃঢ়ভাবে দাবি করি যে এই ধরনের রিপোর্টগুলি জাল এবং সম্পূর্ণ বানানো । এমন কোনও স্মারকলিপি নেই ৷ এটি ভারতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা একটি বিভ্রান্তিমূলক প্রচারের অংশ । ওই সংবাদমাধ্যমটি পাকিস্তানি গোয়েন্দাদের দ্বারা চালিত ভুয়ো রিপোর্ট প্রচারের জন্য পরিচিত । লেখকদের পোস্টগুলি পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে সংযোগের বিষয়টি নিশ্চিত করে ৷" তাঁর কথায়, যারা এই ধরনের ভুয়ো খবরগুলিকে প্রচার করে তারা শুধুমাত্র তাদের নিজস্ব বিশ্বাসযোগ্যতার মূল্যে এটি করে ৷

18 জুন কানাডার মাটিতে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জারকে হত্যা করা হয় ৷ সেপ্টেম্বরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতীয় এজেন্টদের এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন । ভারত সেই অভিযোগকে প্রত্যাখ্যান করে ৷ নয়াদিল্লি বিষয়টিকে 'অযৌক্তিক' বলে অভিহিত করে ।

দ্য ইন্টারসেপ্ট তার রিপোর্টে দাবি করেছে, ভারত সরকার পশ্চিমের দেশগুলিতে কিছু শিখ নেতার বিরুদ্ধে একটি 'ক্র্যাকডাউন স্কিম' এর নির্দেশিকা জারি করেছে । তারা আরও দাবি করেছে, বিদেশ মন্ত্রকের দ্বারা এপ্রিলে জারি করা 'গোপন স্মারকলিপি'তে কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জারের নাম ছিল ৷ পাশাপাশি ভারতের গোয়েন্দা তালিকায় থাকা বেশ কয়েকটি শিখ নেতারও নাম রয়েছে সেখানে । (সংবাদ সংস্থা-পিটিআই)

আরও পড়ুন:

  1. 'হরদীপ সিং নিজ্জারের হত্যায় জড়িত ভারত', ট্রুডোর অভিযোগে উদ্বিগ্ন আমেরিকা
  2. 'নিজ্জার হত্যায় ভারত জড়িত তার প্রমাণ দেখাক কানাডা', দাবি ভারতীয় রাষ্ট্রদূতের
  3. নিজ্জার হত্যার পর কানাডায় হিন্দু-বিরোধী বিদ্বেষমূলক প্রচারের নিন্দা ভারতীয়-আমেরিকানদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.