দিল্লি , 1 ডিসেম্বর : দেশে কমছে কোরোনায় আক্রান্তের সংখ্যা । কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, গত চার মাসের মধ্যে নভেম্বরেই কোরোনায় আক্রান্তের সংখ্য়া সবথেকে কম ছিল । মোট 12.8 লাখ মানুষ নভেম্বরে সংক্রমিত হয়েছে । যেখানে অক্টোবর ও সেপ্টেম্বর মাসে সংখ্যাটা ছিল যথাক্রমে 18.8 লাখ ও 26.2 লাখ ।
অন্যদিকে, জুন মাসে মৃতের সংখ্যা সবথেকে কম ছিল । জুনে মোট 11 হাজার 988 জন কোরোনায় মারা গেছে । তবে জুলাই থেকে মৃতের সংখ্যা বাড়তে শুরু করে । সেপ্টেম্বরে মোট 33 হাজার 255 জন কোরোনায় মারা যায় । যেখানে অক্টোবরে সংখ্যাটা কমে হয় 23 হাজার 472 । নভেম্বরে কোরোনায় আক্রান্ত হয়ে মৃ্ত্যু হয়েছে মোট 15 হাজার 494 জনের । সেক্ষেত্রে জুনের পর গত পাঁচ মাসের মধ্যে নভেম্বরে ফের একবার মৃতের সংখ্যা অনেকটাই কমেছে ।
এদিকে গত 24 ঘণ্টায় দেশে ফের কমল কোরোনায় আক্রান্তের সংখ্যা । একদিনে কোরোনায় আক্রান্ত হয়েছে 31 হাজার 118 জন । এই নিয়ে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 94 লাখ 62 হাজার 810 । অন্যদিকে, নতুন করে কোরোনায় মৃত্যু হয়েছে 482 জনের । দেশে মোট কোরোনায় মৃত্যু হয়েছে 1 লাখ 37 হাজার 621 জনের ।
বর্তমানে দেশে সক্রিয় আক্রান্ত রয়েছে 4 লাখ 35 হাজার 603 । অন্যদিকে , 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 41 হাজার 985 জন । দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছে 88 লাখ 89 হাজার 585 জন ।