ETV Bharat / bharat

INDIA Alliance Joint Rally: 'ইন্ডিয়া'র প্রথম জনসভা ভোপালে, 'চোরদের জোট' বলে কটাক্ষ শুভেন্দুর - ইন্ডিয়া জোট

ইন্ডিয়া জোট গঠন হয়েছে জুলাই মাসের বিরোধীদের বৈঠকে ৷ গতকাল জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক হয় দিল্লিতে ৷ এবার অক্টোবরে প্রথম জনসভা হবে মধ্যপ্রদেশে ৷ বিজেপি-শাসিত রাজ্যটিতে বিধানসভা ভোটের দিন এগিয়ে আসছে ৷ তার আগেই চাপ বাড়াতে মরিয়া বিরোধীরা ৷

ETV Bharat
ইন্ডিয়া জোটের প্রথম কোঅর্ডিনেশন বৈঠকের ছবি টুইটার থেকে সংগৃহীত
author img

By ANI

Published : Sep 14, 2023, 7:34 AM IST

Updated : Sep 14, 2023, 9:51 AM IST

নয়াদিল্লি, 13 সেপ্টেম্বর: 'ইন্ডিয়া' জোটের প্রথম জনসভা হবে মধ্যপ্রদেশের ভোপালে ৷ বুধবার এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে বিরোধী জোটের প্রথম সমন্বয় কমিটির বৈঠক হয় ৷ সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অক্টোবরেই জনসভা করবে বিরোধী জোট ৷ বিরোধীরা যখন রণকৌশল তৈরিতে ব্যস্ত ঠিক তখন তৎপর শাসকও।

সন্ধ্যায় মধ্যপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠক করে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির ৷ দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ তাঁদের সঙ্গে ছিলেন মধ্যপ্রদেশে কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সদস্য এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷

  • #WATCH | On the meeting of the INDIA alliance Coordination Committee, West Bengal LoP and BJP leader Suvendu Adhikari says, "...It is an alliance of thieves, corrupt people, people who believe in dynasty politics, appeasement politics. PM Modi (will return to power) with more… pic.twitter.com/2pgYiDKZ52

    — ANI (@ANI) September 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: অভিষেকের পাশে 'ইন্ডিয়া', বিবৃতিতে বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতির উল্লেখ

মধ্যপ্রদেশে এ বছরের শেষে বিধানসভা নির্বাচন ৷ তাই অক্টোবরের প্রথম সপ্তাহে জনসভা করছে 'ইন্ডিয়া' জোট ৷ এই বৈঠক শেষে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণু গোপাল জানান, নির্বাচন আসন্ন এমন রাজ্যগুলিতে বিরোধী জোটের দলগুলি যত দ্রুত সম্ভব আসন বণ্টন নিয়ে আলোচনা হবে ৷ বাকি রাজ্যগুলিতে লোকসভা নির্বাচনকে মাথায় রেখে রণকৌশল তৈরি হবে বলে জানিয়েছেন ডিএমকে'র নেতা টি আর বালু।

তবে এদিনও গেরুয়া শিবির 'ইন্ডিয়া' জোটকে আক্রমণ করতে ছাড়েনি ৷ বুধবার রাতে সাংবাদিকরা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিরোধীদের এই বৈঠক নিয়ে প্রশ্ন করেন ৷ এর জবাবে বিজেপি বিধায়ক 'ইন্ডিয়া' জোটকে 'চোরেদের জোট' বলে কটাক্ষ করেন ৷ পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে এই জোটের কোনও প্রভাব পড়বে না বলেও দাবি করেছেন নন্দীগ্রামের বিধায়ক ৷ এদিন শুভেন্দু বলেন, "ইন্ডিয়া জোট দিয়ে কিছু হবে না ৷ আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি 400-টিরও বেশি আসন পেয়ে ক্ষমতায় ফিরবে ৷ আমার কথা মিলিয়ে নেবেন ৷"

দিল্লির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কংগ্রেসের প্রবীণ নেতা কে সি বেণুগোপাল ৷ তাঁর পাশেই বসেছিলেন বর্ষীয়ান নেতা শরদ পাওয়ার ৷ বেণুগোপাল বলেন, "শরদ পাওয়ারজির বাড়িতে আজ কোঅর্ডিনেশন কমিটির বৈঠক হয়েছে ৷ এতে 12টি রাজনৈতিক দলের সদস্যরা অংশগ্রহণ করেছেন ৷"

