ETV Bharat / bharat

PM Modi at ISB Hyderabad : স্টার্টআপ ব্যবসায় ভারত বিশ্বের তিন নম্বরে, দাবি মোদির - স্টার্টআপ ব্যবসায় ভারত বিশ্বের তিন নম্বরে

বৃহস্পতিবার ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস এর 20 তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi at ISB Hyderabad) ৷

PM Modi at ISB
স্টার্টআপ ব্যবসায় ভারত বিশ্বের তিন নম্বরে দাবি মোদির
author img

By

Published : May 26, 2022, 6:36 PM IST

হায়দরাবাদ, 26 মে : বিশ্বে স্মার্টফোন নির্ভর তথ্য আদান-প্রদানে ভারত প্রথম স্থানে রয়েছে ৷ ইন্টারনেট ব্যবহারকারীর দিক দিয়ে দেশ দু'নম্বর ও স্টার্টআপ ব্যবসার দিক দিয়ে তিন নম্বর স্থানে রয়েছে (India has worlds third largest startup ecosystem says PM Modi) ৷ বৃহস্পতিবার হায়দরাবাদে আইএসবি'র (ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস) 20তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এদিন প্রধানমন্ত্রী বলেন, "ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ব্যবসার বাজার ৷ ক্রেতার দিক দিয়েও ভারত বিশ্বের তিন নম্বর বাজার ৷ জি-20 গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে ভারত সবচেয়ে দ্রুত বৃদ্ধির অর্থনীতিতে পরিণত হয়েছে ৷ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার বিচারে ভারত বিশ্বে 2 নম্বর স্থানে আছে ৷ স্মার্টফোনের মাধ্যমে তথ্য আদান-প্রদানে ভারত শীর্ষ স্থানে রয়েছে ৷"

  • India is at the first position in smartphone data consumption, and at 2nd position in number of internet users in the world. It's at 2nd position in the global retail index while having the world's 3rd biggest startup ecosystem & 3rd biggest consumer market: PM Modi pic.twitter.com/ZPRzPWoiNx

    — ANI (@ANI) May 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 'পরিবারবাদী দলগুলি গণতন্ত্রের শত্রু', গান্ধি ছেড়ে এবার দক্ষিণের রাও পরিবারকে নিশানা মোদির

আইএসবি এর প্রশংসা করতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, "2001 সালে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি আইএসবি'র উদ্বোধন করেছিলেন ৷ তারপর থেকে 50 হাজার জন এখান থেকে স্নাতক হয়েছেন ৷ এই শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে এশিয়ার অন্যতম সেরা বিজনেস স্কুল ৷ "

হায়দরাবাদ, 26 মে : বিশ্বে স্মার্টফোন নির্ভর তথ্য আদান-প্রদানে ভারত প্রথম স্থানে রয়েছে ৷ ইন্টারনেট ব্যবহারকারীর দিক দিয়ে দেশ দু'নম্বর ও স্টার্টআপ ব্যবসার দিক দিয়ে তিন নম্বর স্থানে রয়েছে (India has worlds third largest startup ecosystem says PM Modi) ৷ বৃহস্পতিবার হায়দরাবাদে আইএসবি'র (ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস) 20তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এদিন প্রধানমন্ত্রী বলেন, "ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ব্যবসার বাজার ৷ ক্রেতার দিক দিয়েও ভারত বিশ্বের তিন নম্বর বাজার ৷ জি-20 গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে ভারত সবচেয়ে দ্রুত বৃদ্ধির অর্থনীতিতে পরিণত হয়েছে ৷ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার বিচারে ভারত বিশ্বে 2 নম্বর স্থানে আছে ৷ স্মার্টফোনের মাধ্যমে তথ্য আদান-প্রদানে ভারত শীর্ষ স্থানে রয়েছে ৷"

  • India is at the first position in smartphone data consumption, and at 2nd position in number of internet users in the world. It's at 2nd position in the global retail index while having the world's 3rd biggest startup ecosystem & 3rd biggest consumer market: PM Modi pic.twitter.com/ZPRzPWoiNx

    — ANI (@ANI) May 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 'পরিবারবাদী দলগুলি গণতন্ত্রের শত্রু', গান্ধি ছেড়ে এবার দক্ষিণের রাও পরিবারকে নিশানা মোদির

আইএসবি এর প্রশংসা করতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, "2001 সালে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি আইএসবি'র উদ্বোধন করেছিলেন ৷ তারপর থেকে 50 হাজার জন এখান থেকে স্নাতক হয়েছেন ৷ এই শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে এশিয়ার অন্যতম সেরা বিজনেস স্কুল ৷ "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.