আরও পড়ুন: 9 ঘণ্টা জেরা শেষে ইডি দফতরের বাইরে দাঁড়িয়েই তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ অভিষেকের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে অংশ নিতে পারেননি ৷ বেণুর দাবি, অভিষেক বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতির শিকার ৷ বুধবার সকাল 11.30 মিনিট নাগাদ ইডির কলকাতার কার্যালয়ে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ ন'ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রাত আনুমানিক 8.45 মিনিটে তিনি বেরিয়ে আসেন ৷ তাই কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠকে অনুপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক ৷

নয়াদিল্লি, 13 সেপ্টেম্বর: 'ইন্ডিয়া' জোটের প্রথম জনসভা হবে মধ্যপ্রদেশের ভোপালে ৷ বুধবার এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে বিরোধী জোটের প্রথম সমন্বয় কমিটির বৈঠক হয় ৷ সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অক্টোবরেই জনসভা করবে বিরোধী জোট ৷ বিরোধীরা যখন রণকৌশল তৈরিতে ব্যস্ত ঠিক তখন তৎপর শাসকও।

সন্ধ্যায় মধ্যপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠক করে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির ৷ দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ তাঁদের সঙ্গে ছিলেন মধ্যপ্রদেশে কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সদস্য এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷

  • #WATCH | On the meeting of the INDIA alliance Coordination Committee, West Bengal LoP and BJP leader Suvendu Adhikari says, "...It is an alliance of thieves, corrupt people, people who believe in dynasty politics, appeasement politics. PM Modi (will return to power) with more… pic.twitter.com/2pgYiDKZ52

    — ANI (@ANI) September 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: অভিষেকের পাশে 'ইন্ডিয়া', বিবৃতিতে বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতির উল্লেখ

মধ্যপ্রদেশে এ বছরের শেষে বিধানসভা নির্বাচন ৷ তাই অক্টোবরের প্রথম সপ্তাহে জনসভা করছে 'ইন্ডিয়া' জোট ৷ এই বৈঠক শেষে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণু গোপাল জানান, নির্বাচন আসন্ন এমন রাজ্যগুলিতে বিরোধী জোটের দলগুলি যত দ্রুত সম্ভব আসন বণ্টন নিয়ে আলোচনা হবে ৷ বাকি রাজ্যগুলিতে লোকসভা নির্বাচনকে মাথায় রেখে রণকৌশল তৈরি হবে বলে জানিয়েছেন ডিএমকে'র নেতা টি আর বালু।

তবে এদিনও গেরুয়া শিবির 'ইন্ডিয়া' জোটকে আক্রমণ করতে ছাড়েনি ৷ বুধবার রাতে সাংবাদিকরা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিরোধীদের এই বৈঠক নিয়ে প্রশ্ন করেন ৷ এর জবাবে বিজেপি বিধায়ক 'ইন্ডিয়া' জোটকে 'চোরেদের জোট' বলে কটাক্ষ করেন ৷ পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে এই জোটের কোনও প্রভাব পড়বে না বলেও দাবি করেছেন নন্দীগ্রামের বিধায়ক ৷ এদিন শুভেন্দু বলেন, "ইন্ডিয়া জোট দিয়ে কিছু হবে না ৷ আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি 400-টিরও বেশি আসন পেয়ে ক্ষমতায় ফিরবে ৷ আমার কথা মিলিয়ে নেবেন ৷"

দিল্লির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কংগ্রেসের প্রবীণ নেতা কে সি বেণুগোপাল ৷ তাঁর পাশেই বসেছিলেন বর্ষীয়ান নেতা শরদ পাওয়ার ৷ বেণুগোপাল বলেন, "শরদ পাওয়ারজির বাড়িতে আজ কোঅর্ডিনেশন কমিটির বৈঠক হয়েছে ৷ এতে 12টি রাজনৈতিক দলের সদস্যরা অংশগ্রহণ করেছেন ৷"

আরও পড়ুন: 9 ঘণ্টা জেরা শেষে ইডি দফতরের বাইরে দাঁড়িয়েই তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ অভিষেকের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে অংশ নিতে পারেননি ৷ বেণুর দাবি, অভিষেক বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতির শিকার ৷ বুধবার সকাল 11.30 মিনিট নাগাদ ইডির কলকাতার কার্যালয়ে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ ন'ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রাত আনুমানিক 8.45 মিনিটে তিনি বেরিয়ে আসেন ৷ তাই কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠকে অনুপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক ৷

Last Updated : Sep 14, 2023, 9:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.